পরনে লাল পাড় গরদের সাদা শাড়ি, কুঁচি দেওয়া লাল ব্লাউজে বিয়ের সকালে সাজলেন আদৃত-প্রিয়া কৌশাম্বি। সোনায় মোড়া ফুলকির পারোমিতা। হাতে সোনার শাঁখা-পলা বাঁধানো। গলায় রানি হার, চোকার, কানপাশায় ঝলমল করছেন কৌশাম্বি। আদৃতের নামের মেহেন্দির গাঢ় রং চোখ টানছে। চুলের খোঁপায় গোঁজা একগুচ্ছ গোলাপ। আরও পড়ুন-সারা মুখে হলুদ মাখা, মাথায় টোপর, বর বেশে আদৃতের প্রথম ছবি এল সামনে
বিয়ের সকালে এমনই অপরূপ সাজে ধরা দিয়েছেন কৌশাম্বি। খুব সম্ভবত গায়ে হলুদের আগে বৃদ্ধি পুজোর অনুষ্ঠানে এই লুকে পাওয়া গিয়েছে হবু মিসেস রায়কে। আদৃতের গায়ে হলুদের লুক ইতিমধ্যেই প্রকাশ্যে, তবে আদৃতের গায়ে ছোঁয়ানো কৌশাম্বির ঝলক পেতে এখনও চাতক পাখির মতো অপেক্ষায় ‘কৌদৃত’ ভক্তরা। আদৃত-কৌশাম্বির সম্পর্কে একটা সময় না চাইতেই জড়িয়ে পড়েছিলেন সৌমিতৃষা।
আরও পড়ুন- কাঞ্চন-শ্রীময়ীর সঙ্গে আদৃত-কৌশাম্বির বিয়ের এই মিল জানা আছে? রয়েছে মিঠাই কানেকশনও!
মিঠাই সহ-অভিনেত্রীর সঙ্গে আদৃত-কৌশাম্বির মনোমালিন্যের খবর কারুর অজানা নয়। এই বিয়েতে মিঠাই পরিবারের বাকি সদস্যের পাশাপাশি সৌমিতৃষাও আমন্ত্রিত কিনা তা স্পষ্ট নয়। তবে আদৃত-কৌশাম্বির বিয়ের দুপুরে দারুণ মস্তিতে সময় কাটালেন সৌমিতৃষা। বৃহস্পতিবার স্বস্তির বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কলকাতায় তো শিলাবৃষ্টিও হয়েছে। আর বৃষ্টির সেই জল গায়ে মেখে বাড়ির খোলা বারান্দায় দাঁড়িয়ে নিজের মতো করে এনজয় করলেন সৌমিতৃষা।
তাঁর লম্ফঝম্ফ, মায়াবী হাসি যেন মনোহরার চেয়েও মিষ্টি! পরনে ঘরোয়া টিশার্ট আর প্রিন্টেট প্যান্ট পরেই ধরা দিলেন সৌমিতৃষা। মেকআপের বালাই নেই, নিজের তালে-ছন্দে মাতোয়ারা অভিনেত্রী।
পাশাপাশি এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরি জুড়ে শুধুই কৃষ্ণপ্রেম আর বিরহ! বৃষ্টিভেজা দুপুরে সৌমিতৃষার ইনস্টাস্টোরিতে উঠে এল ‘যব উই মেট’-এর তুম সে হি গান।
প্রসঙ্গত, এদিন টোপর মাথায় দিয়ে বরবেশে প্রকাশ্যে এসেছেন আদৃতও। হাওড়ার মেয়ে কৌশাম্বি। রামরাজাতলার এক ব্যাঙ্কোয়েটে বসছে বিয়ের অনুষ্ঠান। নিজের পছন্দের গাড়ি থরে চেপে ‘দিলওয়ালে’ আদৃত তঁর দুলহানিয়াকে নিয়ে আসতে পৌঁছাবেন। আপতত শুধু চার হাত এক হওয়ার পালা। মিঠাইয়ের সেটে শুরু এই প্রেমের গল্প। অবশেষে ৯ই মে তা পূর্ণতা পাচ্ছে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখচোরা আদৃত। এর আগে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে সম্পর্কে ছিলেন উচ্ছেবাবু। তবে বিয়ের পাকা কথা হয়ে যাওয়ার পরেও ভেস্তে যায় সেই বিয়ে।
আদৃত ছোট পর্দা দিয়ে জনপ্রিয়তা পেলেও, শুরুটা হয়েছিল সিনেমা দিয়েই। ফের একবার ভাগ্য অন্বেষণে তিনি। এসভিএফের প্রযোজনায় আসছে এই সিনেমা। শ্যুটিং আগেই শেষ। যদিও সিনেমা মুক্তি নিয়ে এখনও কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি।