বাংলা নিউজ > ক্রিকেট > IND vs WI 4th T20I: মাত্র ১ রানের জন্য রোহিত-রাহুলের রেকর্ড ভাঙা হল না গিল-যশস্বীর, থামতে হল নজির ছুঁয়ে

IND vs WI 4th T20I: মাত্র ১ রানের জন্য রোহিত-রাহুলের রেকর্ড ভাঙা হল না গিল-যশস্বীর, থামতে হল নজির ছুঁয়ে

হাফ-সেঞ্চুরির পরে যশস্বী জসওয়ালকে অভিনন্দন গিলের। ছবি- এপি।

India vs West Indies 4th T20I: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ওপেন করতে নেমে রোহিত-রাহুলের সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলেন যশস্বী জসওয়াল ও শুভমন গিল। ২০ ওভারের ক্রিকেটে যুগ্মভাবে ভারতের হয়ে সব থেকে বেশি রানের ওপেনিং জুটি গড়েন দুই তরুণ।

সুযোগ ছিল রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ৬ বছর আগে গড়া রেকর্ড ভেঙে দেওয়ার। তবে মাত্র ১ রানের জন্য নতুন ইতিহাস গড়া হল না যশস্বী জসওয়াল ও শুভমন গিলের। রেকর্ড ছুঁয়েই এ যাত্রায় রণে ভঙ্গ দিতে হয় টিম ইন্ডিয়ার দুই তরুণ ওপেনারকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ওপেনিং জুটিতে ভারতের সর্বকালীন এক রেকর্ড ছুঁয়ে ফেলেন গিল-যশস্বী। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ওপেনিং জুটির যুগ্ম নজির গড়েন তাঁরা। শনিবার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের ঝুলিয়ে দেওয়া বড়সড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত ওপেনিং জুটিতে ১৬৫ রান সংগ্রহ করে।

২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচে রোহিত শর্মা ও লোকেশ রাহুল ভারতের হয়ে ওপেন করতে নেমে দলের ইনিংসে ১৬৫ রান যোগ করেন। যশস্বী ও গিল রোহিত-রাহুলের সঙ্গে একাসনে বসে পড়েন এদিন।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে সব থেকে বেশি রানের ওপেনিং পার্টনারশিপ:-

১. গিল-যশস্বী: ১৬৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০২৩)
২. রোহিত-রাহুল: ১৬৫ বনাম শ্রীলঙ্কা (২০১৭)
৩. রোহিত-ধাওয়ান: ১৬০ বনাম আয়ারল্যান্ড (২০১৮)
৪. রোহিত-ধাওয়ান: ১৫৮ বনাম নিউজিল্যান্ড (২০১৭)
৫. রোহিত-রাহুল: ১৪০ বনাম আফগানিস্তান (২০২১)

আরও পড়ুন:- LPL 2023: ফের শোয়েব মালিকের হাফ-সেঞ্চুরি ব্যর্থ করে ম্যাচের নায়ক অন্য এক পাক তারকা

টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে সব থেকে বেশি রানের ওপেনিং পার্টনারশিপ:-

যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে সব থেকে বেশি রানের ওপেনিং জুটির রেকর্ড গড়েন গিল-যশস্বী। আগের রেকর্ড ছিল রোহিত-রাহুলের। তাঁরা ২০১৯ সালে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১৩৫ রান সংগ্রহ করেন।

টি-২০ ক্রিকেটে দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে কোনও উইকেটের জুটিতে ভারতের হয়ে সব থেকে বেশি রানের পার্টনারশিপ:-

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের বাইরে যে কোনও উইকেটে সব থেকে বেশি রানের টি-২০ পার্টনারশিপ গড়া ভারতীয় জুটিতে পরিণত হন গিল-যশস্বী। আগে এই রেকর্ড ছিল ধোনি-রাহুলের। তাঁরা ২০১৬ সালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জুটি বেঁধে ১০৭ রান সংগ্রহ করেন।

আরও পড়ুন:- IND vs WI 4th T20I: গিল-যশস্বীর যুগলবন্দিতে ক্যারিবিয়ানদের দুরমুশ করল ভারত

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-২০ ম্যাচের গতিপ্রকৃতি:-

শনিবার ফ্লোরিডায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে। শিমরন হেতমায়ের ৬১ রান করেন। আর্শদীপ সিং ৩টি ও কুলদীপ যাদব ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৮ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। যশস্বী ৮৪ রান করে অপরাজিত থাকেন। ৭৭ রান করে আউট হন শুভমন গিল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন