বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > ভোট টানতে রথ টানবেন নেতা–নেত্রীরা, মমতা থেকে শুভেন্দু থাকছেন রথযাত্রায়

ভোট টানতে রথ টানবেন নেতা–নেত্রীরা, মমতা থেকে শুভেন্দু থাকছেন রথযাত্রায়

মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারী

আজ আবার তৃণমূল নেতাদের বড় অংশই ব্যস্ত থাকবেন। কারণ তাঁরা নানা সার্বজনীন দুর্গাপুজোর সঙ্গে জড়িত। আজকের দিনে তাই অনেক পুজো কমিটিই মণ্ডপের খুঁটিপুজো করে থাকে। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমে জানান, আজ রথের দিনে তিনি ব্যস্ত থাকবেন বড় কর্মসূচি চেতলা অগ্রণীর খুঁটিপুজো নিয়ে।

আজ রথযাত্রা। তাই রাজ্যজুড়ে পালিত হচ্ছে এই উৎসব। তার মধ্যেই বেজে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দামামা। তাই এখন ভোট টানতে রথ টানবেন বাংলার নেতা নেত্রীরা। যদিও প্রত্যেকবার রাস্তায় নেমে রথ টানতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও ইস্কনের রথযাত্রায় সামিল হবেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতারাও রথ টানবেন রাস্তায় নেমে। আসলে রথযাত্রা আগে ছিল উৎসব। সেটাই এখন ভোট টানার ক্ষেত্রেও কাজে লাগবে। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তাই রথযাত্রায় অংশ নিয়ে রথ টানার পাশাপাশি মানুষের ভোট টানার কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কেন রথ টানার সঙ্গে ভোট টানার কথা বলা হচ্ছে?‌ নেতা–নেত্রীরা রথ টানলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখান থেকে একটা প্রচার হয়। বৈদ্যুতিন মাধ্যমগুলি সেই ছবি সম্প্রচার করতে থাকে। আর রথযাত্রায় সামিল হয়ে কিছু বক্তব্য রাখেন নেতা নেত্রীরা। তাও সমাজের মানুষের কাছে পৌঁছে যায়। তাই রথ টানার মধ্যে দিয়ে ভোট টানার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘ধর্মীয় উৎসব নিয়ে বিজেপি রাজনীতি করে না। ভারতীয় সংস্কৃতির সঙ্গে আমাদের যোগাযোগ বহুদিনের। তাই মানুষের উৎসবে অংশ নেন দলের নেতারা। ভোট তো আর সব বছর থাকে না।’ তবে রথ টানার সঙ্গে ভোট টানার যে মিল আছে তা দেখা গিয়েছিল লালকৃষ্ণ আদবানির রথ নিয়ে বেরিয়ে পড়ার ঘটনায়।

এদিকে আজ মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র সিঙ্গুর এবং হরিপালে রথ টানবেন মন্ত্রী বেচারাম মান্না। আজ আবার তৃণমূল কংগ্রেস নেতাদের বড় অংশই ব্যস্ত থাকবেন। কারণ তাঁরা নানা সার্বজনীন দুর্গাপুজোর সঙ্গে জড়িত। আজকের দিনে তাই অনেক পুজো কমিটিই মণ্ডপের খুঁটিপুজো করে থাকে। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমে জানান, আজ রথের দিনে তিনি ব্যস্ত থাকবেন বড় কর্মসূচি চেতলা অগ্রণীর খুঁটিপুজো নিয়ে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে পড়ে গিয়েছে রথযাত্রা। তাই সবাই এখন তার ফায়দা নিতে চাইছেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে এবার শুভেন্দু অধিকারী তমলুক এবং নন্দীগ্রামে রথ টানবেন বলে খবর। আরও অন্য জায়গায় যেতে পারেন বিরোধী দলনেতা। পঞ্চায়েত নির্বাচনে যতটুকু প্রার্থী দেওয়া গিয়েছে ততটুকু ভোট টানতে পারলেও চলবে। আবার বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন, কলকাতার কাশীপুরে যে রথযাত্রা হবে সেখানে থাকবেন তিনি। রথের টান দিতে সোমবার রাতেই নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটে চলে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে রথযাত্রায় অংশ নেবেন তিনি।

ভোটযুদ্ধ খবর

Latest News

বিস্কুট-ক্রিম রোলে বিপদ! ৩ সংস্থা-বেকারিকে উৎপাদন বন্ধের নির্দেশ প্রশাসনের ওড়িশার থেকেও কমে গেল বাংলার মাথাপিছু আয়! ৬০-র দশকে দেশের গড়ের চেয়েও বেশি ছিল দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠের মন্দির কতক্ষণ খোলা থাকে?ভোগ খাওয়ার ইচ্ছা? রইল কিছু তথ্য ভরপেট খাইয়ে গণপিটুনি দিয়ে খুন সর্বহারা ভবঘুরেকে, নৃশংস ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানিপুরি নাকি ফুচকা, KBC-তে জোর তর্ক সোনু-শ্রেয়ার! অমিতাভের ভোট দিলেন কাকে? বন্যার আগেই বুঝে যাবে কেন্দ্র, ১৯০টি হ্রদের নীচে বসবে বিশেষ সিস্টেম গয়নার দোকানের কর্মী মিলনের রাজকীয় উত্থান, গ্রেফতার কাউন্সিলরকে নিয়ে লোকে বলছে… বিয়ের পর ছবির পোস্টেরে বচ্চন নয় ভাদুড়ী পদবী ব্যবহার করেছিলেন জয়া,কী বলেন অমিতাভ ময়ূরীর পারফরমেন্স নিয়ে সারেগামাপায় জাভেদের সঙ্গে বাগযুদ্ধ ইমন-রাঘবের, কেন? ভারতের আরও এক প্রাক্তন কোচকে জালে তুলল রাজস্থান, জুটি বাঁধছেন দ্রাবিড়ের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.