বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > পথ দুর্ঘটনার কবলে বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী, কাকলির মাথায় গুরুতর চোট

পথ দুর্ঘটনার কবলে বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী, কাকলির মাথায় গুরুতর চোট

পথ দুর্ঘটনার কবলে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার।

বারাসত লোকসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লকের থেকে জিতে ছিনিয়ে নিয়েছিলেন কাকলি ঘোষদস্তিদারই। ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে পর পর তিনবার জিতে বারাসত লোকসভা আসন থেকে হ্যাটট্রিক করেছেন তিনি। আর এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আরও একবার সেই কাকলি ঘোষদস্তিদারের উপরই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস।

লোকসভা নির্বাচনের প্রাক্কালে পথ দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার। এই ঘটনা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। পার্টি অফিসে যাওয়ার সময় পথ দুর্ঘটনার কবলে পড়লেন উত্তর ২৪ পরগনার বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তবে কাকলি ঘোষদস্তিদার সাংসদ ছিলেন। আবার তিনি প্রার্থী হয়েছেন ২০২৪ সালের নির্বাচনে। বারাসত কেন্দ্র থেকেই তিনি বারবার জিতে এসেছেন। সেখানে এখন নির্বাচনী প্রচার থেকে শুরু করে দলের নেতা–কর্মীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত তিনি। তাই পার্টি অফিসে যাচ্ছিলেন। তিনি মাথায় চোট পেয়েছেন। তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে আজ, বুধবার মধ্যমগ্রামের দিঘবেরিয়ায় বাড়ি থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনার কবলে পড়েন কাকলি। অন্য একটি প্রাইভেট গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তৃণমূল কংগ্রেস প্রার্থীর গাড়িতে। তার জেরেই দুর্ঘটনা ঘটে। আর মাথায় চোট পেয়েছেন কাকলি ঘোষদস্তিদার। আঘাত কতটা গুরুতর সেটা এখনও স্পষ্ট নয়। তবে পথ দুর্ঘটনার পরে দেখা যায় কাকলি ঘোষদস্তিদারের মাথায় আইস ব্যাগ দিয়ে শুশ্রুষা করছেন এক মহিলা নিরাপত্তাকর্মী। তারপর তাঁকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

আরও পড়ুন:‌ ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস, ‘‌দিদির ১০টি শপথ’‌ পূরণ ইন্ডিয়া জোটের সরকার গড়েই

অন্যদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আজ দুপুরে মধ্যমগ্রামে দিঘবেরিয়ার বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে যাওয়ার সময় পথ দুর্ঘটনাটি ঘটে। একটি প্রাইভেট গাড়ি সরাসরি কাকলি ঘোষদস্তিদারের গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। তাতে মাথায় চোট পান তিনি। প্রাথমিক চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাকলি ঘোষদস্তিদারের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির ডানদিকে পিছনের দরজা দুমড়েমুচড়ে গিয়েছে। তবে বড় বিপদ থেকে রক্ষা পেলেন বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী। কীভাবে দুর্ঘটনা ঘটল?‌ সেটি এখনও স্পষ্ট নয়। সাংসদের গাড়িতে এসে কেমন করে ধাক্কা মারল প্রাইভেট গাড়ি তা খতিয়ে দেখছে পুলিশ।

বারাসত লোকসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লকের থেকে জিতে ছিনিয়ে নিয়েছিলেন কাকলি ঘোষদস্তিদারই। ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে পর পর তিনবার জিতে বারাসত লোকসভা আসন থেকে হ্যাটট্রিক করেছেন তিনি। আর এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আরও একবার সেই কাকলি ঘোষদস্তিদারের উপরই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। পথ দুর্ঘটনার পর বারাসত হাসপাতালে যাওয়ার সময় কাকলি বলেন, ‘দলীয় কর্মসূচি ছিল। তাই পার্টি অফিসে যাচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে এগোতেই একটা গাড়ি সজোরে আমার গাড়িতে ধাক্কা মারে। এত জোরে মেরেছে যে গাড়ির চারটে দরজাই লক হয়ে যায়। মাথায় লেগেছে।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের? ‘বলি কোলের এখানে বসবি, গালে মুখটা লেগে যায়’, যৌন হেনস্তায় সাফাই অরিন্দম শীলের ‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস সতর্ক থাকুন নচেৎ হতে পারে আর্থিক ক্ষতি! কী বলছে সাপ্তাহিক রাশিফল সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী আরজি কর আবহে আরও চাপে TMC, সুখেন্দুর বিদ্রোহের মাঝে পদত্যাগ জহরের, চিঠি মমতাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.