বাংলা নিউজ > ভোটযুদ্ধ > অসম বিধানসভা নির্বাচন ২০২১ > রাজবংশী, মতুয়া ভোট জিততে অসমে অনন্ত রায়ের বাসভবনে প্রাতঃরাশ সেরে বাংলায় অমিত শাহ

রাজবংশী, মতুয়া ভোট জিততে অসমে অনন্ত রায়ের বাসভবনে প্রাতঃরাশ সেরে বাংলায় অমিত শাহ

জিসিপিএ নেতা অনন্ত রায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ছবি

কোচ–রাজবংশী রাজবংশের বংশধরের দাবিদার অনন্ত রায়ের সঙ্গে প্রাতঃরাশ সেরে কোচবিহারের উদ্দেশে রওনা দেবেন শাহ।

উৎপল পরাশর

বৃহস্পতিবার বাংলায় একদিনের সফরে ঠাসা কর্মসূচি নিয়ে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু আর তাঁর আগে ‘‌গ্রেটার কোচবিহার পিপল্‌স অ্যাসোসিয়েশন’ (‌জিসিপিএ)‌–এর নেতা অনন্ত রায়ের সঙ্গে ‘‌ব্যক্তিগত সাক্ষাৎ’‌ সারতে বুধবার গভীর রাতে গুয়াহাটিতে গিয়ে রাত্রিবাস করেন তিনি। রাজবংশী ভোটের কথা মাথায় রেখে বৃহস্পতিবার সকালে নিম্ন অসমের চিরাং গিয়ে অনন্ত রায়ের সঙ্গে প্রাতঃরাশ সারবেন অমিত শাহ। আর তার ঠিক পরেই তিনি আসবেন কোচবিহারে।

একদিনের কর্মসূচিতে শুধু রাজবংশী ভোটই নয়, মতুয়াদের ভোটব্যাঙ্ককেও পাখির চোখ করে কর্মসূচি নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সকালে কোচবিহার থেকে বিজেপি–র চতুর্থ ‘‌পরিবর্তন যাত্রা’‌র সূচনা করে তিনি আসবেন মতুয়া–গড় ঠাকুরনগরে। সেখানে জনসভা রয়েছে তাঁর। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবারের সফরে তাই দুটি রাজ্যকেই সময় দিচ্ছেন অমিত শাহ। আস্থা অর্জন করতে চাইছেন মতুয়া ও রাজবংশীদের।

অসমে বিজেপি–র মুখপাত্র রূপম গোস্বামী বলেন, ‘‌বুধবার রাতে গুয়াহাটিতে আসবেন অমিত শাহ। একটি ব্যক্তিগত সাক্ষাৎ সারতে বৃহস্পতিবার চিরাংয়ে যাবেন তিনি। এবং দিনের শেষে দিল্লি ফিরে যাবেন। এর থেকে বেশি তথ্য আমাদের কাছে নেই।’‌ উল্লেখ্য, একাধিক রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারি পরোয়ানা–থাকা ‘‌ফেরার’‌ অনন্ত রায়কে ১৯৯৮ সালে ‘‌মহারাজা’‌ খেতাব দেওয়া হয় জিসিপিএ–র পক্ষ থেকে। চিরাংয়ের সতীপুর গ্রামে তাঁর বাসস্থানও কোনও রাজমহলের কম কিছু নয়।

১৯৪৯ সালের ২৮ অগস্ট কোচবিহারের কোচ–রাজবংশী রাজবংশের সর্বশেষ ‘‌স্বাধীন’‌ রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ তৎকালীন গভর্নর জেনারেলের সঙ্গে ভারত ভুক্তির চুক্তিপত্রে স্বাক্ষর করেন। সেই চুক্তি মোতাবেক ওই বছর ১২ সেপ্টেম্বর কোচবিহার ভারতের অন্তর্ভূক্ত হয়। কিন্তু বর্তমানে জিসিপিএ তাদের লোকজনের জন্য পৃথক রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চল গঠনের দাবি জানিয়ে আসছে।

অসমে প্রায় সাড়ে ১৮ লক্ষ্য কোচ–রাজবংশী ভোটার এবং কোচবিহার–সহ পশ্চিমবঙ্গের সাতটি জেলার ভোটারদের ওপর অনন্ত রায়ের যথেষ্ট প্রভাব রয়েছে। সূত্রের খবর, প্রাতঃরাশের টেবিলে বসেই অনন্ত রায়ের রাজনৈতিক সমর্থন নিজেদের ঝুলিতে ভরার চেষ্টা করবেন অমিত শাহ। তাঁর সঙ্গে থাকবেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং প্রবীণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

মঙ্গলবার শাহি সাক্ষাতের ব্যাপারে অনন্ত রায় বলেন, ‘‌জলখাবার সারতে আমার বাড়ি আসছেন অমিত শাহ। আমরা খুবই খুশি। আমরা তাঁকে ঐতিহ্যবাহী কোচ–রাজবংশী খাবার পরিবেশন করব এবং রাজনীতি নিয়ে আলোচনা করব।’‌ অসমের যে ছয়টি সম্প্রদায় তফসিলি জাতিভুক্ত হতে চাইছে অর্থাৎ এসটি মর্যাদার দাবি করছে তাদের মধ্যে অন্যতম কোচ–রাজবংশী সম্প্রদায়। ইতিমধ্যে বিজেপি এই দাবি পূর্ণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাই এই কাজ কতদূর এগোল সেই কথা অমিত শাহর সঙ্গে আলোচনায় জানার চেষ্টা করবেন অনন্ত রায়।

ভোটযুদ্ধ খবর

Latest News

'সকলের গলারই লকেট,' হুগলিতে কেন প্রার্থী করা হল রচনাকে? সবটা জানালেন মমতা আইএসএফের ডেরায় ঢুকে মানুষের মন জয় সৃজনের, বাক্যবাণ সহ্য করে বার্তা, ‘‌আমি আছি’‌ ‘শাকিব-বুবলির বিয়েই হয়নি’, চাঞ্চল্যকর মন্তব্য বাংলাদেশের প্রযোজক ইকবালের ঔরাঙ্গাবাদ, ওসমানাবাদের নাম পরিবর্তনে সায় বম্বে হাইকোর্টের ১০০ মিমি বৃষ্টি হলেও দ্রুত নামবে জল, কত সময় লাগবে? জানিয়ে দিল কলকাতা পুরসভা বকাঝকা করব, কিন্তু পাশে থাকব-আমেঠি, রায়বরেলিতে কর্মীদের বার্তা প্রিয়ঙ্কা বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু বহু নারীর হার্টথ্রব, করেছেন বিজ্ঞানীর চরিত্রও, মিনি মাথুরের পাশে এই অভিনেতা কে? আরামবাগে মমতার মঞ্চে উঠতে পারলেন বিদায়ী সাংসদ, ক্ষোভে বোমা ফাটালেন আফরিন আলি নিজে বেছে কিনলেন মাছ, সবজি, আরও কত কি! রচনা বলছেন, ‘আমি তিনদিন নিরামিষ খাই…’

Latest IPL News

বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা! IPL-সঞ্জুর আউটের পরই উচ্ছাস, বিতর্ক ধামাচাপা দিতে হাত মেলালেন ক্যাপিটালসের মালিক একটু হলেই হতে পারত বড় বিপদ- চার মারলেন যশস্বী, অল্পের জন্য রক্ষা পেলেন বাটলার ‘ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছে না’, কার পরামর্শে বদলে গেলেন ম্যাকগার্ক? IPL 2024-রাজধানীতে ক্রিকেটের মাঠেও রাজনীতির ছায়া, উঠল কেজরিওয়ালের নামে স্লোগান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.