শুভব্রত মুখার্জি: গত শনিবার অর্থাৎ ১৪ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান দুই দল। হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছে ভারতীয় দল। ফলে ওডিআই বিশ্বকাপের ইতিহাসে দুই দেশের লড়াইতে স্কোর ভারতের পক্ষে ৮-০। যা বাবর আজমদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। ম্যাচে যে দল অতিরিক্ত চাপে ছিল তা ম্যাচ হারের পরে মেনে নিয়েছেন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সউদ শাকিল। তাঁর মতে প্যাশনেট পাকিস্তান সমর্থকদের স্টেডিয়াম গ্যালারিতে অনুপস্থিতি এই অতিরিক্ত চাপের অন্যতম কারণ। উল্লেখ্য দলের ডিরেক্টর মিকি আর্থারও কার্যত এক ভাষায় কথা বলেছেন। তিনি ভারত বনাম পাকিস্তান ম্যাচকে বিসিসিআইয়ের ইভেন্ট বলে কটাক্ষ করতেও ছাড়েননি।
প্রসঙ্গত আমদাবাদে ম্যাচে সাত উইকেটে ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকধারন ক্ষমতা ১,৩২,০০০ জন। এমন আবহে সউদ শাকিল জানিয়েছেন, ‘আমি মনে করি ভারত ম্যাচে আমরা অতিরিক্ত চাপ অনুভব করেছি। এটা দলের সব ক্রিকেটার করেছে।’ স্টেডিয়ামে খুব কম সংখ্যাক পাকিস্তান সমর্থক বাইরে থেকেই উৎসবে সামিল হতে উপস্থিত হয়েছিলেন। তারা বেশির ভাগ হয় আমেরিকা না হয় ব্রিটেনের অধিবাসী। এছাড়াও পাক সমর্থকরা ভিসা সমস্যায় এখনও অনেকে ভারতেই আসতে পারেননি। পিসিবির তরফে এই ভিসা সমস্যা নিয়ে ইতিমধ্যেই আইসিসির কাছে দুবার আপিল জানিয়েছে পিসিবি। ভিসা সমস্যার কারণে অনেক পাক সাংবাদিকও এখন পর্যন্ত ভারতে আসার ছাড়পত্র পাননি।
এমন আবহে দলকে অনুপ্রেরণা দিতে সমর্থকদের ভূমিকা নিয়ে বলতে গিয়ে শাকিল বলেন, ‘ঘরোয়া দর্শকদের সামনে খেললে সেই সমর্থনটা পাওয়া যায়। যা আলাদা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমরা সেটা এখানে পাইনি। এটা আমাদের হাতের মধ্যেও নেই। এই ঘটনায় ওই ম্যাচে গোটা দল অতিরিক্ত চাপে ছিল। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচে যে ভুলগুলো আমরা করেছি তা থেকে শিক্ষা নিয়েছি। সেখান থেকে আমাদের বেরতেই হবে। ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে গেছে এই জায়গাটাতেই। আমাদের লক্ষ্য এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়। এই ম্যাচে আমরা জিতলে আমাদের লিগ টেবিলে অবস্থানটাও আরও ভালো করে নেব। অস্ট্রেলিয়া খুব ভালো দল। তবে আমরাও আমাদের শক্তি জানি। আসল কথা আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে।’