শুভব্রত মুখার্জি: ১৯ অক্টোবর পুণের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। দুই দেশের কাছেই এটি তাদের চলতি ওডিআই বিশ্বকাপের চতুর্থ ম্যাচ হতে চলেছে। ভারত তাদের আগের তিনটি ম্যাচেই পেয়েছে সহজ জয়। সেখানে বাংলাদেশ হেরেছে দুটি ম্যাচে। তারা জয়ের মুখ দেখেছে একটি ম্যাচে। এমন আবহেই পরস্পরের বিরুদ্ধে নামবে দুই দল। তার একদিন আগেই অর্থাৎ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে। সেখানে মামব্রে স্পষ্ট ভাষায় জানালেন এই মুহূর্তে ভারতীয় প্রথম একাদশে সূর্যকুমার যাদবের জন্য কোন জায়গা নেই।
পাশাপাশি সূর্যকুমারের খেলার প্রশংসা করে পরশ মাম্ব্রে জানিয়েছেন, ধৈর্য্য ধরে সূর্যকে একটু অপেক্ষা করতেই হবে। ৩৬০ ডিগ্রি ক্রিকেটার হিসেবে খ্যাত সূর্য যে বড় মাপের একজন ব্যাটার তাও মেনে নিয়েছেন মামব্রে। তিনি জানিয়েছেন, ‘সূর্য একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। যে কোন দলের জন্য ও একজন বড় ম্যাচ উইনার। সবসময়েই সেটা সূর্য দেখিয়ে দিয়েছে। সূর্য একজন খুবই ভালো ব্যাটার। উইকেটের চারদিকে ও শট খেলতে পারে। ওকে বোলিং করাটা খুব কঠিন হবে। ফাইন লেগ বলুন সেখানে আপনার একজনকে রাখতে হবে, আপনি থার্ডম্যান বলুন সেখানেও একজনকে রাখতে হবে। কভার যদি তুলে আনেন তাহলে তার মাথার উপর দিয়ে মারবে। ও একজন সত্যিকারের ৩৬০ ডিগ্রি ক্রিকেটার।’
প্রথম একাদশে সূর্যর জায়গা পাওয়া প্রসঙ্গে বোলিং কোচ পরশ মামব্রে আরও জানিয়েছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন। ঠিক এমনটা রবিচন্দ্রন অশ্বিন এবং শামির ক্ষেত্রেও হচ্ছে। সূর্য কোয়ালিটি ক্রিকেটার। তবে এই মুহূর্তে সূর্যের মতন কাউকে দলে জায়গা করে দেওয়াটা খুব কঠিন। ওঁর জন্য আলাদা করে জায়গা বের করে প্রথম একাদশে সুযোগ দিতে হবে। কাকে এই মুহূর্তে দল থেকে বাদ দিয়ে সূর্যকে জায়গা করে দেওয়া হবে? সবাই জানি সূর্য যখন সুযোগ পাবে নিজের সেরাটা নিংড়ে দেবে একেবারে। তবে আমি নিশ্চিত ওঁর সামনে সেই সুযোগ আসবেই।’