খাতায়কলমে বিশ্বের দ্বিতীয় সেরা দল হিসেবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলতে নেমেছে পাকিস্তান। কয়েকদিন আগে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষেও ছিলেন বাবর আজমরা। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেই র্যাঙ্কিংয়ের কোনও গুরুত্ব নেই বলে দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা-উল-হক। তাঁর বক্তব্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের তৃতীয় বা চতুর্থ সারির দলের বিরুদ্ধে জিতে পাকিস্তানের রেটিং পয়েন্ট বেড়েছে। উত্থান হয়েছে আইসিসির র্যাঙ্কিংয়ে। কিন্তু বিশ্বকাপে তো পূর্ণশক্তির দল নামাবে সবাই। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ওইসব দলগুলি এগিয়ে থাকবে বলে মন্তব্য করলেন মিসবা।
ভারতে বিশ্বকাপের আবহেই পাকিস্তানি সংবাদমাধ্যম এ স্পোর্টসে একটি আলোচনাচক্রে মিসবা বলেন, ‘নিউজিল্যান্ড পাকিস্তানে এসেছিল। অস্ট্রেলিয়া পাকিস্তানে এসেছিল। ওদের সি টিম (তৃতীয় সারির দল) এসেছিল। ওদের ডি টিম (চতুর্থ সারির দল) এসেছিল। আমরা ওদের সঙ্গে খেলেছিলাম। আমরা জিতে গিয়েছিলাম। আমাদের রেটিং পয়েন্ট বেড়ে গিয়েছিল। তারপর ওয়েস্ট ইন্ডিজ এসেছিল। সেই দলের বিরুদ্ধে আমরা জিতে গিয়েছিলাম।’
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘কিন্তু আমাদের আর একটি বিষয়ের দিকে নজর রাখতে হবে। আমরা (আইসিসি ক্রমপর্যায়ে) এক নম্বর দল হয়ে গেলাম। তাতেই খুশি হয়ে গেলাম আমরা। কিন্তু আসল বিষয় হল যে অস্ট্রেলিয়ার সি দল এসেছিল। তারাও একটি ম্যাচে জিতেছিল। একটি ম্যাচে ৩৫০ রান করে দিয়েছিল। ভাগ্যবশত খুব ভালো রান তাড়া করে পাকিস্তান জিতে গিয়েছিল। একটি ম্যাচে ৩১৯ রান করেছিল। একটি ম্যাচে সহজে জিতেছিলাম আমরা।’
আরও পড়ুন: ICC ODI WC 2023: ইসলাম ধর্মের জন্যই পাক দলের ক্রিকেটাররা শৃঙ্খলাবদ্ধ, দাবি হেডেনদের
সেখানেই থামেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের কার্যত ডি টিম খেলতে এসেছিল। যে দলে ওদের তৃতীয় সারির খেলোয়াড়রাও ছিল না। আইপিএলে খেলতে চলে গিয়েছিল। সেই দলের বিরুদ্ধেও প্রতিযোগিতামূলক ম্যাচ হয়েছিল। এখন ওদের যে ক্রিকেটাররা বাইরে বসে আছে, তারাও সেই দলে ছিল না। আমাদের এই বিষয়গুলি বুঝতে হবে। আর দিয়ে আমাদের ভাবতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের সেরা একাদশ খেলছে। আর বিপক্ষের তৃতীয় সারির দল খেলছে। তারপরও ওরা এত লড়াই করেছিল।’
সেই পরিস্থিতিতে বিশ্বকাপের মঞ্চে র্যাঙ্কিংয়ের কোনও গুরুত্ব নেই বলে দাবি করেন মিসবা। তাঁর বক্তব্য, বিশ্বকাপে প্রতিটি দলই নিজেদের পূর্ণশক্তির দল নামাবে। নিজেদের সেরা দল নিয়ে খেলতে নামবে। আর তখন চাপে পড়ে যাবে পাকিস্তান। ওই দলগুলির পাল্লা ভারী থাকবে। মিসবার কথায়, ‘র্যাঙ্কিংয়ের কোনও দাম নেই। ওদের (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো) সেরা দলের বিরুদ্ধে যখন আমরা খেলব, তখন ওরা (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো) এগিয়ে থাকবে।’
আরও পড়ুন: ODI WC 2023- বাবর বিরিয়ানি কেমন ছিল? রবি শাস্ত্রীর প্রশ্নে মজার জবাব দিলেন পাকিস্তানের অধিনায়ক