অযোধ্য়া আর কাশীর পরে এবার বিজেপির নজরে মথুরা আর বৃন্দাবন। লোকসভা ভোটপর্ব যখন পুরোদমে জমে উঠেছে তখনই একথা জানালেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। মথুরা নিয়ে আদালত একটা ইতিবাচক বক্তব্য জানাতে পারে বলে আশাবাদী যোদী আদিত্যনাথ।
বিজয় সংকল্প নমঙ্কন যাত্রায় বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ ইন্ডিয়া জোটকেও কার্যত একহাত নেন। তিনি এই সভায় বিজেপির প্রার্থী হেমা মালিনীর হয়ে প্রচার করছিলেন।
সেই সঙ্গেই তিনি মোদী সরকারের ১০ বছরের সময়কালে যে সমস্ত উন্নয়ন হয়েছে সেকথা তুলে ধরেন। মথুরা আসন থেকে দাঁড়িয়েছেন বিজেপি এমপি হেমা মালিনী। তাঁকে শুভেচ্ছা জানান যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, তৃতীয়বারের জন্য় এই আসন থেকে লড়ছেন হেমাজী। আর অন্য পার্টির নেতারা এখনও প্রার্থী খুঁজে বেড়াচ্ছেন।
তিনি ইন্ডিয়া জোটকে সতর্ক করে বলেন মথুরা হল পবিত্রভূমি। যদি এই ভূমি সম্পর্কে অপবিত্র কিছু বলা হয় তবে তার ফলাফল ভুগতে হবে তাদের।
নারী শক্তির অপমান কিছুতেই মেনে নেবে না সাধারণ মানুষ। উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী এলাকার উন্নয়নের উপর জোর দেন। তাঁর কথায় কেউ যদি মথুরা নিয়ে উল্টো পালটা করেন তবে তার কবর তারা নিজেরাই করছেন। তিনি বলেন, মথুরা তার শিল্পকর্মের জন্য বিখ্য়াত। এর চেয়ে শিল্পকর্ম উদযাপনের জন্য এর চেয়ে ভালো ভূমি কি আর আছে?
তিনি বলেন, বিখ্য়াত অভিনেত্রী তিনি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাঁর শিল্পকর্ম গোটা বিশ্বের নজর কেড়েছে। গোটা বিশ্বজুড়ে তিনি প্রশংসা পেয়েছেন। এক্ষেত্রে যদি কংগ্রেসের এতে আপত্তি থাকে তবে কংগ্রেসকে তার ফলাফল ভুগতে হবে। হয়তো ভগবানের চোখেও তাদের ভালো কিছু হবে না।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ৬০ বছর ধরে কংগ্রেস তো ক্ষমতায় ছিল। তারা কাশী, মথুরা, অযোধ্য়া নিয়ে কিছুই ভাবেননি। সেখানকার উন্নয়ন নিয়ে তাদের কোনও উদ্যোগ ছিল না।