'ধোনি' হওয়ার পরে প্রথমবার নিজের পৈতৃক গ্রামে এলেন মহেন্দ্র সিং ধোনি। ভারত যখন মুম্বইয়ে বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে, তখন সেখান থেকে প্রায় ১,৮০০ কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের আলমোড়ায় নিজের পৈতৃক গ্রাম লাওলিতে আসেন। সঙ্গে আছেন স্ত্রী সাক্ষী। গ্রামে এসে মন্দিরে বিশেষ পুজো দেন। আর সেই খবর চাউর হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায়। নিজের চোখের সামনে একবার ধোনিকে দেখতে অনেকে চলে আসেন। যে ধোনি ২০ বছর পর নিজের পৈতৃক গ্রামে এলেন। ২০০৩ সালে শেষবার লাওলি গ্রামে এসেছিলেন ধোনি। তখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ার পা রাখার থেকে প্রথমবার নিজের পৈতৃক গ্রামে এলেন ধোনি। তাঁর জন্মের আগেই অবশ্য সেই গ্রাম থেকে চলে এসেছিলেন ধোনির বাবা-মা।
মঙ্গলবার স্ত্রী সাক্ষীর সঙ্গে উত্তরাখণ্ডের নৈনিতালে এসে পৌঁছান ধোনি। তখন থেকেই জল্পনা ছড়িয়েছিল যে নিজের পৈতৃক গ্রামে আসতে পারেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। আর শেষপর্যন্ত সেই জল্পনাই সত্যি নয়। বুধবার সকাল ১১টা নাগাদ পৈতৃক গ্রামে পৌঁছান। সেখানে পৌঁছেই মন্দিরে চলে যান ধোনি এবং সাক্ষী। বিশেষ পুজো-অর্চনা করেন তাঁরা।
তারইমধ্যে ধোনি আসার খবর চাউর হয়ে যায় গ্রামে। সেই খবর পেয়েই গ্রামের প্রচুর মানুষের ভিড় জমে যায়। ধোনির একঝলক পেতে তাঁরা মরিয়া হয়ে ওঠেন। বাড়ি আসার আগেই রাস্তায় অপেক্ষা করতে থাকেন তাঁরা। সেইসবের মধ্যেই নিজের পৈতৃক বাড়িতে পৌঁছান ধোনি। পঞ্চায়েত প্রধান দীনেশ সিং ধোনি জানান যে স্ত্রী সাক্ষীর সঙ্গে বুধবার গ্রামে এসেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন: Diwali 2023: ধোনির পরিবারের সঙ্গে দিওয়ালি পালন ঋষভ পন্তের, ভাইরাল হল সাক্ষীর শেয়ার করা ছবি
ধোনি এবং সাক্ষীর সেই সফরের একাধিক ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে যে কানে ফোন দিয়ে হাত দিয়ে কিছু একটা দেখিয়ে দেওয়ার ইঙ্গিত করছেন ধোনি। সম্ভবত কোন রাস্তা দিয়ে পৈতৃক বাড়িতে পৌঁছাবেন, তা জানতে চাইছিলেন। বাড়িরা তাঁকে বোঝানোর চেষ্টা করছিলেন।
তারইমধ্যে গ্রামের বাড়িতে বসে সাক্ষী এবং অন্যান্যদের সঙ্গে ছবি তোলেন। ধোনি এবং সাক্ষীকে বেশ ভালো মেজাজে দেখা যায়। সাক্ষীকে একেবারে খিলখিলিয়ে হাসতে দেখা গিয়েছে। ধোনি যেমন হাসেন, সেরকমভাবেই হালকা চালে হাসছিলেন। তাছাড়া আরও একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে এক মহিলার সঙ্গে ধোনি কথা বলছেন। ওই মহিলাকে প্রণাম করেন ধোনি। তারপর ধোনিকে জড়িয়ে ধরেন ওই মহিলা।
আরও পড়ুন: ধোনি ভারতীয় ক্রিকেটকে বদলেছে, সিস্টেম নয়, বাবরের তুলোধোনায় মাহির উদাহরণ দিলেন আমির