ইংরেজ ক্রিকেটার জোফরা আর্চারের পুরনো অনেক সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গেই বিভিন্ন ঘটনার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। যার জেরে তাঁর বহু পুরনো 'টুইট' ভাইরাল হয়। আর এবার ২০২৩ সালের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনে আর্চারের আরও একটি টুইট ভাইরাল হল। সেই পোস্টে লেখা : ৩-১। উল্লেখ্য, আজকে যে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে বিজেপি তিনটিতে জিততে চলেছে। বাকি একটি রাজ্যে কংগ্রেস ক্ষমতা দখল করতে চলেছে। এই আবহে গব্বর নামক একটি অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিনশট পোস্ট করে দাবি করা হয়, ২০১৪ সালে এই টুইটটি করেছিলেন আর্চার। নেটিজেনদের অনেকেই জোফরা আর্চারের সেই পোস্টকে এই ভোটের ফলাফলের 'পূর্বাভাস' দাবি করছেন মজার ছলে। আর্চারের উল্লেখিত পোস্টটি ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর করা হয়েছিল। (আরও পড়ুন: ৪৫০ টাকায় LPG সিলিন্ডার দিয়েই কি মধ্যপ্রদেশ দখল BJP-র? রইল গেরুয়া ঝড়ের ৫ কারণ)

আর্চারের ভাইরাল পোস্ট
মধ্যপ্রদেশের ফলাফল
মধ্যপ্রদেশে বিজেপি এখনও এগিয়ে ১৬৪টি আসনে। কংগ্রেস এগিয়ে ৬৪টি আসনে। ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে জয়ের জন্য প্রয়োজন ২২২ আসন। উল্লেখ্য, আপাতত এই রাজ্যে বিজেপির সরকারে থাকলেও ২০১৮ সালের নির্বাচনে গেরুয়া শিবির হেরেছিল এখানে। পরে কমল নাথের সরকার ভাঙিয়ে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবরাজ সিং চৌহান।
ছত্তিশগড়ের ফলাফল
ছত্তিশগড়ে আজ শুরু থেকে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে যত বেলা গড়িয়েছে, ততই বিজেপি এগিয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে পিছিয়ে পড়েও কংগ্রেসকে ছাপিয়ে বড় 'লিড' নেয় বিজেপি। আপাতত ৫৪টি আসনে এগিয়ে বা জয়ী বিজেপি। ৩৪টি আসনে এগিয়ে কংগ্রেস। ৯০ আসনের ছত্তিশগড়ের বিধানসভায় জিততে প্রয়োজন ৪৬টি আসন।
রাজস্থানের ফলাফল
রাজস্থানে ১১০টি আসনে বিজেপি এগিয়ে বা জয়ী। সেখানে কংগ্রেস এগিয়ে ৭১টি আসনে। তাছাড়া অন্যান্যরা এগিয়ে ১৭টি আসনে। গত নির্বাচনে বিজেপিকে হারতে হয়েছিল এই রাজ্যে। তবে গত পাঁচ বছরে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব থাকলেও কোনও ভাবে টিকে ছিল অশোক গেহলটের সরকার। তবে ১৯৯৩ সাল থেকে চলে আসা 'প্রথা' বজায় রেখে কংগ্রেস এবার হারতে বসেছে এখানে। ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে ক্ষমতা দখলের জন্য প্রয়োজন ১০১টি আসন। সেই সংখ্যার অনেকটাই ওপরে আছে বিজেপি।
তেলাঙ্গানার ফলাফল
তেলাঙ্গানায় পুনর্জন্ম হতে চলেছে কংগ্রেসের। গত দু'টি বিধানসভা নির্বাচনে এই রাজ্যে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুখ্যমন্ত্রী হয়েছিল কেসিআর। তবে ১১৯ আসন বিশিষ্ট তেলাঙ্গানায় এবার অনেকটাই পিছিয়ে বিআরএস। এই রাজ্যে ৬৪টি আসনে এগিয়ে কংগ্রেস। বিআরএস এগিয়ে ৪০টি আসনে। এছাড়া বিজেপি এখানে এগিয়ে ৯টি আসনে। ৬টি আসনে এগিয়ে এআইএমআইএম। এই রাজ্যের ম্যাজিক ফিগার ৬০।