বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > পাকিস্তানকে সেমিতে যেতে হলে, ইংল্যান্ডকে ঘরবন্দি করে রাখো- রসিকতার মাধ্যমেই মনের দুঃখ ভুলছেন আক্রম

পাকিস্তানকে সেমিতে যেতে হলে, ইংল্যান্ডকে ঘরবন্দি করে রাখো- রসিকতার মাধ্যমেই মনের দুঃখ ভুলছেন আক্রম

পাকিস্তান ক্রিকেট টিম।

Pakistan Qualification Scenario: বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। সেই সঙ্গেই সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। তবে শনিবার ইডেন গার্ডেন্সে নিজেদের লিগের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করতে হবে পাকিস্তানকে।

পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। নিউজিল্যান্ড মোটামুটি ভাবে শেষ চারে জায়গা করে নিয়েছে। তবে এই পরিস্থিতিতে প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম অবশ্য বাবর আজমরা কী ভাবে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেন, সেই সম্পর্কে রীতিমতো কটাক্ষই করেছেন।

বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। সেই সঙ্গেই সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। তবে শনিবার ইডেন গার্ডেন্সে নিজেদের লিগের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করতে হবে পাকিস্তানকে।

ওয়াসিম আক্রম এ স্পোর্টসে পাক দলকে কটাক্ষ করে বলেছেন, ‘গাণিতিক ভাবে এটি এখনও সম্ভব।’ তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তানের উচিত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করা এবং বড় রানের লক্ষ্য় দেওয়া। তার পর ইংল্যান্ড দলকে ড্রেসিংরুমে তালা দিয়ে আটকে রেখে ওদের সময় শেষ করে দেওয়া উচিত।’

আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে T20 সিরিজেও পাওয়া যাবে না হার্দিককে, নেতৃত্বে সূর্য বা রুতু- রিপোর্ট

ওয়াসিম আক্রমের সহ-ধারাভাষ্যকর মিসবাহ-উল হক আবার বলেছেন, ‘টসের পরেই ইংল্যান্ডকে তালা আটকে দেওয়া উচিত।’

ইতিমধ্যে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারানোর পরে নয় ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট দাঁড়িয়েছে ১০। নেট রানরেট +০.৭৪৩। পাকিস্তান আছে পাঁচ নম্বরে। আটটি ম্যাচে পয়েন্ট আট। নেট রানরেট +০.০৩৬। অর্থাৎ শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না পাকিস্তানকে, অলৌকিক কাণ্ড ঘটাতে হবে বাবর আজমদের।

আরও পড়ুন: ভারতকে কী ভাবে আটকাতে হবে ভালো ভাবে জানি- লঙ্কাকে হারিয়েই সেমির ভাবনা বোল্টের, ফেরাতে চান ২০১৯-এর স্মৃতি

ইডেন গার্ডেন্সে প্রথমে যদি ব্যাট করে ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ডকে ১০০ রানে অল-আউট করে দিতে হবে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফদের। তার পর ২.৫ ওভারের মধ্যে সেই রানটা তাড়া করে জিততে হবে পাকিস্তানকে। তবেই মিলবে সেমিফাইনালের টিকিট।

শনিবার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩০০ রান করলে, সে ক্ষেত্রে ইংল্যান্ডকে ১৩ রানে অল-আউট করে দিতে হবে। তাহলেই নেট রানরেটের নিরিখে নিউজিল্যান্ডকে ছাপিয়ে যেতে পারবে পাকিস্তান। অর্থাৎ জয়ের ব্যবধান ২৮৭ রান হতে হবে। যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে ৪০০ রান তোলে, তাহলে তারা সেমিফাইনালে উঠতে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ডকে ১১২ রানে অল-আউট করে দিতে হবে।

বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের তরফে জানানো হয়েছে, ধরা যাক শনিবার কলকাতায় প্রথমে ব্যাট করল ইংল্যান্ড। তুলল ৩০০ রান। অর্থাৎ লক্ষ্যমাত্রা হবে ৩০১ রান। সেক্ষেত্রে ৬.১ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে পাকিস্তানকে। শনিবার প্রথমে ব্যাট করল ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডকে ১৫০ রানে আটকে রাখতে হবে। তারপর ৩.৪ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে পাকিস্তানকে। তাহলেই সেমিতে উঠবেন বাবররা।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.