বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > আজ ইডি তলবে সাড়া দিচ্ছেন না সায়নী ঘোষ, হাজিরা এড়ানোর কারণ ব্যাখ্যা কুণালের

আজ ইডি তলবে সাড়া দিচ্ছেন না সায়নী ঘোষ, হাজিরা এড়ানোর কারণ ব্যাখ্যা কুণালের

সায়নী ঘোষ। (ছবি-ইনস্টাগ্রাম)

তাঁর না আসা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সায়নীর পরিবারের সদস্যদের ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। সায়নীর আয়ের সঙ্গে সম্পত্তির হিসেব মিলছে না। সায়নী শেষ যে আয়কর জমা দিয়েছেন সেখানে দেখানো হয়েছে বছরে আয় সাড়ে ৩ লক্ষ টাকা। তাঁর ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা। এত টাকার দামের ফ্ল্যাট কী করে কিনলেন সায়নী? 

আজ, বুধবার ইডি’‌র ডাকে সাড়া দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ। তিনি আজ না যেতে পারলেও ১১ জুলাইয়ের পর যে কোনও দিন ডাকলে সাড়া দেবেন বলে ইমেল করে জানিয়ে দিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। গত ৫ জুলাই একবার লম্বা সময় ধরে তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। আজ, বুধবার সকালে সায়নী গলফগ্রিনের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তবে বাড়িতে তাঁর বাবা–মা আছেন। আজ সকাল ১০টা নাগাদ জানা গেল, তিনি ইডি দফতরে যাচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিষয়টি প্রকাশ্যে জানিয়ে দেন। কুণাল সংবাদমাধ্যমে জানান, সায়নী ঘোষ এখন পঞ্চায়েত নির্বাচনে কাজে ব্যস্ত। তাই দ্বিতীয় দফার ডাকে সাড়া দিতে পারছেন না। ভোট মিটলে যাবেন।

এদিকে ইডি সূত্রে খবর, আজ সকাল ১১টা পর্যন্ত তারা সায়নী ঘোষের কোনও চিঠি হাতে পাননি। ইডির কাছে আজ আয়–ব্যয় সংক্রান্ত তথ্য জমা দেওয়ার কথা ছিল সায়নী ঘোষের। বহিষ্কৃত যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষের একটি সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথি থেকেই সায়নী ঘোষের নাম উঠে আসে। তারপর একাধিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে সায়নীর নাম প্রকাশ্যে এসেছে। কুন্তলকে জেরা করেও উঠে এসেছে সায়নীর নাম। এছাড়া একাধিক সাক্ষী তাদের বয়ানে সায়নীর নাম উল্লেখ করেছে। ইডি’‌র স্ক্যানারে এখন সায়নীর ফ্ল্যাট। দু’‌দিন আগেই সাড়ে ১১ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ করা হয় সায়নীকে।

অন্যদিকে ইডি সূত্রে আরও খবর, সায়নী ঘোষকে ডাকা হয়েছে আয়–ব্যয় সংক্রান্ত কিছু নথিপত্র নিয়ে জানার জনয়। ‘অভিযুক্ত’ হিসাবে ডাকা হয়নি। কিন্তু আজ তিনি না আসায় সেটা হল না। তবে তিনি ১০০ শতাংশ সহযোগিতা করবেন, প্রয়োজনে ২৪ ঘণ্টা সেখানে থাকবেন বলে জানিয়েছিলেন সায়নী ঘোষ। তারপরই তাঁর না আসা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সায়নীর পরিবারের সদস্যদের ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। সায়নীর আয়ের সঙ্গে সম্পত্তির হিসেব মিলছে না। সায়নী শেষ যে আয়কর জমা দিয়েছেন সেখানে দেখানো হয়েছে বছরে আয় সাড়ে ৩ লক্ষ টাকা। অথচ তাঁর ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা। এত টাকার দামের ফ্ল্যাট কী করে কিনলেন সায়নী? উত্তর জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন:‌ সীমানা সিল করার সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ, পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতি এখন তুঙ্গে

ঠিক কী বলেছেন কুণাল?‌ ইডি’‌র তলবে আজ সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না সায়নী ঘোষ বলে দাবি করেছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘‌পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আজ গলসিতে যাবেন সায়নী। ইডি–কে চিঠি দিয়ে সে কথা জানিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী।’‌ সায়নী ইমেল করে জানান, তিনি এখন পঞ্চায়েত নির্বাচরের প্রচারের কাজে ব্যস্ত। তাই ১১ তারিখ নির্বাচন মিটলে এবং তখন ডাকলে যে কোনও দিন তিনি ইডি দফতরে যাবেন। তবে সায়নী ঘোষের বক্তব্য খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। তাই তাঁকে আবার চারদিনের ব্যবধানেই তলব করা হয়। কুন্তল ঘোষের যোগসূত্র ধরেই নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে সায়নীর।

ভোটযুদ্ধ খবর

Latest News

রোজ টিভিতে চার ছক্কার ফুলঝুরি, তবুও ওটিটিতে নজর কাড়ল চমকিলা, লজ্জার ভিউজ চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির হরিয়ানায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, হেভিওয়েট নেতারা লড়বেন ভোটে

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.