EVM: ২০২৪ লোকসভা ও ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের প্রস্তুতির ঢাকে কাঠি! যাচাই হচ্ছে ইভিএম
Updated: 09 Jun 2023, 03:35 PM IST২০২৪ লোকসভা ভোট ও ৫ রাজ্যের ভোট ঘিরে এবার ধাপে ধাপে প্রস্তুতি শুরু করে দিল কমিশন। নির্বাচন কমিশন এবার ভোটিং মেশিন পরীক্ষার পদক্ষেপ নিতে চলেছে। ইভিএমএর ‘ফার্স্ট লেভেল চেক’ শুরুর উদ্যোগে কমিশন। সারা দেশব্যাপী এই মেশিন যাচাই করা হবে ‘মক পোল’ এর মাধ্যমে।
পরবর্তী ফটো গ্যালারি