ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করার পথে রোহিত শর্মার অনবদ্য এক সর্বকালীন রেকর্ড ভেঙে দেন যশস্বী জসওয়াল। দেশের জার্সিতে কেরিয়ারের প্রথম টি-২০ হাফ-সেঞ্চুরিতেই যশস্বী গড়ে ফেলেন নতুন জাতীয় রেকর্ড।
গায়ানায় প্রথমবার ভারতের টি-২০ জার্সিতে আত্মপ্রকাশ করেন যশস্বী জসওয়াল। শনিবার লডারহিলে কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন তিনি। দ্বিতীয় ম্যাচেই যশস্বী আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান।
শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নেমে রেকর্ড ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন জসওয়াল। তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন যশস্বী।
উল্লেখযোগ্য বিষয় হল যশস্বী কনিষ্ঠ ভারতীয় ওপেনার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়েন এই ম্যাচে। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-২০ হাফ-সেঞ্চুরি করার দিনে যশস্বীর বয়স ছিল ২১ বছর ২২৭ দিন। এতদিন সব থেকে কম বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড ছিল যুগ্মভাবে রোহিত শর্মা ও ইশান কিষানের দখলে।
রোহিত ২০০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে ওপেন করতে নেমে ২২ বছর ৪১ দিন বয়সে টি-২০ হাফ-সেঞ্চুরি করেন। সুতরাং রোহিতের ১৪ বছর আগের সেই রেকর্ড ভেঙে চুরমার করলেন জসওয়াল। উল্লেখযোগ্য বিষয় হল, ইশান কিষান ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই ভারতের হয়ে ওপেন করতে নেমে ২২ বছর ৪১ দিন বয়সে টি-২০ হাফ-সেঞ্চুরি করেন।
সব থেকে কম বয়সে আন্তর্জাতিক টি-২০ হাফ-সেঞ্চুরি করা ভারতীয় ওপেনাররা:-
১. যশস্বী জসওয়াল: ২১ বছর ২২৭ দিন (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩)
২. রোহিত শর্মা: ২২ বছর ৪১ দিন (বনাম ইংল্যান্ড, ২০০৯)
৩. ইশান কিষান: ২২ বছর ৪১ দিন (বনাম ইংল্যান্ড, ২০২১)
৪. অজিঙ্কা রাহানে: ২৩ বছর ৮৬ দিন (বনাম ইংল্যান্ড, ২০১১)
আরও পড়ুন:- IND vs WI 4th T20I: গিল-যশস্বীর যুগলবন্দিতে ক্যারিবিয়ানদের দুরমুশ করল ভারত
ফ্লোরিডার চতুর্থ টি-২০ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে। শিমরন হেতমায়ের ৬১ রান করেন। আর্শদীপ সিং ৩টি ও কুলদীপ যাদব ২টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ১৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৮ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। যশস্বীর হাফ-সেঞ্চুরি ছাড়া ৭৭ রান করে আউট হন শুভমন গিল। ম্যাচের সেরা হন জসওয়াল।