অস্থায়ী ও চুক্তিভিত্তিক শ্রমিকদের ভোটের কাজ ব্যবহার করা যাবে না, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তা সত্ত্বেও অস্থায়ী ও চক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা হচ্ছে ভোটের কাজে। কমিশনের নির্দেশ না মেনে ভোট প্রশিক্ষণের কর্মশালায় চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলল সিপিএম। এই অভিযোগ নিয়ে কমিশনেরও দ্বারস্থ হয়েছে সিপিএম।
সোমবার মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে সিপিএমের এক প্রতিনিধি দল। চার সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন শমীক লাহিড়ি ও রবীন দেব। তাঁরা কমিশনের কাছে অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করে ভোটের প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, তৃণমূলের হয়ে বিজ্ঞাপন তৈরির কাজ যাঁরা করেন, তাঁদের কর্মীদের মাধ্যমে বিভিন্ন জেলায় ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে।
আরও পড়ুন। ধর্মের নামে ভোট…', নির্বাচনী লড়াই থেকে মোদীকে নিষিদ্ধ করার দাবিতে আবেদন আদালতে
এছাড়া, পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করা অভিযোগ করেছে সিপিএম। বাস, অটোর মতো বাণিজ্যিক যানেও নির্বাচনী প্রচারের হোডিং, ব্যানার লাগানো হচ্ছে। তাঁদের বক্তব্য, কোনও বাণিজ্যিক যানে হোডিং, ব্যানার লাগানো হলে, তার উপার্জনকে নির্বাচনী ব্যয় হিসাবে ধরা উচিত।
আরও পড়ুন। অবসান অপেক্ষার, অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে BJP-র প্রার্থী অভিজিৎ!
প্রসঙ্গত, এর আগে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেছিলেন, নির্বাচনী কাজে পুরসভার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের লাগানো হচ্ছে। তিনি সেই অভিযোগ নির্বাচন কমিশনেও জানিয়েছিলেন। এবার সেই একই অভিযোগ তুলল সিপিএম। এখন কমিশন কোনও পদক্ষেপ করে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন। 'শুভেন্দুকে জানাই', দলের অনুমতি নিয়েই নাকি অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন হিরণ!