মানুষজন যদি ভোট না দেন তাহলে গণতন্ত্রের উৎসব সাফল্য পাবে না। এখন দুয়ারে লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। তবে তাতে নদিয়ার ভোট পড়ছে না। কিন্তু যাতে সব মানুষ এসে ভোট দেন তার জন্য ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে কৃষ্ণনগর প্রশাসনিক ভবন থেকে সাইকেল চালিয়ে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত এলেন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ। তারপর নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে ফেরিঘাট এমনকী টোটো এবং অটোতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান করলেন তিনি। ভোট দেওয়ার জন্য স্টিকার পোস্টার লাগিয়ে দেন দোকান এবং অটো, টোটো–তে। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে।
এখন নির্বাচনী প্রচারে শাসক–বিরোধী সব পক্ষ নেমে পড়েছে। তবে আজ, বুধবার বিকেলেই শেষ হচ্ছে প্রচার পর্ব। আগামী ১৯ এপ্রিল ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। নদিয়ায় ভোট না থাকলেও এখানের লোকসভা কেন্দ্র হয়ে উঠেছে নজরকাড়া। কারণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাজমাতা অমৃতা রায়। সুতরাং টানটান লড়াই হবে। এই আবহে ভোটারদের মধ্যে কোনওরকম ভয়–ভীতি রয়েছে কিনা তাও জানতে চান জেলাশাসক–সহ অন্যান্য আধিকারিকরা। নির্ভয়ে ভোট দেওয়ার জন্য গ্রামের মানুষকে আহ্বান জানান তাঁরা। প্রশাসন সর্বদা সাধারণ ভোটারদের পাশে থাকবে বলেও আশ্বাসও দেন জেলাশাসক।
আরও পড়ুন: আজ বিকেল থেকে বন্ধ থাকবে মদের দোকান, মাথায় হাত পড়ল সুরাপ্রেমীদের, কেন?
এদিকে আজ, বুধবার গোটা লোকসভা কেন্দ্রের নানা এলাকায় জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সদর মহকুমাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং জেলা পরিষদ–সহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকরা। আজ স্বরূপগঞ্জ ঘাট থেকে জলপথে নৌকায় বাউল লোকসংগীত শিল্পীদের নিয়ে মায়াপুর ঘাটে যান ভাগীরথী ও জলঙ্গি নদী তীরবর্তী ভোটারদের কাছে। তাঁদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়। যাতে প্রত্যেকটি মানুষ ভোট দিতে পারেন তার জন্য প্রশাসন পাশে থাকবে বলে জানান নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ। নির্বাচন কমিশনও এখানে নজর রাখবেন বলে জানিয়েছেন। চতুর্থ দফায় কৃষ্ণনগরে ভোট আছে।
অন্যদিকে আজই মায়াপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে সেখানে বিদেশি ভোটার যাঁরা আছেন তাঁদের সঙ্গে কথা বলেছেন। এই ভোটাররা ভারতের নাগরিকত্ব পেয়ে দীর্ঘ পাঁচটি নির্বাচনে ভোট দিয়েছেন। এমন ভোটারদের সঙ্গেও কথা বলেন জেলাশাসক। সেখান থেকে তিনি জলপথে চলে যান কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের বেলপুকুর এলাকায়। সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলা এবং সাধারণ মানুষকে ভোট দানে উৎসাহিত করেন। নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ বলেন, ‘আমাদের নদিয়া জেলার লোকসভা নির্বাচনে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য বেশ কিছু কাজ করেছি। অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সেখানে যে কিউআর কোড আছে সেটা সম্বলিত স্টিকার অনেক জায়গায় লাগিয়ে দিলাম। যাঁরা প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন তাঁদের উৎসাহ দিলাম।’