পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে মনোনয়ন–পর্ব পর্যন্ত তেতে উঠেছিল ভাঙড়, ক্যানিং–সহ নানা জেলা। সরাসরি সংঘাত দেখা গিয়েছিল আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। এখানে সরেজমিনে দেখতে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই এলাকায় গণ্ডগোল করা এবং নাম না করে বিধায়ক সওকত মোল্লাকে গুন্ডা বলে নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। তারই পাল্টা দিতে গিয়ে চাঁচাছোলা ভাষায় দিলীপ ঘোষকে আক্রমণ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? আজ, শনিবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ। সেখানে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে হিংসা হয়েছে তা নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘দক্ষিণ ২৪ পরগনা পুরোটাই উপদ্রুত এলাকা। ডায়মন্ডহারবার থেকে আরম্ভ করে ফলতায় কাউকে মনোনয়ন দিতে দেয়নি একটাও। মগরাহাট থেকে আরম্ভ করে ভাঙড়, ক্যানিংয়ে সব থেকে বেশি হিংসা হয়েছে এই জায়গাগুলিতে। এক একটা গুন্ডা তাদেরকে আবার সিকিউরিটি দেওয়া হয়েছে। এখানে কাউকে মনোনয়ন দিতে দেওয়া হয়নি। বাকি কিছু জায়গায় ভয় দেখে উইথড্র করে নেওয়া হয়েছে। বাকি জায়গায় বিরোধীরা নমিনেশন করেছে। এবার লড়াই পুরোপুরি হবে।’
এদিকে কয়েকদিন আগে সওকত মোল্লাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে রাজ্য সরকার। তাই গুন্ডাকে নিরাপত্তা দেওয়া অর্থাৎ সওকত মোল্লার নাম না করে তাঁকেই নিশানা করেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এই মন্তব্যে বেজায় চটেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সওকত মোল্লা। পাল্টা আক্রমণের পথেই হেঁটেছেন তিনি। আর কড়া আক্রমণ করেছেন বিজেপির শীর্ষ নেতাকে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই পারস্পরিক বাকযুদ্ধ রাজনীতির ময়দানকে সরগরম করে তুলেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘পাটনায় বিরোধী দলগুলি সেটিং করছে’, টুইট করে তিনদলকেই তুলোধনা শুভেন্দুর
ঠিক কী বলেছেন সওকত? মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গত ১৩ এবং ১৫ জুন উত্তপ্ত হয়েছিল ভাঙরের নানা গ্রাম। দফায় দফায় সংঘর্ষ হয়েছিল তৃণমূল–আইএসএফ কর্মীদের মধ্যে। চলে গুলি–বোমা। সেই ঘটনায় আহত হয়েছিলেন তৃণমূল কর্মী– সমর্থকরা। আহত সেই সমস্ত কর্মীদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা এবং ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আজ শনিবার সকাল থেকে তাঁরা কাঠালিয়া, ভোগালী, ভোমরু, বানিয়াড়া সোনপুর, বামনঘাটা–সহ একাধিক গ্রামে যান আহত কর্মীদের দেখতে এবং বিশেষ আর্থিক অনুদান দেন। সেখানে এসেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ সম্পর্কে সওকত মোল্লা বলেন, ‘সব চাইতে বড় গুন্ডা দিলীপ ঘোষ। চোর, জোচ্চোর, চিটিংবাজ। যে বলেছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের বুকে গুলি করো, শশ্মানে পাঠিয়ে দাও সেই গুন্ডা এখন এসব বলছে। ভূতের মুখে রাম নাম। তাই তো পার্টি থেকে সাইড করে দিয়েছে।’