বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC World Cup 2023 Practice Game: গণেশ পুজো, ইদ মিলাদ-উন-নবি; হায়দরাবাদে পাকে প্রস্তুতি ম্যাচে থাকবে না দর্শক

ICC World Cup 2023 Practice Game: গণেশ পুজো, ইদ মিলাদ-উন-নবি; হায়দরাবাদে পাকে প্রস্তুতি ম্যাচে থাকবে না দর্শক

দর্শক ছাড়াই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে।

আগামী ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে বসবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। কিন্তু সেই ম্যাচে কোনও দর্শক প্রবেশ করতে পারবে না। 

বিশ্বকাপের দামামা প্রায় বেজে গিয়েছে বললেই চলে। প্রতিটি দল নিজেদের মতো করে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। আর কিছুদিন পরেই তারা ভারতে চলে আসবে। বিস্তর টালবাহানের পর বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চলেছে পাকিস্তান ক্রিকেট দল।‌ বিশ্বকাপ খেলার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৯ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচ হবে। তবে এই ম্যাচে কোনও দর্শক প্রবেশ করতে পারবেন না। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

ভারতে পুজোর মরসুমের সময় বিশ্বকাপ শুরু হবে। এখন থেকেই দেশজুড়ে সেই উৎসবের আবহ শুরু হয়েছে। তার মধ্যে বিশ্বকাপ দর্শকদের কাছে পোয়া-বারো। তবে চাপ বেড়েছে প্রশাসনের। উৎসবের মরশুমে সাধারণ মানুষকে সামলানোর পাশাপাশি খেলার মাঝে ক্রিকেটার নিরাপত্তা মাথাব্যথার বিষয় হয়ে উঠে তাদের কাছে। এই অবস্থায় চলতি মাসের ২৯ সেপ্টেম্বর পাকিস্তান নিউজিল্যান্ডের প্রস্তুতিমূলক ম্যাচ হওয়ার কথা। তবে এবার সেখানে নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়ে দিল হায়দরাবাদ সিটি পুলিশ। কারণ হিসেবে বলা হচ্ছে তার আগে ২৮ তারিখ গণেশ পুজোর নিরঞ্জন ও মিলান-উন-নবি’র সঙ্গে যুক্ত থাকবে। ফলে মাঠে দর্শকদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে, 'খেলাটি দর্শক ছাড়াই খেলা হবে এবং যারা তাদের টিকিট বুক করেছেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে।' ক্রিকেট বোর্ডের তরফ থেকে অফিসিয়াল টিকিট পার্টনার বুকমাইশো’কে নির্দেশও দিয়ে দিয়েছে যারা টিকিট ইতিমধ্যেই কেটে ফেলেছে তাদের টিকিটের দাম ফেরত দেওয়ার জন্য।

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ অক্টোবর এবং ১০ অক্টোবর বিশ্বকাপের পরপর দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১০ অক্টোবরের খেলায় পাকিস্তান এবং শ্রীলঙ্কা নিজেদের মধ্যে প্রাথমিক পর্বের ম্যাচ খেলবে ও তার আগের দিন ৯ তারিখে না এই মাঠেই নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের খেলা হবে। এক্ষেত্রে হায়দরাবাদ পুলিশের পক্ষ থেকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয় ভারতীয় বোর্ডকে। একটি খেলার জন্য প্রায় ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হবে। পাকিস্তান দল যে হোটেলে থাকবে সেখানে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হবে।

এবারের বিশ্বকাপ সূচি এমনিতেই অনেকটা দেরি করে প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়ার পরে কিছু পরিবর্তন করা হয়েছে এই সূচিতে। ভারত পাকিস্তান ম্যাচ গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এগিয়ে দিয়ে ১৪ অক্টোবর করা হয়েছে। অন্যদিকে কলকাতায় ইডেন গার্ডেন্সে পাকিস্তান ইংল্যান্ড এর খেলা ১২ ই নভেম্বর হওয়ার কথা থাকলেও সেদিন পশ্চিমবঙ্গে কালী পুজো থাকায় খেলাটিকে ১১ তারিখে এগিয়ে আনা নিয়ে যাওয়া হয়েছে।

ক্রিকেট খবর

Latest News

দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.