বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা নেওয়া হবে’‌,‌ অরুণাচল প্রদেশের প্রার্থীর বিরুদ্ধে তদন্তে নির্বাচন কমিশন

‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা নেওয়া হবে’‌,‌ অরুণাচল প্রদেশের প্রার্থীর বিরুদ্ধে তদন্তে নির্বাচন কমিশন

বিজেপি (Hindustan Times)

এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আত্মবিশ্বাস তুঙ্গে উঠেছে বিজেপি নেতাদের। আর তাই রাজ্যের বিধানসভা এবং লোকসভা নির্বাচনের প্রাক্কালেই পেমার দলের এক নেতার বিতর্কিত মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে। তার উপর ওই মন্তব্যের সমর্থনে পেমার মন্তব্য বিজেপিকে বেজায় অস্বস্তিতে ফেলেছে। এই মন্তব্য নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠেছে।

চিন যখন অরুণাচল প্রদেশকে নিজের ভূখণ্ড বলে আগ্রাসী হচ্ছে তখন অরুণাচল প্রদেশের বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এখন এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপির অন্তত আরও পাঁচজন বিধায়ক। তাই বিষয়টি সামনে চলে এসেছে। এমন ঘটনা যে ঘটবে সেটা কেউ ভাবতে পারেননি। তবে অবাক হলেও এটাই বাস্তবে ঘটেছে। আজ, বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেখানে দেখা যাচ্ছে, তাওয়াং জেলার মুক্তো বিধানসভা কেন্দ্রে অন্য কোনও প্রার্থী পেমার বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেননি। সুতরাং তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না। অথচ জয় আসছে।

এদিকে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আত্মবিশ্বাস তুঙ্গে উঠেছে বিজেপি নেতাদের। আর তাই রাজ্যের বিধানসভা এবং লোকসভা নির্বাচনের প্রাক্কালেই পেমার দলের এক নেতার বিতর্কিত মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে। তার উপর ওই মন্তব্যের সমর্থনে পেমার মন্তব্য বিজেপিকে বেজায় অস্বস্তিতে ফেলেছে। অরুণাচলের লেপারাদা জেলার বাসার কেন্দ্রের বিজেপি প্রার্থী ন্যাবি দির্চির বিরুদ্ধে তাই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছে। ভাইরাল ওই ভাষণে ন্যাবিকে বলতে শোনা যাচ্ছে, যেহেতু বিজেপি সরকার তাঁকে প্রার্থী করেছে, তাই সব সরকারি কর্মী, গ্রামপ্রধান এবং পঞ্চায়েত সদস্য, যাঁরা সরকারের থেকে বেতন পান, তাঁদের উচিত তাঁকেই ভোট দেওয়া। এই মন্তব্য নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠেছে।

আরও পড়ুন:‌ দিলীপ ঘোষের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের

অন্যদিকে এমন মন্তব্যের জেরে নির্বাচন কমিশনে নালিশ করেছেন বিরোধীরা। আর সেখানে অভিযোগ তোলা হয়েছে, ন্যাবি হুঁশিয়ারিও দেন, ‘‌বিজেপির গুপ্তচররা সর্বত্র ছড়িয়ে আছে। যাঁরা নির্দেশ মেনে নিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেবেন না, তাঁদের কিন্তু শনাক্ত করা হবে। পরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমায় দোষ দেবেন না।’‌ এটা সরাসরি হুমকি দিয়ে ভোট চাওয়ার সামিল। তাই বিরোধীরা সরব হয়েছেন। এই প্রার্থী ন্যাবির পর মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বিরুদ্ধেও নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। কারণ তিনি প্রকাশ্যে বলেছেন, ‘‌যদি ন্যাবি হেরে যান তাহলে আগামী পাঁচ বছর আমি এখানে পা রাখব না।’‌ এরপরই এসব মন্তব্য নিয়ে নালিশ জানানো হয়। আর জেলা নির্বাচনী আধিকারিক সবটা দেখে জানান, নির্বাচনবিধি সংক্রান্ত নোডাল অফিসার বিষয়টির তদন্ত করছেন।

এছাড়া মুখ্যমন্ত্রী পেমার মতো বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি প্রার্থীদের মধ্যে রয়েছেন— সাগালিতে রাতু টেচি, জিরোতে হাগে আপ্পা, তালিতে জিক্কে টাকো, তালিহায় ন্যাতো ডুকোম এবং রোয়িংয়ে মুটচু মিথি। এঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বেশ কিছুদিন বাকি। এই পরিস্থিতির মধ্যে অরুণাচল প্রদেশে এনপিপির দুই বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। গত নির্বাচনে পাঁচটি আসন পেয়েছিল এনপিপি। সেই বিধায়কদের চারজনই বিজেপিতে চলে গেলেন।

ভোটযুদ্ধ খবর

Latest News

বিশ্বে সবচেয়ে সস্তা পাসপোর্টের মধ্যে রয়েছে ভারত, ভিসা ছাড়াই যেতে পারেন ৬২ দেশে তৈরি আরও ৪ স্টেশন, কলকাতার আরও এক গুরুত্বপূর্ণ রুটে শুরু মেট্রোর ট্রায়াল রান আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরের তালিকা রাজসাক্ষী হতে চান শাহজাহানের ভাই আলমগির, তাঁর দেওয়া তথ্যেই উদ্ধার বিপুল অস্ত্র সুরাটে প্রার্থী বিভ্রাট নিয়ে কড়া কংগ্রেস, নীলেশকে ছয় বছরের জন্য সাসপেন্ড তীব্র গরমের মধ্যে জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে ORS, জল রাখার নির্দেশ বোর্ডের ভোট দিলেই উপহার বিয়ার,দোসা-লাড্ডু-জুস, ফ্রিতে রাইড, তাও এল না অর্ধেক বেঙ্গালুরু ভোটপর্বের মাঝে রক্তাক্ত মণিপুর, জঙ্গি হামলায় শহিদ ২ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বাবা-মার বিচ্ছেদ কীভাবে সামলায় ১২ বছরের মীরা? বরখাকে নিয়ে জবাব ইন্দ্রনীলের ৫৪ বিমানের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ HC-র, চিরতরে বসে গেল ভারতের উড়ান সংস্থা

Latest IPL News

কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.