বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs AUS Live Streaming: সিরিজ জয়ের লক্ষ্য ভারতের, অজিরা সমতা ফেরাতে মরিয়া, কোথায় কী ভাবে ফ্রি-তে দেখবেন দ্বিতীয় ODI?

IND vs AUS Live Streaming: সিরিজ জয়ের লক্ষ্য ভারতের, অজিরা সমতা ফেরাতে মরিয়া, কোথায় কী ভাবে ফ্রি-তে দেখবেন দ্বিতীয় ODI?

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ঘিরে রয়েছে টানটান উত্তেজনা। 

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে আইসিসি ওডিআই রাঙ্কিংয়ে পাকিস্তানকে সরিয়ে একে উঠে এসেছে রোহিত শর্মা ব্রিগেড। বিশ্বকাপের আগে যা ভারতের কাছে বড় মোটিভেশন। এই পরিস্থিতিতে রবিবার ভারতীয় দল দ্বিতীয় ওডিআই-এ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে, এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে নিজেদের দাপট দেখিয়েছে তারা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই-এ টিম ইন্ডিয়া ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। আর এই ম্যাচের হাত ধরে তিন ম্যাচের সিরিজে ১-০ তারা লিড নিয়েছে।

এখানেই শেষ নয়, সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি ওডিআই রাঙ্কিংয়ে পাকিস্তানকে সরিয়ে একে উঠে এসেছে রোহিত শর্মা ব্রিগেড। বিশ্বকাপের আগে যা ভারতের কাছে বড় মোটিভেশন। এই পরিস্থিতিতে রবিবার ভারতীয় দল দ্বিতীয় ওডিআই-এ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি সহ প্রথম একাদশের চার জন খেলোয়াড় অনুপস্থিত থাকা সত্ত্বেও, ভারত স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রথম ওডিআই-এ দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে। হোলকার স্টেডিয়ামে ফের জিতে, ভারত সিরিজটি পকেটে পুড়ে ফেলতে চাইবে।

আরও পড়ুন: কোহলি, রোহিত, ওয়ার্নাররা থাকলেও বাবরের লেভেলই আলাদা- বিশ্বকাপে পাক অধিনায়কই বাজি গম্ভীরের

এদিকে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার দক্ষিণ আফ্রিকাই ভালো ফর্মে রয়েছেন। তিনি আগামী কয়েক মাস এটি বজায় রাখতে চাইবেন। স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশেন মোহালিতে বাজে ভাবে উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফিরেছিলেন। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যাবর্তন করতে হলে তাঁদের দু'জনকেই বড় রানের ইনিংস খেলতে হবে। অজিরা চাইবে, রবিবার সিরিজে সমতা ফেরাতে।

সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত ভারত ও অস্ট্রেলিয়া। জেনে নিন কখন, কোথায় হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। কী ভাবে দেখবেন এই ম্যাচের সম্প্রচার, লাইভ স্ট্রিমিং-ই বা কোথায় দেখা যাবে? ফ্রি-তে কী ভাবে দেখবেন এই ম্যাচ।

টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওডিআই কখন হবে?

২৪ সেপ্টেম্বর রবিবার ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওডিআই খেলা হবে।

টিম ইন্ডিয়া-অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচ কোথায় খেলবে?

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভার এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ম্যাচটি।

আরও পড়ুন: নিয়মিত সুযোগ পান না দলে, ৫ উইকেট নিয়ে কৌশলী উত্তর শামির

কখন শুরু হবে এই ম্যাচটি?

ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে দুপুর দেড়টায়। টস হবে দুপুর ১টায়।

টিভিতে কোন চ্যানেল এই ম্যাচটির সরাসরি সম্প্রচার করবে?

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচটি টিভি স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে। আপনি বিনামূল্যে ডিডি স্পোর্টসেও দেখতে পারেন।

আঞ্চলিক ভাষায় কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচের সরাসরি সম্প্রচার?

ম্যাচগুলি আঞ্চলিক ভাষাতেও দেখা যাবে। কালারস তামিল (তামিল), কালারস বাংলা সিনেমা (বাংলা), কালারস কন্নড় সিনেমা (কন্নড়), এবং কালারস সিনেপ্লেক্স সুপারহিট (হিন্দি) এর মতো আঞ্চলিক চ্যানেলগুলিতে দেখতে পাওয়া যাবে।

মোবাইলে বিনামূল্যে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় এনকাউন্টার কী ভাবে দেখা যাবে?

ম্যাচটি অনলাইনে ফ্রি-তে দেখতে হলে আপনাকে Jio Cinema অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেখানে গিয়ে ফ্রি-তে এই ম্যাচটি দেখতে পাবেন। ওয়েবসাইটে অনলাইনে এই ম্যাচের সমস্ত আপডেট পেয়ে যাবেন। । Jio Cinema Power মোট ১২টি ভাষায় এই ম্যাচের লাইভ দেখাবে। এছাড়াও টুর্নামেন্টের যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেট পেতে হলে হিন্দুস্তান টাইমস বাংলায় চোখ রাখতে হবে।

ক্রিকেট খবর

Latest News

কীভাবে সেমিফাইনালে যেতে পারে হরমনরা, বুঝিয়ে দিলেন প্রাক্তন ফিল্ডিং কোচ বিপক্ষ দলের ফুটবলারকে থাপ্পড় চেলসি ফুটবলারের! রণক্ষেত্র মাঠ উমরানের সঙ্গে ভুল হয়েছিল, মায়াঙ্কের ক্ষেত্রে শুধরে নিল BCCI জিমন্যাস্টিক্সকে বিদায় জানালেন দীপা, এবার কিছু ফিরিয়ে দেওয়াই লক্ষ্য কেন এত মাদক, শিশুদের সঙ্গে যৌনতা? পাক তরুণীর প্রশ্নে চটে লাল জাকির নায়েক নাতির স্কুলে হঠাৎ হাজির নীতা আম্বানি! গল্পের বই থেকে খুদেদের পর শোনালেন গল্প বীরভূমের কয়লা খনিতে বিষ্ফোরণ, ছিন্নভিন্ন ৬ শ্রমিক, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের বেড়াতে গিয়েছিলেন, ফিরেই সেজেগুজে পুজো উদ্বোধনে অপরাজিতা 'দুর্গা' নৃত্যনাট্যে মথুরার দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন হেমা মালিনী ‘এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জয়ই সেরা মূহূর্ত’! অবসরের পর HT বাংলাকে বললেন দীপা…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.