গত ৭ মার্চ উত্তরপ্রদেশের ভোট সম্পন্ন হতেই সন্ধ্যায় একে একে ভারতের প্রথম সারির প্রতিটি খবরের চ্যানেলে প্রকাশিত হয় পাঁচ রাজ্যের বুথ ফেরত সমীক্ষা। বিভিন্ন সংস্থার সাহায্যে করা এই সমীক্ষার প্রায় সবকটিতেই দাবি করা হয়েছে, বিজেপি উত্তরপ্রদেশে ফিরে আসবে। আবার উত্তরাখণ্ড, গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রায় প্রতিটি সংস্থাই দাবি করেছে যে পঞ্জাবে জিতবে আম আদমি পার্টি। তবে এই বুথ ফেরত সমীক্ষা কতটা সঠিক, তা জানা যাবে আগামীকাল। তবে এর আগে ২০১৭ সালে উত্তরপ্রদেশের বুথ ফেরত সমীক্ষা কতটা সঠিক প্রমাণিত হয়েছিল? দেখুন একনজরে:
উত্তরপ্রদেশ নিয়ে ২০১৭ সালে সংবাদ সংস্থাগুলি কী ভবিষ্যদ্বাণী করেছিল:
ইন্ডিয়া টুডে - এসপি+কংগ্রেস (১২০), বিজেপি (১৮৫), বিএসপি (৯০), অন্যান্য (৯)
টাইমস নাও - এসপি-কংগ্রেস (১১০-১৩০), বিজেপি (১৯০-২১০), বিএসপি (৫৭-৭৪), অন্যান্য (৮)
এবিপি - এসপি-কংগ্রেস (১৫৬-১৬৯), বিজেপি (১৬৪-১৭৬), বিএসপি (৬০-৭২), অন্যান্য (২-৬)
ইন্ডিয়া টিভি - এসপি-কংগ্রেস (১৩৫-১৪৭), বিজেপি (১৫৫-১৬৭), বিএসপি (৮১-৯৩), অন্যান্য (৮-২০)
ফলাফল - বিজেপি ৩০০টিরও বেশি আসন জিতেছিল। উত্তরপ্রদেশের রাজনীতিতে দুই দশকেরও বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করে রাখা এসপি এবং বিএসপি অনেকটাই পিছিয়ে ছিল। বিএসপি মাত্র ১৯টি আসন জিতেছিল। ১৯৯১ সালের পর থেকে এটা তাদের সবচেয়ে খারাপ ফল। এসপি ৪৭ জিতেছিল। ১৯৯২ সালে দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এত বাজে ফল করেনি তারা।