দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের আইটি সেলের নেতা। বর্তমানে তিনিই তমলুকের তৃণমূল প্রার্থী। আর তার বিরুদ্ধে এবার প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি একেবারে বিজেপির প্রার্থী হয়ে গিয়েছেন। লড়াই নিঃসন্দেহে হাড্ডাহাড্ডি ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একজন রাজনীতিতে একেবারে নবাগত। তবে অভিজ্ঞতা পাহাড়প্রমাণ। বিশ্বাসযোগ্যতা প্রশ্নাতীত। এমনটাই মনে করেন অনেকে। মূলত বিচারপতি থাকাকালীন তিনি যে ধরনের নজিরবিহীন রায় দিয়েছিলেন তাতেই মানুষের নজর কাড়েন তিনি।
আর অনেকের মতে, অপরজন কয়েক বছর ধরে রাজনীতিতে এসেছেন। অভিজ্ঞতা বিরাট কিছু তেমনটা নয়। তবে সোশ্য়াল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি দেবাংশু ভট্টাচার্য। তমলুকের তৃণমূল প্রার্থী।
দেবাংশু ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে সৌরভ নামে এক সফটওয়ার ডেভেলপারের করা টুইটকে শেয়ার করেছেন। সেখানে লেখা রয়েছে, যদি দেবাংশু স্বঘোষিত 'ডেমিগড' অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে তমলুক আসন থেকে হারাতে পারেন… তবে তিনি ইতিহাস তৈরি করবেন। ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্য়ায় সোমনাথ চট্টোপাধ্য়ায়কে ১৯৮৪ সালে হারিয়ে ইতিহাস তৈরি করেছিলেন…
আর এক্স হ্যান্ডেলে করা সেই পোস্ট শেয়ার করে দেবাংশু লিখেছেন খেলা হবে।
গত বিধানসভা ভোটে এই ‘খেলা হবে’ গান লিখে তৃণমূলকে বাড়তি অক্সিজেন দিয়েছিলেন দেবাংশু। সেই সময় ডিজের সঙ্গে খেলা হবে গান বাজিয়ে বাজার মাতিয়ে দিয়েছিল তৃণমূল। তবে এবার লোকসভা ভোট। খেলা হবে গানের শ্রষ্টার বিরুদ্ধে এবার কঠিন প্রতিপক্ষ। বিপরীতে লড়ছেন প্রাক্তন বিচারপতি। চাকরিপ্রার্থীদের কাছে তিনি ছিলেন ভগবান। তাঁর রায়ে টলে গিয়েছিল তৃণমূলের দুর্গ। সেই মানুষটাই আজ তমলুকের বিজেপি প্রার্থী। খেলা কতটা হবে তা নিয়ে জোর চর্চা চলছে বাংলার রাজনীতির আঙিনায়।
তবে দেবাংশুর এই টুইটের পরেই নানা ধরনের মন্তব্য করা হচ্ছে সোশ্য়াল মিডিয়ায়। একজন লিখেছেন, তোমার জমানত জব্দ হবে খোকা। অপরজন লিখেছেন, পিসি তো শুভেন্দুকেই হারাতে পারেননি। ফিরে এসেছিলেন ভবানীপুরে। অপর একজন লিখেছে কঠিন কিন্তু সম্ভব। অপর একজন লিখেছেন যদি মাসির মাসির গোঁফ দাড়ি হয় তবে তিনি মেসো হয়ে যাবেন…
তবে এই কঠিন লড়াইতে নানাভাবে দেবাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন কয়েকজন। আবার অনেকেই নানাভাবে কটাক্ষ করেছেন। তবে শেষ পর্যন্ত দেবাংশু ইতিহাস গড়তে পারবেন কি না সেটার জন্য় আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে এই আসনের প্রতি নজর রয়েছে গোটা বাংলার এটা বলাই বাহুল্য।