শুভব্রত মুখার্জি: চলতি বিশ্বকাপে দল হিসেবে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় দল। প্রথম তিনটি ম্যাচেই বিপক্ষকে একেবারে উড়িয়ে দিয়েছে তারা। প্রতিটি ম্যাচেই খুব বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় উইকেটে জিতেছে তারা। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে এবং তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সাত উইকেট হাতে নিয়ে জয় পেয়েছে তারা। চতুর্থ ম্যাচে ভারত মুখোমুখি হতে চলেছে বাংলাদেশের। আর তার আগেই ভারতের এই ভয়ডরহীন ক্রিকেটকে ভয় পাচ্ছেন বাংলাদেশের হেড কোচ চন্দিকা হাথরুসিংহে। ম্যাচের আগে সেই কথাই জানিয়েছেন তিনি।
হাথরুসিংহের মতে ভারতের এই ভয়ডরহীন ক্রিকেট বিপক্ষের কাছে যথেষ্ট ভয়ের কারণ। ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সে কথাই জানিয়েছেন টাইগারদের কোচ। সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় তিনি জানিয়েছেন, ‘আমি মনে করি সমস্ত বিভাগ ভারতীয় দল ভালোভাবে কভার করেছে। শুরুতেই তাদের হাতে রয়েছে বেশ ভালো স্ট্রাইক বোলার। বুমরাহ প্রায় নিজের সেরা ফর্মে রয়েছেন। মিডল ওভারে ওদের বেশ কিছু ভালো এবং অভিজ্ঞ স্পিনার রয়েছে। ব্যাটিং ইউনিট হিসেবে ওরা দারুণ খেলছে। ওদের টপ অর্ডার বেশ ভালো ফর্মে রয়েছে। ওরা এই মুহূর্তে যে ভাবে খেলছে তা খুব চিন্তার বিষয়। ওদের ভয়ডরহীন ক্রিকেটের বিরুদ্ধে খেলাটা চিন্তার বিষয়।’
তিনি আরও যোগ করে বলেন, ‘আমার দেখে যা মনে হচ্ছে এই মুহূর্তে ভারতীয় দল খুব ভালো ফর্মে রয়েছে। তারা নিজেদের খেলা উপভোগ করছে। যেহেতু তারা ঘরের মাঠে খেলছে ফলে বেশ ভালো সমর্থনও পাচ্ছে।’ শাকিবের বিষয়ে বলতে গিয়ে চন্দিকা হাথরুসিংহে জানান, ‘গতকাল বেশ ভালো ব্যাটিং সেশন গিয়েছে শাকিবের। বেশ কয়েকবার রানিং বিট উইন দ্য উইকেটও করতে দেখা গিয়েছে তাঁকে। আমরা স্ক্যানের ফলাফলের অপেক্ষায় রয়েছি। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা ওঁকে দিয়ে এখনও বোলিং করাইনি। ম্যাচে দিন সকালে আমরা শাকিবের চোট পর্যালোচনা করব। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা।’