গান্ধী পরিবারের পোক্ত দুর্গ উত্তর প্রদেশের আমেঠি ও রায়বরেলিতে কংগ্রেসের তরফে কারা প্রার্থী হচ্ছেন, তা নিয়ে কৌতূহল লোকসভা ভোটকে কেন্দ্র করে। এদিকে, এই যাবতীয় কৌতূহলের মাঝে আমেঠি ও রায়বরেলি নিয়ে টানটান সাসপেন্স ধরে রেখে কংগ্রেস প্রকাশিত করল তাদের অষ্টম প্রার্থী তালিকা।
২০২৪ লোকসভা ভোটে এবার ১৪ টি নাম তুলে ধরে কংগ্রেস প্রকাশ করল তাদের অষ্টম প্রার্থী তালিকা। তালিকায় উত্তর প্রদেশের ৪ টি আসনের প্রার্থীর নাম রয়েছে। এর আগে, সমাজবাদী পার্টি উত্তর প্রদেশে কংগ্রেসকে ১৭ টি আসন ছেড়ে দিয়েছে। সেখানে আগের প্রার্থী তালিকায় ১৭ এর মধ্যে উত্তর প্রদেশে কংগ্রেস ৯ জনের নাম ঘোষণা করেছিল। এবার তারা আরও ৪ জনের নাম প্রকাশ্য়ে আনল। ফলে উত্তর প্রদেশের কংগ্রেসের ১৭ এর মধ্যে ১৩ টি নাম প্রকাশিত হল। তবে যে দুটি আসন নিয়ে আগ্রহ চরমে রয়েছে, সেটি হল রায়বরেলি ও আমেঠি। মূলত, গত নির্বাচনে আমেঠি থেকে রাহুল গান্ধী হয়েছিলেন প্রার্থী। আর এবার শোনা যাচ্ছে, রায়বরেলি সোনিয়া গান্ধী ছেড়ে দেওয়ার পর, সেখান থেকে প্রার্থী হতে পারেন কন্যা প্রিয়াঙ্কা। তবে তা নিয়েও দোলাচলের খবর রয়েছে। উত্তর প্রদেশের ৪ আসন ছাড়াও এদিনের তালিকায় কংগ্রেস ঘোষণা করেছে, ঝাড়খণ্ডের ৩ আসন, মধ্যপ্রদেশের ৩ আসন, তেলাঙ্গানার ৪ আসনে প্রার্থী তালিকা।
গুনা কেন্দ্রে জ্যোতিরাদিত্যর বিরুদ্ধে কে?
তালিকায় অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র মধ্যপ্রদেশের গুনা কেন্দ্রটি। মধ্যপ্রদেশের গুনায় বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী তথা গোয়ালিয়ার রাজবংশের সন্তান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেসের প্রয়াত নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধব রাও সিন্ধিয়ার সন্তান জ্যোতরাদিত্যকে গুনা কেন্দ্রে চ্যালেঞ্জ দিতে কংগ্রেস ময়দানে নামাচ্ছে রাও যাদবেন্দ্র সিংকে। উল্লেখ্য, জ্যোতিরাদিত্য যেমন কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন, তেমনই রাও যাদবেন্দ্র সিং বিজেপি ছেড়ে কংগ্রেসে ২০২৩ সালে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি মধ্যপ্রদেশের পঞ্চায়েত সদস্য। মধ্যপ্রদেশে ২০২৩ বিধানসভা ভোটের আগে রাও যাদবেন্দ্র সিং বিজেপি ছেড়ে গিয়েছেন কংগ্রেসে। তাঁর বাবা প্রয়াত দেশরাজ সিং ছিলেন বিজেপির বিধায়ক। সেই যাদবেন্দ্র এবার বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী। উল্লেখ্য, মধ্যপ্রদেশের গুনা কেন্দ্রে ওবিসি ভোটারের সংখ্যা বেশি। সেই জায়গা থেকে ওবিসি ভোটব্যাঙ্ক টানতেই রাও যাদবেন্দ্র সিংকে ময়দানে নামিয়েছে কংগ্রেস। সেখানে গোয়ালিয়ার রাজবংশের সন্তান জ্যোতিরাদিত্যর সঙ্গে যাদবেন্দ্রের টক্কর দেখতে চলেছে গুনা।