ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বহরমপুর। তৃণমূল-বিজেপির সংঘর্ষে আহত হয়েছে দু’পক্ষের প্রায় ৫ জন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোলের দিন ঘটনাটি ঘটেছে বহরমপুরের কাঠালিয়ায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এলাকা দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ বাঁধে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ দেওয়াল লিখন ঘিরে দোলের দিন অশান্ত ভাঙড়, ISF-TMC সংঘর্ষে ঝরল রক্ত
এদিনের সংঘর্ষের ঘটনায় বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বিজেপির অভিযোগ, রঙের উৎসবে মেতে উঠেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময় আচমকা তাদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, বিজেপির কর্মীরাই তাদের উপর তৃণমূল কর্মীদের ওপর আগে হামলা চালিয়েছে। তার ফলে তাদের দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে আক্রান্ত এক বিজেপি কর্মীর স্ত্রী জানান, তিনি আগে তৃণমূল করতেন। কিন্তু, তৃণমূলের হিংসা এবং দুর্নীতির কারণে তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তারপর থেকে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিজেপির আরও অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও পদক্ষেপ করছে না।
বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অনামিকা ঘোষের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামী মদ্যপ অবস্থায় বিজেপি কর্মীদের উপর আচমকা হামলা চালায়। মহিলাদের টেনে হিঁচড়ে মারধর করে। এমনকী বাচ্চাদের মারধর করেছে বলেও অভিযোগ। যদিও পুলিশে দাবি, এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি কর্মীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় দু পক্ষের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ( সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)।
অন্যদিকে, লোকসভা ভোটের আবহে ভাঙড় এবং গোসাবাতেও অশান্তি ছড়িয়েছে। গোসাবায় তৃণমূল-বিজেপির সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়। বিজেপি শাসিত দুষ্কৃতীরা শুন্যে গুলি চালায় বলে পালটা অভিযোগ তৃণমূলের। অন্যদিকে, দেওয়াল লিখন ঘিরে ভাঙড়ে আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনাতেও ৭ জন আহত হয়েছেন।