গুঞ্জন–জল্পনার এবার অবসান ঘটল। ত্রিপুরায় বিজেপি জোট করল তিপ্রা মোথার সঙ্গে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটা উত্তর–পূর্ব রাজ্যে বড় খবর বলেই মনে করা হচ্ছে। কারণ তিপ্রা মোথার প্রতিষ্ঠাতা তথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মার দল আইপিএফটি’র সঙ্গে জোটে তফসিলি জাতি–উপজাতি এবং আদিবাসীর একটা বড় ভোটব্যাঙ্কের সাহায্য পাওয়া যাবে। সেক্ষেত্রে নির্বাচনে জেতা সহজ হবে। তিপ্রা মোথা, ত্রিপুরার প্রধান বিরোধী দল। লোকসভা নির্বাচনে বিজেপি পরিচালিত সরকারের সঙ্গে জোটে যাওয়ায় বিজেপি সুবিধা পাবে। কারণ ৬০ সদস্য়ের বিধানসভায় তিপ্রা মোথারই রয়েছে ১৩জন সদস্য।
এদিকে শুধু এই লোকসভা নির্বাচনে নয়, আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনেও তিপ্রা মোথার সঙ্গে জোট থাকবে বিজেপির। এই কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ধালাই জেলায় বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী কৃতী সিং দেববর্মার সমর্থনে র্যালি বের হয়। এই র্যালি করেই মনোনয়ন জমা দেওয়া হয়। তখনই এই কথা জানান ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি। এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এই বিষয়ে ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ‘আমরা এই জোট ভবিষ্যতেও অব্যাহত রাখব। আর ত্রিপুরা রাজ্যকে সব থেকে ভাল করার কাজ একসঙ্গে করব।’
আরও পড়ুন: প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস
অন্যদিকে সম্প্রতি তিপ্রা মোথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি ত্রিপাক্ষিক চুক্তি করেছিলেন। তার আগে তিনি অনশনে বসেন। একেবারে আমরণ অনশন। আদিবাসী মানুষদের স্বার্থ রক্ষার জন্য তিনি এই আন্দোলনে নেমেছিলেন। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সাড়া দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে অনেকটাই স্বস্তি পান তিপ্রা মোথা নেতৃত্ব। তারপর এবার জোট হয়ে গেল। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য, ‘আমাদের বিরোধীরা আজ চমকে গিয়েছে যে শক্তি আজ দেখিয়েছি আমরা। তবে আমাদের সতর্ক থাকতে হবে তাদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না। যদি তারা প্ররোচনা দেয় তাহলেও আমরা নীরব থাকব। আমি দলের কার্যকর্তাদের বলে দিয়েছি একসঙ্গে কাজ করতে।’ এই বার্তা নিয়ে শুরু হয়েছে কাজও।
এছাড়া পদযাত্রা শেষে কৃতী সিং তাঁর মনোনয়ন জমা দেন আমবাসায়। পূর্ব ত্রিপুরার কেন্দ্রটি তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত। সেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃতী। এই কৃতী সিং ত্রিপুরার রাজকন্যা। প্রদ্যোৎ কিশোর দেববর্মার বড় দিদি। তিনি বিবাহিত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কথায়, ‘শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে হবে। পূর্বের নীতিকে ব্যবহার করে উত্তর–পূর্ব রাজ্যের উন্নয়ন ঘটাতে হবে। আমরা যদি একসঙ্গে থাকি তাহলে লক্ষ্যে পৌঁছতে পারব। সেটা হল–এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এখানে আদিবাসী এবং যাঁরা আদিবাসী নন তাঁরা একসঙ্গে কাজ করবেন।’ এখানের দুটি কেন্দ্র—পশ্চিম এবং পূর্ব ত্রিপুরার নির্বাচন হবে ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল।