বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > ‌দিলীপ ঘোষের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের

‌দিলীপ ঘোষের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের

দিলীপ ঘোষ

একজন নারী হয়ে আর একজন নারীর পাশে দাঁড়াতে চেয়েছেন গৃহবধূ কাজল দাস। তবে দুর্গাপুর মহকুমা আদালতের কয়েকজন আইনজীবী দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়িতে দিলীপ ঘোষের নামে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল কংগ্রেস গোটা ঘটনা নিয়ে বেশ চাপে ফেলে দিয়েছে বিজেপিকে। যার ড্যামেজ কন্ট্রোল এখনও করা যায়নি।

লোকসভা নির্বাচন এখন দুয়ারে। সুতরাং জোরদার প্রচার শুরু হয়েছে সব রাজনৈতিক দলেরই। সেখানে উঠে এসেছে বেশকিছু বেলাগাম মন্তব্য। যা নিয়ে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি। বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সরাসরি কুরুচিপূর্ণ এবং অসংসদীয় ভাষায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে আক্রমণ করেছেন। তাতে বিপাকে পড়ে যায় বিজেপি নেতৃত্ব। বাধ্য হয়ে দিলীপ ঘোষকে শোকজ করে। নির্বাচন কমিশনও শোকজ করেছে দিলীপ ঘোষকে। বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। এবার দিলীপ ঘোষের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পিতৃপরিচয় নিয়ে বেলাগাম মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। আর তার জেরে এবার বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ভোট প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাই ওই এলাকার এক গৃহবধূ দুর্গাপুর থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে বর্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪ এবং ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

এদিকে তৃণমূল কংগ্রেস গোটা ঘটনা নিয়ে বেশ চাপে ফেলে দিয়েছে বিজেপিকে। যার ড্যামেজ কন্ট্রোল এখনও করা যায়নি। আর তার মধ্যেই এবার এফআইআর হয়ে গেল। যেটা ভাবতে পারেননি দিলীপ ঘোষ। এমএএমসি টাউনশিপের বাসিন্দা কাজল দাস নামে একজন গৃহবধূ দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাতেই আলোড়ন পড়েছে। আজ, বৃহস্পতিবার ওই গৃহবধূ সংবাদমাধ্যমে বলেন, ‘‌আমি সোশাল মিডিয়ায় এবং টিভিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য শুনেছিলাম ৷ উনি আগেও এই ধরনের বহু মন্তব্য করেছেন। আমি কোনও রাজনৈতিক দল করি না। কিন্তু দিদি একজন নারী। আমিও একজন নারী। তাই একজন নারীকে এভাবে অপমানের জন্য আমি অভিযোগ দায়ের করেছি। আমি চাই ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।’‌

আরও পড়ুন:‌ আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর

অন্যদিকে একজন নারী হয়ে আর একজন নারীর পাশে দাঁড়াতে চেয়েছেন গৃহবধূ কাজল দাস। তবে দুর্গাপুর মহকুমা আদালতের কয়েকজন আইনজীবী দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়িতে দিলীপ ঘোষের নামে অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই অভিযোগ করেন, ‘‌দিলীপ ঘোষ সর্বদাই কুকথা বলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আগেও কুরুচিকর মন্তব্য করেছিলেন। মঙ্গলবার দুর্গাপুর থেকে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে বেলাগাম মন্তব্য করেন। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।’‌ তবে দিলীপ ঘোষ দুঃখপ্রকাশ করেও পার পাচ্ছেন না।

ভোটযুদ্ধ খবর

Latest News

তীরন্দাজি বিশ্বকাপে বাজিমাত ভারতের, সোনার হ্যাটট্রিক জ্যোতির দ্বিতীয় দফাতেও বাংলায় ঝপ করে কমল ভোটদানের হার, কোন কেন্দ্রে কত পড়ল জেনে নিন কাসাভের মামলায় দিইয়ে ছেড়েছিলেন ফাঁসির সাজা! আইনজীবী উজ্জ্বল নিকমকে টিকিট BJP DC vs MI: IPL-এর ইতিহাসে নিজেদের সর্বোচ্চ স্কোর দিল্লির, ভাঙল ১৩ বছর আগের রেকর্ড 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে 'ভয় করছে...' লাগাতার প্রযোজকের হাতে হেনস্থার শিকার বাংলার কৃষ্ণার! স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! 'মোদীবাবু, আপনার দাম পড়ে গিয়েছে…এমন পিএম আগে দেখিনি,' বললেন সিএম মমতা খাতায় শুধু 'জয় শ্রী রাম' লিখে পরীক্ষায় ৫০% পেলেন ৪ পড়ুয়া, ফের টেস্টে বসে মিলল… গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.