বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > WB Panchayat Election Result 2023: দক্ষিণ ২৪ পরগনার সমস্ত জেলা পরিষদই তৃণমূলের দখলে, গ্রাম পঞ্চায়েতেও জয়

WB Panchayat Election Result 2023: দক্ষিণ ২৪ পরগনার সমস্ত জেলা পরিষদই তৃণমূলের দখলে, গ্রাম পঞ্চায়েতেও জয়

তৃণমূল কংগ্রেসের জয়জয়কার।

বিরোধীরাও জোর টক্কর দিয়েছে। রায়দিঘির মথুরাপুর ২ ব্লকের ১১টি পঞ্চায়েতের মধ্যে কাশীনগর পঞ্চায়েত বিজেপি জয়ী হয়েছে। রায়দিঘি এবং কঙ্কণদিঘি পঞ্চায়েত ত্রিশঙ্কু। মথুরাপুর ১ নম্বর ব্লকের শঙ্করপুর পঞ্চায়েত সিপিএম দখল করেছে। পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের রাতে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। 

নিয়োগ দুর্নীতি, নেতাদের জেল, ইডি–সিবিআইয়ের তৎপরতা থেকে শুরু করে রাজ্যে বিজেপির অপপ্রচার এবং বারবার আদালতে মামলা করার পরও পঞ্চায়েত নির্বাচনে নিজেদের গড় ধরে রাখল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার থেকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে এমন আবহ দেখা গিয়েছিল। আজ, বুধবার জেলা পরিষদে দেখা গেল তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় বেশিরভাগ জেলা পরিষদের আসন জিতে গড় ধরে রাখল ঘাসফুল শিবির। এমনকী গ্রাম পঞ্চায়েত নিয়েও সাফল্য অব্যাহত।

এদিকে বারুইপুরের ১৯টি পঞ্চায়েতই সংখ্যাগরিষ্ঠ পেল তৃণমূল কংগ্রেস। অধিকাংশ গ্রাম পঞ্চায়েত আসনে সিপিএম দ্বিতীয় স্থানে চলে এল। বিজেপিও আসন পেয়েছে। কুলতলিতে ৯টি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মন্দিরবাজার, রায়দিঘি, মথুরাপুরে কোনও পঞ্চায়েত ত্রিশঙ্কু। আবার বিরোধীদের দখলেও গিয়েছে। জয়নগরে কয়েকটি পঞ্চায়েত ত্রিশঙ্কু। তবে বারুইপুর, জয়নগর ১ ও ২ এবং কুলতলির পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলই এগিয়ে। ৬৩৮২টি আসনে লড়াই হয়েছে। তার মধ্যে ৩৩৭৪টি আসনে জয় পেয়েছে তৃণমূল। বাকিগুলিতে এগিয়ে রয়েছে।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলেই থাকল। এই জেলার জেলা পরিষদের মোট ৮৫টি আসনের মধ্যে ৮৪টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বলে খবর। একটি আসনে জয় পেয়েছে আইএসএফ। এই ফলাফলের পর সবুজ আবির থেকে ডিজে কিছুই বাদ নেই। কুলতলির ৯টি পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস এককভাবে জয় পেয়েছে। বহড়ু ক্ষেত্র পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে তৃণমূল ৭টি, নির্দল ৭টি এবং বিজেপি ২টি আসন পেয়েছে। শ্রীপুর পঞ্চায়েতের ১৯টি আসনের মধ্যে তৃণমূল ৮টি, বিজেপি ৮টি আসন পেয়েছে। ১টি করে পেয়েছে নির্দল, কংগ্রেস, অন্যান্যরা।

আরও পড়ুন: রাত ২টো পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের দফতরে রাজীব সিনহা, কেন ছিলেন এতক্ষণ?‌

তবে বিরোধীরাও জোর টক্কর দিয়েছে। রায়দিঘির মথুরাপুর ২ ব্লকের ১১টি পঞ্চায়েতের মধ্যে কাশীনগর পঞ্চায়েত বিজেপি জয়ী হয়েছে। রায়দিঘি এবং কঙ্কণদিঘি পঞ্চায়েত ত্রিশঙ্কু। মথুরাপুর ১ নম্বর ব্লকের শঙ্করপুর পঞ্চায়েত সিপিএম দখল করেছে। তবে এই আবহে পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের রাতে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন আইএসএফ কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে বোমা নিয়ে হামলা করে কয়েকজন আইএসএফ কর্মী বলে অভিযোগ। তার জেরে পুলিশের এর পদস্থ কর্তা গুলিবিদ্ধি হয়েছেন বলে খবর।

ভোটযুদ্ধ খবর

Latest News

যৌন হেনস্থার অভিযোগ তোলেন মডেল, এবার শোনা যাচ্ছে বিয়ে ভাঙার কথা, কী বলছেন জয়জিৎ? এটা কী করলেন কোহলি? নিলেন না রিভিউ, আউট না হয়েও আউট হলেন! রেগে লাল রোহিত শর্মা গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, পুজোর আগেই জেলমুক্তি কেষ্টর সতীর অধঃওষ্ঠ থেকে নাম অট্টহাস! বর্ধমানের জঙ্গলঘেরা এই মন্দিরে পৌঁছবেন কীভাবে? এক্সপ্রেসওয়েতে গর্তের দায় ইঁদুরের ঘাড়ে চাপিয়েছিলেন কর্মী, চাকরি গেল এবার আম্পায়ারদের সঙ্গে সেটিং থাকে, ঘরোয়া ক্রিকেটের কথা ফাঁস করলেন পাক তারকা ‘চোখ সারাই করুন..’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে খোঁচা অরিত্রর, হল প্রতিবাদ ২০২৪ সালের দুর্গাপুজোয় সন্ধিপুজো কখন থেকে শুরু? সোনু নিগমের সঙ্গে গান গাইছে নীল নিতিন মুকেশের ছোট্ট মেয়ে, নিজেই শুনুন গরুপাচারকাণ্ডে ধাক্কা ইডির, মলয় ঘটককে জেরা করতে হবে কলকাতাতেই, বলল সুপ্রিম কোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.