বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Police ASI assaulted: রাতের কলকাতায় ফের কর্তব্যরত পুলিশকে নিগ্রহ, ছিঁড়ে দেওয়া হল উর্দি, গ্রেফতার ২

Police ASI assaulted: রাতের কলকাতায় ফের কর্তব্যরত পুলিশকে নিগ্রহ, ছিঁড়ে দেওয়া হল উর্দি, গ্রেফতার ২

রাজাবাগান থানার এএসআইকে নিগ্রহ।

ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১২ টার পর। রাজাবাগান থানার এলাকার এস এ ফারুকি রোডে পুলিশ কর্মীরা মোটরবাইকে টহল দিচ্ছিলেন। তখন এক লরি চালকের সঙ্গে মইনুদ্দিনের বচসা বাঁধে। তা দেখার পরেই সেখানে যান এএসআই। তিনি দু’জনের বচসা থামানোর চেষ্টা করেন।

কলকাতায় আবারও পুলিশকে নিগ্রহের অভিযোগ। দুজনের বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হলেন এক এএসআই। এই অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম মইনুদ্দিন মণ্ডল এবং মহম্মদ দৌলত মণ্ডল। অভিযোগ, তারা দুজন মিলে রাজাবাগান থানার এএসআই সফিকুল আলমের গায়ে হাত তুলেছিল। এমনকী এএসআইয়ের উর্দি পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়। বউবাজারের পর রাজাবাগানে এমন ঘটনায় কলকাতার পুলিশ মহলে শোরগোল পড়ে গিয়েছে। বারবার আক্রান্ত হওয়ায় প্রশ্ন উঠছে পুলিশেরই নিরাপত্তা নিয়ে।

আরও পড়ুন: রাতের অন্ধকারে টহলদারি পুলিশের ওপর হামলা দুষ্কৃতীদের, ভাঙল গাড়ির কাচ, আহত ৫

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১২ টার পর। রাজাবাগান থানার এলাকার এস এ ফারুকি রোডে পুলিশ কর্মীরা মোটরবাইকে টহল দিচ্ছিলেন। তখন এক লরি চালকের সঙ্গে মইনুদ্দিনের বচসা বাঁধে। তা দেখার পরেই সেখানে যান এএসআই। তিনি দু’জনের বচসা থামানোর চেষ্টা করেন। কিন্তু, সেই সময় মইনুদ্দিন অফিসারকে গালিগালাজ করতে শুরু করে। শুধু তাই নয়, এরপরেও ক্ষান্ত না হয়ে মইনুদ্দিন তার কয়েক সঙ্গীকে সেখানে ডেকে আনে। পরে ওই পুলিশ অফিসারকে নিগ্রহ করে বলে অভিযোগ। তাঁর উর্দি টেনে ছিঁড়ে দেওয়া হয়। এমনকী পুলিশ অফিসারকে হুমকিও দেয় তারা। 

এভাবে কর্তব্যরত অফিসারকে নিগ্রহের পরেই নড়েচড়ে বসে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  দুজনকে আটক করে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের গ্রেফতার করা হয়। আরও বেশ কয়েকজন এই ঘটনায় জড়িত রয়েছে বলে জানা গিয়েছে।  তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, ঘটনায় আক্রান্ত এএসআইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত শুক্রবার বউবাজারের চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও গণেশ অ্যাভিনিউয়ের মোড়ে আক্রান্ত হয়েছিলেন এক ট্রাফিক সার্জেন্ট। এক চিকিৎসকের গাড়ি অন্য গাড়িকে ধাক্কা মারে। তাই নিয়ে দুই গাড়ির চালকের মধ্যে বচসা বাঁধে। হেড কোয়ার্টার্স ট্র্যাফিক গার্ডের এক সার্জেন্ট চিকিৎসককে থানায় যেতে বলেন। তবে চিকিৎসক যেতে অস্বীকার করেন।  এই ঘটনায় চিকিৎসক পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে চিকিৎসক তার কয়েকজন সঙ্গীকে ঘটনাস্থলে ডেকে পাঠায়। এরপর পুলিশ কর্মীদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

বাংলার মুখ খবর

Latest News

সরকার গঠনের ১৮ মাসের মধ্যে চতুর্থবার আস্থা ভোট, ফের জয়ী হলেন নেপালের PM প্রচণ্ড ব্যর্থ ঋদ্ধি, গড়পড়তা শাহবাজ, IPL 2024-এ বাংলার ধ্বজা তুলে ধরলেন অভিষেক-মুকেশ ৫ দফাতেই ৩১০ আসন পার BJP-র, দাবি শাহের, বাংলায় আসছে কত? ভোটের সাতকাহন- 'পর' আর ঘর কখনও এক হয় না, বিষ্ণুপুরে আমার প্রেস্টিজ ফাইট-সুজাতা কোন ৭ লক্ষণ দেখলে বুঝবেন যে রক্তাল্পতা হয়েছে? ‘আরভকে আটকাতে পারিনি…’, কী করল অক্ষয়ের ছেলে? কেন এমন বললেন অভিনেতা? ‘ইমি ইমি’ গানে ট্রেন্ডিংয়ে থাকার পর এবার কান উৎসবে সকলের নজর করলেন জ্যাকলিন শিমুলের হয়ে সাক্ষ্য দিতে কোর্টে হাজির পরাগ, এবার কি শাস্তি হবে পলাশ-প্রতীক্ষার? ভারত থেকে পৌঁছে দিত বুলেট, ওয়াকিটকি! মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ক্যাডার ধৃত বৈশাখ পূর্ণিমা ২০২৪ এর তিথি শুরু কখন থেকে? শুভ মুহূর্তের সময়কাল দেখে নিন

Latest IPL News

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই বদলে দিয়েছে কেরিয়ার, HT বাংলায় Exclusive অভিষেক পোড়েল বিরাটের সঙ্গে একমত, ODI থেকে ২ বলের নিয়ম তুলে দেওয়ার পক্ষে গম্ভীর 'L' দেখিয়ে কেন সেলিব্রেশন? কোয়ালিফায়ারের আগে গোপন রহস্য ফাঁস করলেন KKR-র 'বিপদ' হস্তক্ষেপ করব না,ধোনি যখন সিদ্ধান্ত নেবে তখন জানাবে-রহস্য জিইয়ে রাখল সিএসকে সিইও জুনিয়র ক্রিকেটে নির্বাচকদের পা ধরিনি, তাই দলে সুযোগ পাইনি… বিস্ফোরক গম্ভীর বিরাটের ব্যাটিং বা রবীন্দ্র-র রান আউট নয়, এই ঘটনাকে টার্নিং পয়েন্ট বলছেন যশ বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই! আইপিএল ভারতীয় দলে ঢোকার শর্টকাট না হয়ে যায়… কুপ্রভাবের কথা গৌতম গম্ভীরের গলায় পেশীর চোটের চিকিৎসা করাতে লন্ডনে যেতে চলেছেন MSD,ফিরেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.