এবার তৃণমূল কংগ্রেসকে আন্তর্জাতিক দল বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে বনগাঁয় বিজেপির এক সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। বলেন, সৌদিতে থাকা ব্যক্তি তৃণমূলের হয়ে মনোনয়ন পেশ করেছে মিনাখাঁয়। তৃণমূল তো আন্তর্জাতিক দল হয়ে গেছে।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘১৫ জুন মনোনয়ন পর্ব শেষ হয়ে গেলেও ১৭ জুন পর্যন্ত তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছে। আর আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পাওয়া গেল, সৌদি আরবে বসে এই জেলার বসিরহাটে মইনুদ্দিন মোল্লা তোলামূলের প্রার্থী হয়ে গেছে। ভাবতে পারেন? কে বলে তৃণমূলের রাষ্ট্রীয় দলের তকমা চলে গিয়েছে? মইনুদ্দিন মোল্লার দয়ায় তৃণমূল তো আন্তর্জাতিক দল হয়ে গেছে’।
শুভেন্দুবাবুর দাবি, ‘আমি একজন WBCS অফিসারকে পাঠালাম। তিনি বললেন আমাকে, আপনি মিনাখাঁর বিডিওর নাম জানেন? তার নাম হল কামরুল ইসলাম। তিনি এই কাণ্ডটা করিয়েছেন শাজাহানের কথায়। আপনারা অপেক্ষা করুন, সন্দেহশখালির শাজাহান, ক্যানিংয়ের শওকত মোল্লা, ফলতার জাহাঙ্গির খান। এদের অবস্থা কী করে অনুব্রত মণ্ডলের থেকেও খারাপ করতে হয় তা আমাদের জানা আছে’।
কলকাতা হাইকোর্টে দায়ের এক মামলায় অভিযোগ করা হয়েছে, মিনাখাঁয় তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন এমন এক ব্যক্তি যিনি মনোনয়নপর্ব চলাকালীন হজ করতে সৌদি আরবে ছিলেন। ৪ জুন থেকে ১৬ জুন পর্যন্ত সৌদি আরবে থাকলেও তাঁর মনোনয়ন গ্রহণ করেছেন বিডিও। একথা শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। এবিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন তিনি।