বিশ্বকাপের ভরা বাজারে আইসিসি ব়্যাঙ্কিংয়ে ভারত ও ভারতীয়দের দাপট বজায়। দলগত বিশ্বব়্যাঙ্কিংয়ে টিম ইন্ডিয়ার আধিপত্য একতরফা। ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ের শীর্ষেও বেশিরভাগ আসন দখলে রেখেছেন ভারতীয়রা।
টেস্ট, ওয়ান ডে ও টি-২০, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারত এই মুহূর্তে বিশ্বের এক নম্বর দল। টেস্টের ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বোলার ও অল-রাউন্ডারের তকমা রয়েছে দুই ভারতীয়র দখলে।
ওয়ান ডে-র ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে সেরা ব্যাটার ও সেরা বোলার এই মুহূর্তে দুই ভারতীয় তারকা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ব্যক্তিগত বিশ্বব়্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যানের মুকুট রয়েছে এক ভারতীয় তারকার দখলে। দেখে নেওয়া যাক তিন ফর্ম্যাটে ব়্যাঙ্কিং তালিকার শীর্ষে রয়েছেন কারা।
টেস্ট ব়্যাঙ্কিং:-
সেরা দল- ভারত।
সেরা ব্যাটার- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।
সেরা বোলার- রবিচন্দ্রন অশ্বিন (ভারত)।
সেরা অল-রাউন্ডার- রবীন্দ্র জাদেজা (ভারত)।
ওয়ান ডে ব়্যাঙ্কিং:-
সেরা দল- ভারত।
সেরা ব্যাটার- শুভমন গিল (ভারত)।
সেরা বোলার- মহম্মদ সিরাজ (ভারত)।
সেরা অল-রাউন্ডার- শাকিব আল হাসান (বাংলাদেশ)।
টি-২০ ব়্যাঙ্কিং:-
সেরা দল- ভারত।
সেরা ব্যাটার- সূর্যকুমার যাদব (ভারত)।
সেরা বোলার- রশিদ খান (আফগানিস্তান)।
সেরা অল-রাউন্ডার- শাকিব আল হাসান (বাংলাদেশ)।
টেস্ট ব্যাটসম্যানদের প্রথম দশে রয়েছেন ভারতের রোহিত শর্মা (১০)। বোলারদের প্রথম দশে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (১), রবীন্দ্র জাদেজা (৩) ও জসপ্রীত বুমরাহ (১০)। অল-রাউন্ডারদের প্রথম দশে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১), রবিচন্দ্রন অশ্বিন (২) ও অক্ষর প্যাটেল (৫)।
ওয়ান ডে ব্যাটসম্যানদের প্রথম দশে রয়েছেন শুভমন গিল (১), বিরাট কোহলি (৪) ও রোহি শর্মা (৬)। বোলারদের প্রথম দশে রয়েছেন মহম্মদ সিরাজ (১), কুলদীপ যাদব (৪), জসপ্রীত বুমরাহ (৮) ও মহম্মদ শামি (১০)। অল-রাউন্ডারদের প্রথম দশে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১০)।
আরও পড়ুন:- ICC Ranking: ফের ওয়ান ডে-র বিশ্বসেরা সিরাজ, বিশ্বব়্যাঙ্কিংয়ের প্রথম দশে ভারতের চার
টি-২০ ব্যাটসম্যানদের প্রথম দশে রয়েছেন সূর্যকুমার যাদব (১)। টি-২০ বোলারদের প্রথম দশে কোনও ভারতীয় তারকা নেই তবে অল-রাউন্ডারদের প্রথম দশে রয়েছেন হার্দিক পান্ডিয়া (২)।
উল্লেখ্য, বুধবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রকাশিত ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী ওয়ান ডে ব্যাটারদের শীর্ষস্থান দখল করেন শুভমন গিল। তিনি ছিনিয়ে নেন পাক অধিনায়ক বাবর আজমের মুকুট। সচিন, ধোনি ও কোহলির পরে সার্বিকভাবে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ব্যাটারদের শীর্ষে ওঠেন শুভমন। সেই সঙ্গে ওয়ান ডে বোলারদের তালিকার শীর্ষে ফেরেন মহম্মদ সিরাজ।