বিশ্বকাপের মাঝপথে বড় ঝাটকা খেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। চোট পেয়ে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন জোরে বোলার লাহিরু কুমারা। বাঁ উরুর পেশীতে চোট রয়েছে তাঁর। এতটাই গুরুতর যে তাড়াতাড়ি সেরে ওঠার কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছেন না চিকিৎসকরা। লাহিরুর পরিবর্তে শ্রীলঙ্কা দলে দুষ্মন্ত চামিরাকে নেওয়া হয়েছে।
আফগানিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচে নামার আগে অনুশীলনের সময় শ্রীলঙ্কার জোরে বোলার লাহিরু চোট অনুভব করেন। এরপরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে শ্রীলঙ্কার দলকে অন্য জোরে বোলারকে দলে নেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়। গত ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা ম্যাচ জেতার পিছনে অন্যতম অবদান রাখেন কুমারা। সাত ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। এই বোলিং পারফরম্যান্সের ফলে গতবারের বিশ্বকাপ জয়ীদের ১৫৬ রানের মধ্যে আটকে দিতে সফল হয় ভারতের এই প্রতিবেশি দেষ। ভালো পারফর্ম করা সত্ত্বেও চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল তাঁকে।
এই জোরে বোলারের পরিবর্তে লঙ্কাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উড়িয়ে আনা হয়েছে দুষ্মন্ত চামিরাকে। দুষ্মন্ত শ্রীলঙ্কার ১৫ জনের ঘোষনা করা দলের অংশ ছিলেন না। তাঁর সতীর্থ বোলার চোট পেয়ে ছিটকে যাওয়ার ফলেই বিশ্বকাপের দরজা খুলেছে চামিরার কাছে। এই জোরে বোলারেও চোট ছিল। শ্রীলঙ্কা প্রিমিয়র লিগের সময় তিনি চোটে ভুগছিলেন। যার ফলে বিশ্বকাপের দলে তাকে যোগ করা হয়নি।। তবে জানা যাচ্ছে এখন তার চোট সেরে গিয়েছে। শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে তিনি এখনও পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৫০টি। সেরা বোলিং পারফরম্যান্স ১৬ রান দিয়ে ৫ উইকেট।
চলতি ভারত ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কা এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুটিতে জিতেছে তারা। তাদের সংগ্রহ পয়েন্ট ৪। আফগানিস্তানের বিরুদ্ধে আগামীকাল নামতে চলেছে লঙ্কাবাহিনী। খেলা হবে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। আফগানিস্থান পাঁচটি ম্যাচের মধ্যে দুটি জিতেছে। তাদেরও পয়েন্ট সংখ্যা চার তবে রান রেটের বিচারে শ্রীলঙ্কার থেকে গ্রুপ টেবিলে পিছিয়ে রয়েছে আফগানিস্তান। এবছর নিজেদের খেলায় চমকে দিচ্ছে আফগানিস্তান। গতবারের বিশ্বকাপ জয়ী তারকা খচিত দল ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছে রশিদ খানরা। আগামীকাল অর্থাৎ সোমবার দুই দলই ইংল্যান্ডকে হারিয়ে একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচে শেষ হাসি হাসে কে তাই এখন দেখার।