শুভব্রত মুখার্জি: ১৬ নভেম্বর অর্থাৎ বুধবার চলতি ওডিআই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। যা ১৯৯৯ বিশ্বকাপের সেই বিখ্যাত সেমিফাইনালের পুনরাবৃত্তি। সেবার দুই দল আটকে গিয়েছিল ২১৩ রানে।তবে সুপার সিক্স পর্যায়ে অস্ট্রেলিয়ার কাছে হারার ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছিল ল্যান্স ক্লুজনারদের। ওই ঘটনার ২৪ বছর পর ফের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই দল। স্বাভাবিকভাবেই এই ম্যাচে অজিদেরকে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে চায় দক্ষিণ আফ্রিকা। আর সেই কাজে তারা যে কতটা মুখিয়ে রয়েছে তার প্রমাণ দিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। চোট নিয়েও যেভাবে অনুশীলন চালালেন তিনি তা শিক্ষণীয়।
ইডেন গার্ডেন্সে প্রোটিয়া দলের অনেকেই অনুশীলন করেছেন। বাভুমা অনুশীলন করেছেন তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই। কলকাতার হাসপাতালে করিয়েছেন স্ক্যান।এরপরেই অনুশীলনে রীতিমতো ঘাম ঝরিয়েছেন তিনি। উইকেট হাতে নিয়েও ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। এদিনের অনুশীলন ছিল ঐচ্ছিক। ফলে বাভুমার অনেক সতীর্থ অনুশীলন করেননি। তবে বাভুমা কিন্তু চোট থাকা সত্ত্বেও পুরোদমে করেছেন অনুশীলন। তাঁর ডানপায়ের থাইতে স্ট্র্যাপ বেঁধে অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি। ৩৩ বছর বয়সীকে দেখেই বোঝা যাচ্ছিল এই ম্যাচটা জিততে কতটা মরিয়া তিনি।
ব্যাটিং অনুশীলনের পরে ফিটনেস অনুশীলন ও করেন। গোটা আউটফিল্ড বেশ কয়েকবার চক্কর লাগান। ধীরে ধীরে নিজের গতিবেগ বাড়াতে দেখা যায় তাঁকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁকে মরিয়া দেখায় নিজেকে ফিট করে তুলতে। তবে সময়ে সময়ে তাঁর চোট তাঁকে পীড়া দিচ্ছিল। তাঁকে মাঝেমধ্যেই একটু দাঁড়িয়ে ঝুঁকে নিচু হয়ে বিশ্রাম নিতে দেখা যাচ্ছিল। দলের ফিজিও সিজওয়ে হাতেবে, কন্ডিশনিং কোচ রুনেশান মুডলিকে ও তাঁর সঙ্গে অনুশীলনে সবসময়ে দেখা গিয়েছে। ১৫ মিনিট ওয়ার্ম আপ করার পরে নেটে ব্যাট করা শুরু করেন তিনি। যেখানে স্ট্যাম্প হাতে তিনি প্রায় ৩০ মিনিট বোলারদের মোকাবিলা করেন।