কদিন আগেই স্টার জলসার নতুন শুরু হওয়া ধারাবাহিক রোশনাই-এর সেটে তোলা একটি ছবি নিয়ে নেটপাড়ায় হয়েছিল জমিয়ে ট্রোল। এই ধারাবাহিক দিয়েই ফিরেছেন ‘শ্রীময়ী’র জুন-অনিন্দ্য থুরি সুদীপ-উষসী জুটি। তাঁরা একটি ছবিও দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। আর সেখানেই দেখা গিয়েছিল, সুদীপের পাজামা ফাটা। আর কী, ট্রোল হওয়া কে আটকায়! তবে মুখ বন্ধ করে রাখার পাত্র নন সুদীপও। বাংলার প্রাচীণ প্রবাদ টেনে তিনিও তুলোধনা করলেন নেটিজেনদের।
ফেসবুকে ছবিটি শেয়ার করেছিলেন উষসী। সুদীপের বাহুলগ্না ছিলেন তিনি সে ছবিতে। সাদা পাজামা-পাঞ্জাবি আর হলুদ জহরকোট পরেছিলেন সুদীপ। আর জুন আন্টির গায়ে ছিল ক্রিমরঙা শাড়ি। তবে নেটপাড়ার চোখ গিয়ে আটকায় সুদীপের পাজামাতে। দেখা যায়, সেখানে একটুখানি জায়গা ফাটা। আসলে খুলে গিয়েছে সেলাই।
আরও পড়ুন: ‘টেনে আনার দরকার…!’, সৌম্যকে বিয়ের ৬ মাস, ‘প্রাক্তন’ রাহুলকে নিয়ে মুখ খুললেন সন্দীপ্তা
এরপরই একেবারে ঠাট্টার রোল ওঠে সেই পোস্টের কমেন্ট সেকশনে। একজন লেখেন, ‘ফোটো তোলা হলে জুন আন্টি দাদার প্য়ান্ট সেলাই করো’। আরেকজন লেখেন, ‘আরে বাবা ওটা এসি! ওখান থেকে হাওয়া ঢুকছে।’ তৃতীয়জন লিখলেন, ‘সবাই ধীরে ধীরে ট্রোল করো কাকুকে। জুন আন্টি কিন্তু রেগে যাবে।’ অবশ্য, কিছুক্ষণ পর ছবিটি মুছে দেন উষসী। তবে ততক্ষণে অবশ্য সে ছবির হাজার হাজার কপি ছড়িয়ে পড়েছে।
ট্রোলের জবাবে সুদীপের সোশ্য়াল মিডিয়া পোস্ট:
বুধবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সুদীপ মুখোপাধ্যায়। লিখেছেন, 'শুয়রের দৃষ্টি গু-তে আর শকুনের দৃষ্টি ভাগাড়েই থাকে। ওই নিয়েই তাদের আনন্দ'। তবে সেখানেও ট্রোলারদের ভিড়। একজন লিখলেন, ‘তা আপনি গু নাকি ভাগাড়, কোনটা?’ আরেকজন লেখেন, ‘নিজেই তো নিজেকে খাটো করছেন।’
আরও পড়ুন: সারা মুখে হলুদ মাখা, মাথায় টোপর, বর বেশে আদৃতের প্রথম ছবি এল সামনে
তবে সুদীপের অনুরাগীরা কিন্তু তাঁকে বেশি না মাথা ঘামানোরই পরামর্শ দিয়েছেন। একজন মন্তব্য করেন, ‘ওদেরকে এভাবে বোকো না। এই পৃথিবীটা পরিষ্কার রাখতে ওদেরও দরকার।’ দ্বিতীয়জন লিখলেন, ‘ভীষন দামী কথা, এইযুগে দৃষ্টিভঙ্গিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: কদিন আগেই স্ট্রোক, ফের হাসপাতালে ডালহৌসিতে ভাতের হোটেল চালানো নন্দিনী! লাইভে এসে দিলেন চরম দুঃসংবাদ
২৫ এপ্রিল থেকে স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে রোশনাই। সিরিয়ালে লিড রোলে রয়েছেন শন ও অনুষ্কা। এটি স্টার প্লাসের ঝনক-এর রিমেক এটি।