রানার্স-আপ হওয়ার পুরস্কার মূল্য যত বড়ই হোক না কেন, কখনও এর স্বাদ মিষ্টি হয় না। তেতো ভাবটা থেকেই যায়। রবিবার বিশ্বকাপ ফাইনালে ভারত শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে। রানার্স হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে ২০২৩ সালের বিশ্বকাপে রানার্স আপ হওয়ার পরেও আইসিসির কাছ থেকে যে পুরস্কার মূল্যে পেয়েছেন রোহিতরা, সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চেয়ে বেশি পুরস্কার মূল্য পেয়েছে ভারত।
ভারতের পুরস্কার মূল্য
ভারত ২০২৩ ওডিআই বিশ্বকাপে রানার্স-আপ হওয়ার পরে আইসিসি-র থেকে থেকে ২০ লাখ মার্কিন ডলার পেয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। আর অস্ট্রেলিয়া দল চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে ৪০ লাখ মার্কন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা।
আর পড়ুন: রোহিত বিশ্বের সবচেয়ে দুর্ভাগা মানুষ- ভারত অধিনায়কের জন্য মর্মাহত ম্যাচ উইনার হেড
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আইসিসি ঘোষণা করেছিল যে, এই বছর অংশগ্রহণকারী সব দলই প্রথম বারের মতো লিগ পর্বে তাদের প্রতিটি জয়ের জন্য টাকা পাবে। বিশ্বকাপে লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দিয়েছে ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩৪ হাজার টাকা।
ভারত লিগ পর্বে ন’টি ম্যাচেই জয় পেয়েছে। তাই রোহিত, বিরাটেরা পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৩ কোটি টাকা। ভারতই একমাত্র দল, যারা লিগ পর্বের ৯টি ম্যাচই জিতেছে। সেমিফাইনালে জেতার জন্য অবশ্য আলাদা করে আর্থিক পুরস্কার পাননি রোহিতেরা।
আরও পড়ুন: অসম্মানজনক- বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে বিশ্রাম নিচ্ছেন মিচেল মার্শ, ধুইয়ে দিল নেটপাড়া
২০২৩ বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া কত উপার্জন করেছে, জানেন?
অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ের জন্য ৩৩ কোটি ৩২ লাখ টাকা পেয়েছে। এছাড়া লিগ পর্বের সাতটি ম্যাচ জেতার জন্য ২ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার উপার্জন করেছেন। ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৩৩ লক্ষ ৫৫ হাজার টাকার মতো। তাই অজিরা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে ৩২ কোটি ৬৭ লাখ টাকার মতো। যা ভারতের পুরস্কার মূল্যের চেয়ে কম।
দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের উপার্জন
সেমিফাইনালের পরাজিত দু’দল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৮ লাখ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি ৬৬ লাখ টাকার মতো। তবে প্রোটিয়ারা গ্রুপ পর্বে বেশি ম্যাচ জেতার কারণে, বেশি উপার্জন করেছে। অস্ট্রেলিয়ার মতো, তারা গ্রুপ পর্বে সাতটি ম্যাচ জেতার জন্য প্রায় ২ কোটি ৩৩ লক্ষ ৫৫ হাজার টাকা পেয়েছে। অন্যদিকে কিউইরা তাদের পাঁচটি জয়ের জন্য প্রায় ১ কোটি ৬৬ লক্ষ ৬৯ হাজারের মতো। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে জয়ের জন্য পুরস্কার ছিল বলে, কোনও দলকেই খালি হাতে ফিরতে হয়নি।