বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Election Commission: প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন

Election Commission: প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন

কলকাতায় রুট মার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

কমিশনের হিসাব অনুযায়ী, একটি বিধানসভা এলাকায় কমপক্ষে ১৬ কোম্পানি বাহিনীর প্রয়োজন। সেই অনুযায়ী একটি লোকসভা কেন্দ্রের জন্য ১১২ কোম্পানি বাহিনীর প্রয়োজন।

গত লোকসভা ভোটের মতো এবারও প্রথম দফার ভোটে সব বুথে বাহিনী না থাকার আশঙ্কা তৈরি হয়েছে।  প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে ভোট। ওই আসনগুলির সব বুথে ভোট করাতে প্রায় ৩৫০ কোম্পানি বাহিনীর প্রয়োজন হবে। একই সময় অন্যান্য রাজ্য ভোট থাকার কারণে ওই সংখ্যক বাহিনী আনা সম্ভব হবে কিনা তা নিয়ে কমিশনের কাছেও প্রশ্ন রয়েছে। 

কমিশনের হিসাব অনুযায়ী, একটি বিধানসভা এলাকায় কমপক্ষে ১৬ কোম্পানি বাহিনীর প্রয়োজন। সেই অনুযায়ী একটি লোকসভা কেন্দ্রের জন্য ১১২ কোম্পানি বাহিনীর প্রয়োজন। ফলে ওই তিনটি লোকসভা কেন্দ্রে সব বুথে ৩৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। এছাড়াও ভোটের দিন নজরদারিতে বাড়তি সেনার প্রয়োজন। ফলে সবমিলিয়ে প্রথম দফায় প্রায়৩৫০ কোম্পানি বাহিনী দরকার। সূত্রের খবর, প্রথম দফায় এত সংখ্যক আধাসেনা রাজ্যের জন্য মিলবে না।

যে কারণে আশঙ্কা

প্রথম দফায় দেশের ২১ রাজ্যের ১০২টি আসনে ভোট রয়েছে। বেশ কিছু রাজ্যে আবার এক দফাতেই ভোট। ফলে সেসব রাজ্যে বাহিনীর প্রয়োজন থাকছে। তাছাড়া মণিপুরের মত রাজ্যও প্রথম দফাতেই ভোট রয়েছে। ফলে সেখানে পর্যার্চ বাহিনী মোতায়য়েন রাখতে হবে। সে কারণে কমিশনের আশঙ্কা ফলে এ রাজ্যে প্রথম দফায় সব বুথে নাও থাকতে পারে কেন্দ্রীয় বাহিনী। 

আরও পড়ুন। ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ

বিকল্প ব্যবস্থায় নজরদারি

প্রথম দফায় সব বুথে নজরদারি না রাখা গেলেও বিকল্প ব্যবস্থার মাধ্যমে বুথে উপর নজরদারি রাখা হবে। বর্তমানকে কমিশনের এক আধিকারিক বলেন, ‘তিন কেন্দ্রে এখনও পর্যন্ত ৪০ শতাংশ এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। ফলে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া না গেলে সে ক্ষেত্রে ওয়েব কাস্টিং, ভিডিও রেকর্ডিং ও সিসিটিভির নজরদারি রাখা হবে।’ 

আগেও ছিল জটিলতা

প্রথম দফায় সব বুথে বাহিনী না রাখতে পারার মতো জটিলতায় এর আগেও পড়েছে কমিশন। ২০১৯ সালের লোকসভা ভোটে প্রথম দফাতে যে দু’টি আসনে ভোট হয় তার সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে পারেনি কমিশন। তবে কমিশন সূত্রে খবর, শুধু প্রথম দফা নয়, দ্বিতীয় দফাতেও একই অনিশ্চয়তা থাকার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, প্রথম দফার আগে রাজ্যে আরও কিছু ফোর্স আসার সম্ভাবনা আছে। এখনও পর্যন্ত রাজ্যে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। ভোটের আগে আরও কিছু আসবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

নির্বাচন ঘোষণার আগে থেকেই সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার আবেদন জানাচ্ছে বিরোধীরা। প্রথম দফাতে তাদের সেই দাবিপূরণ হবে না বলে মনে করা হচ্ছে। 

ভোটযুদ্ধ খবর

Latest News

ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি!-রিপোর্ট মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.