বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Surendra Ahluwalia: নিজেকে 'ভূমিপুত্র' বলেও আসানসোলে ডিফেন্সিভ বিজেপি প্রার্থী সুরেন্দ্র অহলুওয়ালিয়া

Surendra Ahluwalia: নিজেকে 'ভূমিপুত্র' বলেও আসানসোলে ডিফেন্সিভ বিজেপি প্রার্থী সুরেন্দ্র অহলুওয়ালিয়া

নিজেকে 'ভূমিপুত্র' বলেও আসানসোলে ডিফেন্সিভ বিজেপি প্রার্থী সুরেন্দ্র অহলুওয়ালিয়া

Surendra Ahluwalia: আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিতে আসেন বিজেপি প্রার্থী। সেখানে কর্মীদের নির্দেশ দেন, মন্দিরে যেন রাজনৈতিক স্লোগান দেওয়া না হয়।

শুরু থেকে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে খেলতে শুরু করলেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া। নিজের জন্মভূমি হলেও দীর্ঘদিন পরিযায়ী থাকার কারণে তাঁর এলাকা সম্পর্কে কিছু জানা নেই, তা আগেই স্বীকার করে নিলেন তিনি। 

শুক্রবার দুপুরে আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিতে আসেন বিজেপি প্রার্থী। সেখানে কর্মীদের নির্দেশ দেন, মন্দিরে যেন রাজনৈতিক স্লোগান দেওয়া না হয়। পুজো শেষে কর্মীদের খিচুড়ি পরিবেশন করেন তিনি। নিজেও খান। পরে দলের জেলা কার্যালয়ে নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া।

 পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুরেন্দ্র দাবি করেন, ‘ভূমিপুত্র’ হিসেবে তিনি আসানসোল লড়ছেন। কেন ভূমিপুত্র তাঁরা ব্যাখ্যাও করেন সাংবাদিকদের কাছে।  বাম আমলে জে কে নগর অ্যালুমিনিয়াম কারখানা বন্ধ হওয়ার পরে তিনি সপরিবার বিহারে চলে গিয়েছিলেন। তবে প্রচারে কোন বিষয়কে হাতিয়ার করতে হবে তা নিয়ে এখন কোনও সিদ্ধান্ত নেননি। কারণ হিসাবে তিনি বলেন, ‘এলাকা সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা নেই। আমাকে আরও ঘুরতে হবে। মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অসুবিধা ও বঞ্চনার কথা শুনতে হবে। তারপর কিছু বলা সম্ভব হবে।’

‘ভূমিপুত্র’ মন্তব্যে কটাক্ষ

অহলুওয়ালির এই মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বলেন, ‘উনি ভূমিপুত্র হয়েও আসানসোলের খবর রাখেননি। ভোটারেরা এর জবাব দেবেন।’ ভূমিপুত্র প্রসঙ্গে আরও কটাক্ষ করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসনও। তিনি বলেন,’যিনি এলাকায় বাস করেন, তিনিই ভূমিপুত্র হন। উনি এখানে বাস করেন না। তা ছাড়া, লড়াই কখনও ভূমিপুত্র পরিচয়ে হয় না। হয় নীতি-আদর্শের ভিত্তিতে।’

এলাকা ঘুরেই লড়াইয়ের ইস্যু

আসানসোলে বার্ন স্ট্যান্ডার্ড, হিন্দুস্তান কেব্‌লস কারখানা বন্ধ হয়েছে। একাধিক কয়লা খনি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। তবে এ সব নিয়ে জবাব দেওয়ার আগে তিনি এলাকা ঘুরে দেখে নিতে চাইছেন।  সুরেন্দ্রের বক্তব্য, ‘আমার কেন্দ্রে সাতটি বিধানসভা এলাকা আছে। প্রত্যেক এলাকায় গিয়ে বিস্তারিত জানতে হবে। তবেই এ বিষয়ে কিছু বলতে পারব।’

১৯৯৮-তে লোকসভা ভোটে আসানসোল কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন সুরেন্দ্র অহলুওয়ালিয়া। এই পরাজয়ের কারণ হিসেবে তিনি ‘বিভাজনের’ রাজনীতির দিকেই আঙুল তোলেন। তবে এ বার তার সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিজেপি প্রার্থী। 

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

অধিনায়কত্ব চলে গিয়েছে, তবুও ম্যাচের সেরা হয়ে ক্যাপ্টেন সূর্যের প্রশংসা হার্দিকের ফালতু না বকে প্রমাণ দিন, খলিস্তানি নিজ্জরের খুন নিয়ে কানাডাকে কড়া বার্তা ভারতের হরিয়ানায় ইভিএমে অসঙ্গতি, নির্বাচন কমিশনের অভিযোগ ২০ জন কংগ্রেস প্রার্থীর বাদ পড়তে পারেন বাবর আজম! কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের নির্বাচক কমিটি পুজো দেখে বাড়ি ফেরা হল না, পিছন থেকে সজোরে ধাক্কা বাসের, মৃত্যু মা-বাবা-মেয়ের এবার ‘গণইস্তফা’ দিলেন কল্যাণী জেএনএমের ৭৭ ডাক্তার, রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট ‘মা দুর্গা পাততাড়ি গুটিয়ে, জলদি পালাচ্ছেন…’, আরজি কর আবহে পুজো নিয়ে শ্রীলেখা আর্শদীপকে টপকে T20I-তে নতুন রেকর্ড গড়লেন রবি বিষ্ণোই, বললেন ছোটখাটো কৃতিত্ব ২০২৪-তে এখনও জয় অধরা ভারতের! তবে শেষ ৪৫ মিনিটে মিলল অনেক ইতিবাচক দিক এবার নয়া কর্মসূচি মেয়েদের ‘‌রাতের মিটিং’‌, শহর থেকে গ্রামে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.