বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > সাইকেল নিয়ে ছুটছেন নদিয়ার জেলাশাসক, মানুষের সঙ্গে কথা বলছেন, কেন এমন ভূমিকায়?‌

সাইকেল নিয়ে ছুটছেন নদিয়ার জেলাশাসক, মানুষের সঙ্গে কথা বলছেন, কেন এমন ভূমিকায়?‌

সাইকেল চালিয়ে নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ।

আজই মায়াপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে সেখানে বিদেশি ভোটার যাঁরা আছেন তাঁদের সঙ্গে কথা বলেছেন। এই ভোটাররা ভারতের নাগরিকত্ব পেয়ে দীর্ঘ পাঁচটি নির্বাচনে ভোট দিয়েছেন। এমন ভোটারদের সঙ্গেও কথা বলেন। সেখান থেকে তিনি যান কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের বেলপুকুর এলাকায়। সাধারণ মানুষকে ভোট দানে উৎসাহিত করেন।

মানুষজন যদি ভোট না দেন তাহলে গণতন্ত্রের উৎসব সাফল্য পাবে না। এখন দুয়ারে লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। তবে তাতে নদিয়ার ভোট পড়ছে না। কিন্তু যাতে সব মানুষ এসে ভোট দেন তার জন্য ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে কৃষ্ণনগর প্রশাসনিক ভবন থেকে সাইকেল চালিয়ে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত এলেন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ। তারপর নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে ফেরিঘাট এমনকী টোটো এবং অটোতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান করলেন তিনি। ভোট দেওয়ার জন্য স্টিকার পোস্টার লাগিয়ে দেন দোকান এবং অটো, টোটো–তে। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে।

এখন নির্বাচনী প্রচারে শাসক–বিরোধী সব পক্ষ নেমে পড়েছে। তবে আজ, বুধবার বিকেলেই শেষ হচ্ছে প্রচার পর্ব। আগামী ১৯ এপ্রিল ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। নদিয়ায় ভোট না থাকলেও এখানের লোকসভা কেন্দ্র হয়ে উঠেছে নজরকাড়া। কারণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাজমাতা অমৃতা রায়। সুতরাং টানটান লড়াই হবে। এই আবহে ভোটারদের মধ্যে কোনওরকম ভয়–ভীতি রয়েছে কিনা তাও জানতে চান জেলাশাসক–সহ অন্যান্য আধিকারিকরা। নির্ভয়ে ভোট দেওয়ার জন্য গ্রামের মানুষকে আহ্বান জানান তাঁরা। প্রশাসন সর্বদা সাধারণ ভোটারদের পাশে থাকবে বলেও আশ্বাসও দেন জেলাশাসক।

আরও পড়ুন:‌ আজ বিকেল থেকে বন্ধ থাকবে মদের দোকান, মাথায় হাত পড়ল সুরাপ্রেমীদের, কেন?‌

এদিকে আজ, বুধবার গোটা লোকসভা কেন্দ্রের নানা এলাকায় জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সদর মহকুমাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং জেলা পরিষদ–সহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকরা। আজ স্বরূপগঞ্জ ঘাট থেকে জলপথে নৌকায় বাউল লোকসংগীত শিল্পীদের নিয়ে মায়াপুর ঘাটে যান ভাগীরথী ও জলঙ্গি নদী তীরবর্তী ভোটারদের কাছে। তাঁদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়। যাতে প্রত্যেকটি মানুষ ভোট দিতে পারেন তার জন্য প্রশাসন পাশে থাকবে বলে জানান নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ। নির্বাচন কমিশনও এখানে নজর রাখবেন বলে জানিয়েছেন। চতুর্থ দফায় কৃষ্ণনগরে ভোট আছে।

অন্যদিকে আজই মায়াপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে সেখানে বিদেশি ভোটার যাঁরা আছেন তাঁদের সঙ্গে কথা বলেছেন। এই ভোটাররা ভারতের নাগরিকত্ব পেয়ে দীর্ঘ পাঁচটি নির্বাচনে ভোট দিয়েছেন। এমন ভোটারদের সঙ্গেও কথা বলেন জেলাশাসক। সেখান থেকে তিনি জলপথে চলে যান কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের বেলপুকুর এলাকায়। সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলা এবং সাধারণ মানুষকে ভোট দানে উৎসাহিত করেন। নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ বলেন, ‘‌আমাদের নদিয়া জেলার লোকসভা নির্বাচনে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য বেশ কিছু কাজ করেছি। অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সেখানে যে কিউআর কোড আছে সেটা সম্বলিত স্টিকার অনেক জায়গায় লাগিয়ে দিলাম। যাঁরা প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন তাঁদের উৎসাহ দিলাম।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

ISL-এ ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিপক্ষে গোল করা দিয়ামানতাকোসকে চাইছেন কুয়াদ্রাত ভোট চলাকালীন প্রিসাইডিং অফিসারকে চড়, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার বিজেপি নেতা ‘‌১০ হাজার মতুয়া সিএএ’‌তে আবেদন করেছেন’‌, দাবি শান্তনুর, পাল্টা খোঁচা বিশ্বজিতের এবার বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, মালদায় তীব্র আলোড়ন আমদাবাদে পৌঁছে গেলেন নির্বাচকপ্রধান, জয় শাহর সিলমোহর পেলেই বিশ্বকাপের দল ঘোষণা! উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঘোষণা! সায়েন্সে একধাক্কায় পাশের হার ৯% কমল ঝাড়খণ্ডে পান্নুন কাণ্ডে RAW এজেন্টের নামে বিস্ফোরক দাবি ওয়াশিংটন পোস্টের, পালটা জবাব ভারত টিমের জার্সি ঘুরিয়ে জয়ের সেলিব্রেশন রণবীরের, ISL ফাইনাল ঘিরে তুমুল উত্তেজনা প্রয়োজনে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে হবে, ২ সংস্থাকে নির্দেশ মন্ত্রীর বাম জমানায় 'গুন্ডা' থেকে তৃণমূলের নেতা, কীভাবে টেন্ডার দুর্নীতি চালাত শাহজাহান?

Latest IPL News

IPL 2024-পন্তের দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখে বুক ধড়াস করে উঠেছিল,বললেন শাহরুখ ইডেনে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী, পরিণত হলেন KKR-এর সব থেকে সফল ভারতীয় বোলারে IPL 2024- অভিষেকের উইকেট নিয়ে অঙ্গভঙ্গি, কেকেআর তারকার সমালোচনায় গাভাসকর- ভিডিয়ো এই ব্যর্থতা ব্যাটিং ইউনিটের, কেকেআরের কাছে হেরে বোলারদের আড়াল করলেন ঋষভ পন্ত ইডেনে সৌরভকে চমকে দিয়ে চুমু শাহরুখের, দুই কিংবদন্তির খুনসুটিতে গৌণ হল হার-জিত ইডেনে IPL-এর এক মরশুমে সব থেকে বেশি রান, সৌরভের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সল্ট আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.