বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC ODI World Cup 2023 Pakistan Squad: পুরো বিশ্বকাপেই বাদ নাসিম, পাকিস্তানের চূড়ান্ত ১৫ সদস্যের দলে ঢুকলেন কোন তারকা

ICC ODI World Cup 2023 Pakistan Squad: পুরো বিশ্বকাপেই বাদ নাসিম, পাকিস্তানের চূড়ান্ত ১৫ সদস্যের দলে ঢুকলেন কোন তারকা

২০২৩ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান (ছবি-এক্স)

Pakistan Squad-পিসিবি-র প্রধান নির্বাচক ইনজামাম উল হক বাবর আজমের নেতৃত্বে ১৫ জন খেলোয়াড়ের একটি দল ঘোষণা করেছেন। তিন জন খেলোয়াড়কে ভ্রমণ সংরক্ষিত হিসাবে বেছে নেওয়া হয়েছে। পাকিস্তানের জন্য বড় ধাক্কা ছিল ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নাসিম শাহ। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন হাসান আলি।

ICC ODI World Cup 2023 Pakistan Squad-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের ১৫ জন সদস্যের নাম ঘোষণা করেছে। পিসিবি-র প্রধান নির্বাচক ইনজামাম উল হক বাবর আজমের নেতৃত্বে ১৫ জন খেলোয়াড়ের একটি দল ঘোষণা করেছেন। যেখানে তিন জন খেলোয়াড়কে ভ্রমণ সংরক্ষিত হিসাবে বেছে নেওয়া হয়েছে। পাকিস্তানের জন্য বড় ধাক্কা ছিল ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নাসিম শাহ। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন হাসান আলি।

২০২৩ সালের এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচের সময় কাঁধে চোট পান নাসিম শাহ। এই ইনজুরির কারণে, তিনি ভারতের বিরুদ্ধে তার পুরো কোটার ওভার বল করতে পারেননি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের ম্যাচেও খেলতে পারেননি। জানিয়ে রাখি, শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া ফলে এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। এশিয়া কাপ চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন দলের আর এক পেস বোলার হ্যারিস রউফ। তবে তিনি ফিট হয়ে যাওয়ার কারণে বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। আবরার আহমেদ, জামান খান, মহম্মদ হ্যারিস পাকিস্তান স্কোয়াডের সঙ্গে ভ্রমণ করবেন এবং রিজার্ভ ক্রিকেটার হিসাবে ভারতে আসবেন।

নাসিম শাহ সম্পর্কে ইনজামাম উল হক বলেন, ‘দুর্ভাগ্যবশত নাসিম শাহ চোট পেয়েছেন। সে আমাদের গুরুত্বপূর্ণ বোলার, হাসনাইনের হিলের অপারেশন হয়েছে এবং এহসানুল্লাহর কনুইয়ের অপারেশন হয়েছে। ইনজুরির সমস্যার কারণে ফাস্ট বোলিংয়ের জন্য আমাদের কাছে সীমিত বিকল্প ছিল। হাসান আলি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দারুণ বোলিং করেছেন।’

ইনজামাম আরও বলেন, ‘হাসান আলি অভিজ্ঞ এবং পাকিস্তানের হয়ে ভালো পারফর্ম করেছে, নাসিম শাহ আউট হওয়ার সময় আমরা হাসান আলির কথা ভেবেছিলাম এবং আমরা এমন একজন বোলার চেয়েছিলাম যে নতুন বলে বল করতে পারে। আর এমন পরিস্থিতিতে হাসান আলিকেই সেরা বিকল্প বলে মনে করি। পুরনো বলেও ভালো বোলিং করেন তিনি। তিনি খুব ভালো টিম ম্যান। তার আগমন দলে শক্তি এনে দেবে।’

দেখে নিন পাকিস্তানের ২০২৩ বিশ্বকাপের স্কোয়াড-

১৫ সদস্যের চূড়ান্ত দল- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, সলমন আলি আঘা, সউদ শাকিল, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলি, উসামা মীর, মহম্মদ ওয়াসিম জুনিয়র।

রিজার্ভে থাকবেন: আবরার আহমেদ, জামান খান, মহম্মদ হ্যারিস

ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.