দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কিছুদিন আগেই অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলে ভারত। তাদের বিরুদ্ধেই প্রথম ম্যাচে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এই ম্যাচকে ঘিরে উন্মাদনা যেমন রয়েছে তেমনই উত্তেজনায় ফুসছে সমর্থকরা। ঘরের মাঠে বিশ্বকাপ। ফলে ভারত যে অ্যাডভান্টেজ পাবে তা বলার অপেক্ষা রাখে না। ২০১১ সালের পর আর কোনও বিশ্বকাপ হাতে তুলতে পারেনি টিম ইন্ডিয়া। এবার ফের একবার সুযোগ রয়েছে।
ঠিক তেমনই ২০১১ সালের পর এই প্রথম ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসতে চলেছে। ফলে এই বিশ্বকাপকে ঘিরে উন্মাদনাও রয়েছে। ভারতরে সব ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছে। এই উন্মাদনা ভারতীয় দলকে আত্মবিশ্বাস জোগাবে ঠিক কথা, তবে বিশ্বকাপ এনে দেবে কিনা সেটা সময় বলবে। তবে আজকের সব নজর থাকবে চিপকের দিকে।
কোনও রকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই অজিদের বিরুদ্ধে খেলতে নামছেন রোহিত শর্মারা। গুয়াহাটি এবং তিরুবনন্তপুরমের দুটি প্রস্তুতি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি টিম ইন্ডিয়া। তবে তাতে নাকি ভালোই হয়েছে ক্রিকেটারদের জন্য। টিম ইন্ডিয়া সূত্রে খবর দুটি ম্যাচ ভেস্তে যাওয়ায় বিশ্রাম পেয়েন রোহিত, বিরাটরা। দুই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলেও আজ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে যাক তা একেবারেই চাইছে না সমর্থকরা। কারণ ম্যাচের ২৪ ঘণ্টা আগে জানা যায় চিপকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্বাভাবিক ভাবে উৎকন্ঠা দেখা দিয়েছে সমর্থকদের মনে। এবার জেনে নেওয়া যাক সত্যি কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাইয়ে? কেমন থাকবে আবহাওয়া?
সর্বশেষ খবর পাওয়ার পর এটাই জানা গিয়েছে, আজ চেন্নাইয়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টিপাতের কোনও রকম সম্ভাবনা নেই। ম্যাচের ২৪ ঘণ্টা আগে যে বৃষ্টির খবর পাওয়া গিয়েছিল, তা হচ্ছে না। আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। ফলে আশা করা যেতেই পারে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে না দুই দলের কাছে।
এই মুহূর্তে চেন্নাইয়ের আবহাওয়ার স্বস্তি জোগালেও চিপকের ২২ গজ কেমন হতে পারে এই ম্যাচের জন্য তা এবার জেনে নেওয়া যাক। সাধারণত দেখা যায় চিপকের পিচ অনেকটাই স্লো। এছাড়াও এই পিচে স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন। তবে এটাও বলে রাখা দরকার, শুধু স্পিনার বা বোলাররাই নন, ব্যাটাররাও রান পান। ব্যালেন্সড পিচ করা হয়। যদিও এই পিচে খুব বেশি রান ওঠে তা একেবারেই বলা যাবে না। মাঝে মধ্যে বড় রান সম্ভব হয়। এই মাঠে যদি প্রথমে ব্যাট করা যায় তাহলে ২৩০-২৫০ রান করা যেতেই পারে। যদিও পরে যারা ব্যাট করবে সেক্ষত্রে রানের গতি কমবে। পিচ ভাঙতে থাকবে। রান করতে সমস্যা হবে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে দল প্রথমে টসে জিতে ব্যাট করবে তারাই জিতবে। এখন এটাই দেখার বিষয় ভারত অজি বধ করে এগিয়ে যেতে পারে কিনা।