বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Surendra Ahluwalia: নিজেকে 'ভূমিপুত্র' বলেও আসানসোলে ডিফেন্সিভ বিজেপি প্রার্থী সুরেন্দ্র অহলুওয়ালিয়া

Surendra Ahluwalia: নিজেকে 'ভূমিপুত্র' বলেও আসানসোলে ডিফেন্সিভ বিজেপি প্রার্থী সুরেন্দ্র অহলুওয়ালিয়া

নিজেকে 'ভূমিপুত্র' বলেও আসানসোলে ডিফেন্সিভ বিজেপি প্রার্থী সুরেন্দ্র অহলুওয়ালিয়া

Surendra Ahluwalia: আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিতে আসেন বিজেপি প্রার্থী। সেখানে কর্মীদের নির্দেশ দেন, মন্দিরে যেন রাজনৈতিক স্লোগান দেওয়া না হয়।

শুরু থেকে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে খেলতে শুরু করলেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া। নিজের জন্মভূমি হলেও দীর্ঘদিন পরিযায়ী থাকার কারণে তাঁর এলাকা সম্পর্কে কিছু জানা নেই, তা আগেই স্বীকার করে নিলেন তিনি। 

শুক্রবার দুপুরে আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিতে আসেন বিজেপি প্রার্থী। সেখানে কর্মীদের নির্দেশ দেন, মন্দিরে যেন রাজনৈতিক স্লোগান দেওয়া না হয়। পুজো শেষে কর্মীদের খিচুড়ি পরিবেশন করেন তিনি। নিজেও খান। পরে দলের জেলা কার্যালয়ে নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া।

 পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুরেন্দ্র দাবি করেন, ‘ভূমিপুত্র’ হিসেবে তিনি আসানসোল লড়ছেন। কেন ভূমিপুত্র তাঁরা ব্যাখ্যাও করেন সাংবাদিকদের কাছে।  বাম আমলে জে কে নগর অ্যালুমিনিয়াম কারখানা বন্ধ হওয়ার পরে তিনি সপরিবার বিহারে চলে গিয়েছিলেন। তবে প্রচারে কোন বিষয়কে হাতিয়ার করতে হবে তা নিয়ে এখন কোনও সিদ্ধান্ত নেননি। কারণ হিসাবে তিনি বলেন, ‘এলাকা সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা নেই। আমাকে আরও ঘুরতে হবে। মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অসুবিধা ও বঞ্চনার কথা শুনতে হবে। তারপর কিছু বলা সম্ভব হবে।’

‘ভূমিপুত্র’ মন্তব্যে কটাক্ষ

অহলুওয়ালির এই মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বলেন, ‘উনি ভূমিপুত্র হয়েও আসানসোলের খবর রাখেননি। ভোটারেরা এর জবাব দেবেন।’ ভূমিপুত্র প্রসঙ্গে আরও কটাক্ষ করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসনও। তিনি বলেন,’যিনি এলাকায় বাস করেন, তিনিই ভূমিপুত্র হন। উনি এখানে বাস করেন না। তা ছাড়া, লড়াই কখনও ভূমিপুত্র পরিচয়ে হয় না। হয় নীতি-আদর্শের ভিত্তিতে।’

এলাকা ঘুরেই লড়াইয়ের ইস্যু

আসানসোলে বার্ন স্ট্যান্ডার্ড, হিন্দুস্তান কেব্‌লস কারখানা বন্ধ হয়েছে। একাধিক কয়লা খনি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। তবে এ সব নিয়ে জবাব দেওয়ার আগে তিনি এলাকা ঘুরে দেখে নিতে চাইছেন।  সুরেন্দ্রের বক্তব্য, ‘আমার কেন্দ্রে সাতটি বিধানসভা এলাকা আছে। প্রত্যেক এলাকায় গিয়ে বিস্তারিত জানতে হবে। তবেই এ বিষয়ে কিছু বলতে পারব।’

১৯৯৮-তে লোকসভা ভোটে আসানসোল কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন সুরেন্দ্র অহলুওয়ালিয়া। এই পরাজয়ের কারণ হিসেবে তিনি ‘বিভাজনের’ রাজনীতির দিকেই আঙুল তোলেন। তবে এ বার তার সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিজেপি প্রার্থী। 

ভোটযুদ্ধ খবর

Latest News

শুধু করলেই হবে না, বাংলার এই সরকারি কর্মীদের কাজের মানের মূল্যায়নও হবে এবার! IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার মে মাসের এই দিনে হ্যারি পটার ডে পালন করা হয়? কেন জানেন টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! জুলাই থেকে বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান, 'এমন সব জিনিস থাকবে...', জানুন ফিচার ভোটের মাঝে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় বদল, বিজ্ঞপ্তি রাজ্য অর্থ দফতরের স্পষ্ট নুসরতের বক্ষবিভাজিকা! স্ট্রেচমার্কস স্পষ্ট, কার নাম লেখালেন গোপন স্থানে মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- GT ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন একটু পরেই মাধ্যমিকের ফলপ্রকাশ! কীভাবে দেখবেন? এখানেই দেখা যাবে নিজের রেজাল্ট

Latest IPL News

IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- GT ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের IPL-এর বাকি ম্যাচে অনিশ্চিত মায়াঙ্ক, তবে পেতে পারেন BCCI-এর পেস বোলিং চুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.