বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs BAN- দারুণ প্লেয়ার কিন্তু প্রথম একাদশে নিতে পারছি না, কাকে নিয়ে বললেন ভারতের বোলিং কোচ

IND vs BAN- দারুণ প্লেয়ার কিন্তু প্রথম একাদশে নিতে পারছি না, কাকে নিয়ে বললেন ভারতের বোলিং কোচ

অনুশীলনে সূর্যকমার যাদব (ছবি-AP)

ICC Cricket World Cup 2023- পরশ মামব্রে জানিয়েছেন, ‘সূর্য একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। যে কোন দলের জন্য ও একজন বড় ম্যাচ উইনার। সবসময়েই সেটা সূর্য দেখিয়ে দিয়েছে। সূর্য একজন খুবই ভালো ব্যাটার। সূর্য কোয়ালিটি ক্রিকেটার। তবে এই মুহূর্তে সূর্যের মতন কাউকে দলে জায়গা করে দেওয়াটা খুব কঠিন।’

শুভব্রত মুখার্জি: ১৯ অক্টোবর পুণের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। দুই দেশের কাছেই এটি তাদের চলতি ওডিআই বিশ্বকাপের চতুর্থ ম্যাচ হতে চলেছে। ভারত তাদের আগের তিনটি ম্যাচেই পেয়েছে সহজ জয়। সেখানে বাংলাদেশ হেরেছে দুটি ম্যাচে। তারা জয়ের মুখ দেখেছে একটি ম্যাচে। এমন আবহেই পরস্পরের বিরুদ্ধে নামবে দুই দল। তার একদিন আগেই অর্থাৎ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে। সেখানে মামব্রে স্পষ্ট ভাষায় জানালেন এই মুহূর্তে ভারতীয় প্রথম একাদশে সূর্যকুমার যাদবের জন্য কোন জায়গা নেই।

পাশাপাশি সূর্যকুমারের খেলার প্রশংসা করে পরশ মাম্ব্রে জানিয়েছেন, ধৈর্য্য ধরে সূর্যকে একটু অপেক্ষা করতেই হবে। ৩৬০ ডিগ্রি ক্রিকেটার হিসেবে খ্যাত সূর্য যে বড় মাপের একজন ব্যাটার তাও মেনে নিয়েছেন মামব্রে। তিনি জানিয়েছেন, ‘সূর্য একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। যে কোন দলের জন্য ও একজন বড় ম্যাচ উইনার। সবসময়েই সেটা সূর্য দেখিয়ে দিয়েছে। সূর্য একজন খুবই ভালো ব্যাটার। উইকেটের চারদিকে ও শট খেলতে পারে। ওকে বোলিং করাটা খুব কঠিন হবে। ফাইন লেগ বলুন সেখানে আপনার একজনকে রাখতে হবে, আপনি থার্ডম্যান বলুন সেখানেও একজনকে রাখতে হবে। কভার যদি তুলে আনেন তাহলে তার মাথার উপর দিয়ে মারবে। ও একজন সত্যিকারের ৩৬০ ডিগ্রি ক্রিকেটার।’

প্রথম একাদশে সূর্যর জায়গা পাওয়া প্রসঙ্গে বোলিং কোচ পরশ মামব্রে আরও জানিয়েছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন। ঠিক এমনটা রবিচন্দ্রন অশ্বিন এবং শামির ক্ষেত্রেও হচ্ছে। সূর্য কোয়ালিটি ক্রিকেটার। তবে এই মুহূর্তে সূর্যের মতন কাউকে দলে জায়গা করে দেওয়াটা খুব কঠিন। ওঁর জন্য আলাদা করে জায়গা বের করে প্রথম একাদশে সুযোগ দিতে হবে। কাকে এই মুহূর্তে দল থেকে বাদ দিয়ে সূর্যকে জায়গা করে দেওয়া হবে? সবাই জানি সূর্য যখন সুযোগ পাবে নিজের সেরাটা নিংড়ে দেবে একেবারে। তবে আমি নিশ্চিত ওঁর সামনে সেই সুযোগ আসবেই।’

ক্রিকেট খবর

Latest News

‘ভেতরে যাদের ময়লা আর যাই হোক তাদের দ্বারা…’, চারুকলা পর্ষদ ছাড়লেন প্রদোষ পাল Zimbabwe Women বনাম Namibia Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? গার্হস্থ্য হিংসার আইন 498A IPCর সবচেয়ে বেশি অপব্যবহার হয়, জোরালো বার্তা SCর বাজ পড়ে প্রাণ হারিয়েছেন ৮৭ শতাংশ, ভারতে বজ্রপাতে মৃত্যুর প্রবণতা বাড়ছে উত্তরবঙ্গ মেডিক্যালে প্রশ্ন ফাঁস, বিস্ফোরক দাবি হাসপাতালের প্রাক্তন সুপারের শুধু 'স্যার' বলার ঝুঁকি নিল না সরকার, এবার ডাক্তারদের কী লিখলেন মুখ্যসচিব? সেটা হয়তো আর কখন নাও হতে পারে- ডি'ককের দলে ফেরা নিয়ে প্রোটিয়া কোচের ভবিষ্যদ্বাণী দুর্গাপুজোর আগে ঘরে নিয়ে আসুন লজ্জাবতী গাছ! শুভ ফল পেতে দেখে নিন বাস্তুটিপস বাংলাদেশ সিরিজের আগেই টেস্ট ব়্যাঙ্কিংয়ের সেরা পাঁচে রোহিত, প্রথম দশে কোহলিরাও 'শুভবুদ্ধির উদয় হোক', জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকল নবান্ন, ‘দুর্ভাগ্যজনকভাবে…..’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.