ফের একবার রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিম মেদিনীপুরের বাঘমুন্ডিতে তৃণমূলের সভা থেকে তিনি বলেন, বিজেপি যদি লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেব। এর আগে ২০১৯এর লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জিতলে রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক। সৌমিত্র ভোটে জিতে সাংসদ হলেও রাজনীতি ছাড়েননি অভিষেক।
সোমবার পুরুল্যার বাঘমুন্ডিতে তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে অভিষেক বলেন, ‘বিজেপি বলছে ওরা যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভাণ্ডার ২০০০ টাকা করে দেব। আমি সোজা কথা সোজা ভাবে বলব। বিজেপি প্রায় ১২টা রাজ্যে ক্ষমতায় রয়েছে। যদি একটা রাজ্যে এক হাজার টাকা পৌঁছে দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে। সবার সামনে কথা দিয়ে যাচ্ছি'।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রচার চলাকালীন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন প্রতিশ্রুতি দিতে শুরু করেছেন বিজেপি নেতারা। তাঁদের দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত মহিলাকে মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলারা ৫০০ টাকা ও সংরক্ষিত মহিলারা মাসে ১০০০ টাকা করে পেয়ে থাকেন।