১০ বছরের ইউপিএ জমানার অবসান ঘটিয়ে ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল বিজেপি। প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। সংসদে প্রবেশ করার আগে নতমস্তক হয়ে প্রণাম করেছিলেন। এরপর ১০ বছর গদিতে থেকেছেন তিনি। অ-কংগ্রেসি হিসেবে সর্বোচ্চ দিন প্রধানমন্ত্রী থাকার নজির এখন মোদীর নামেই। এবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার লড়াইতে নেমেছেন তিনি। আর ভোট প্রচারে নেমেই মোদীর 'ধামাকা' দাবি। প্রধানমন্ত্রীর কথায়, '২০১৪ সাল থেকে ২০২৪ তো শুধুমাত্র স্টার্টার ছিল। এবার মেন কোর্সের জন্য তৈরি হতে হবে।' গতকাল ভোট প্রচারে রাজস্থানে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। বিগত তিনদিনে এই নিয়ে দ্বিতীবারের জন্য রাজস্থান সফরে যান তিনি। সেখানে চুরু-তে একটি জনসভায় ভাষণ দেন মোদী। সেখান থেকেই 'নয়া ভারত'-এর উল্লেখ করেন মোদী। (আরও পড়ুন: '১৫ লাখের অপেক্ষায় অনেকে ওপরে চলে গেছে', মোদীর 'প্রতিশ্রুতি' নিয়ে বেলাগাম দিলীপ)
আরও পড়ুন: বাংলার ৩ আসনে জিততে পারে বাম, কঠিন লড়াই আরও তিনে, দাবি ISI অধ্যাপকদের সমীক্ষায়
আরও পড়ুন: এবার UPI ব্যবহার করে ব্যাঙ্কে জমা করা যাবে টাকা! ভাবনাচিন্তা RBI-এর
প্রসঙ্গত, সম্প্রতি এক ব্রিটিশ দৈনি কসংবাদপত্রের রিপোর্টে দাবি করা হয়, ভারত সরকারের নির্দেশে পাকিস্তানে ২০ জন জঙ্গি নেতাকে খতম করা হয়েছে। সরকারের তরফ থেকে এই রিপোর্টকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে এরই মাঝে প্রধানমন্ত্রী মোদীর ইঙ্গিতবহ মন্তব্য, 'নতুন ভারত ঘরে ঢুকে মারে। আজ শত্রুরাও জানে যে এটা মোদী, এটা নতুন ভারত।' এরপরই মোদী বলেন, 'এখনও পর্যন্ত যা হয়েছে, তা শুধুমাত্র ট্রেলার। এই মোদী ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত যা করেছে, তা স্টার্টার। এবার মেন কোর্সের জন্য প্রস্তুত হয়ে যান। এখনও অনেক কিছু করা বাকি আছে। অনেক স্বপ্ন আছে। সেগুলো পূরণ করতে হবে। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।'
আরও পড়ুন: আরও পরিবর্তন পাঠ্যপুস্তকে, NCERT-র বই থেকে মুছে গেল বাবরি ধ্বংস, গুজরাট দাঙ্গা
এরপর পূর্বতন ইউপিএ সরকারকে আক্রমণ শানিয়ে মোদী বলেন, 'যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল। কংগ্রেসের বড় বড় দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। গোটা বিশ্বে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। স্বাধীনতার এতবছর পরেই মানুষ মৌলিক অধিকারের জন্য কষ্ট করছিল। মানুষ ভেবেছিল কিছুই বদলাবে না। সবাই হতাশায় ডুবে গিয়েছিল। এই হতাশার মধ্যেই ২০১৪ সালে আপনারা এই গরিবের ছেলেকে সেবা করার সুযোগ দিয়েছিলেন। এরপর থেকে সেই হতাশা আর মোদীর ধারে কাছেও আসতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরিস্থিতি বদলাতে হবে। এই আবহে আমরা ভারতীয়রা দেশকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছি। আজ গোটা দেশে মোদীর গ্যারান্টি নিয়ে আলোচনা হয়।'