বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Dhupguri By Election: যেখানে চিতাবাঘের ভয়, সেখানেও ভোট হয়…ধূপগুড়ি উপনির্বাচনে হাতি-বাইসন রুখতে পাহারায় বনদফতর

Dhupguri By Election: যেখানে চিতাবাঘের ভয়, সেখানেও ভোট হয়…ধূপগুড়ি উপনির্বাচনে হাতি-বাইসন রুখতে পাহারায় বনদফতর

দুষ্কৃতীদের নিয়ে টেনশন তো আছেই। কিন্তু ধূপগুড়িতে বন্য জন্তুদের নিয়েও টেনশন কম নয়। ওরাও লোকালয়ে আসতে পারে। তাদের যাতে কেউ ক্ষতি করতে না পারে সেটাও গোটা দিন নজরে রাখল বনদফতর।