পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিএসএফের ডিআইজি এসএস গুলেটিয়া। রাজ্য নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেছেন, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য স্পর্শকাতর বুথের তালিকা রাজ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েও পাওয়া যায়নি।
বিএসএফের ডিজির অভিযোগ, ‘স্পর্শকাতর বুথের তালিকাই দেয়নি রাজ্য নির্বাচন কমিশন। স্পর্শকাতর বুথের তালিকা চেয়েও পাওয়া যায়নি’। এর আগে শনিবার বিকেলে কমিশনকে লেখা চিঠিতে বাহিনী মোতায়েনে অব্যবস্থার অভিযোগ তুলেছিল বিএসএফ'।
বলে রাখি, দীর্ঘ আইনি লড়াইয়ের পর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালত জানায় ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যত বাহিনী মোতায়েন করা হয়েছিল তার থেকে বেশি বাহিনী দিয়ে এবারের পঞ্চায়েত নির্বাচন করাতে হবে। এর পর কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চায় কমিশন।
যদিও প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করানোর বিরোধিতা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এমনকী হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা। কিন্তু সর্বোচ্চ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় তাদের। আদালতের নির্দেশে ৮২২ কোম্পানি বাহিনী চাইলেও শেষ পর্যন্ত রাজ্যে ৬৫০ কোম্পানি বাহিনী এসে পৌঁছেছে বলে শনিবার জানায় কমিশন। যদিও রাজ্যের কোনও বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ।