বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Bharat Jodo Nyay Yatra: ন্যায় যাত্রায় শ্বশুরবাড়ি মোরাদাবাদে প্রিয়াঙ্কা গান্ধী, দিলেন বিশেষ বার্তা

Bharat Jodo Nyay Yatra: ন্যায় যাত্রায় শ্বশুরবাড়ি মোরাদাবাদে প্রিয়াঙ্কা গান্ধী, দিলেন বিশেষ বার্তা

রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী।  (Congress-X)

এদিন ন্যায় যাত্রায় অংশগ্রহণ করে প্রিয়াঙ্কা বলেন, ‘সাসুরালওয়ালো...আমি এখানে এসে খুব খুশি। আজ আমি এই ন্যায় যাত্রায় অংশগ্রহণ করতে পেরে খুব খুশি। বিশেষ করে এই যাত্রায় আমি প্রথমবার আমার শ্বশুরবাড়ি এসেছি৷’ এরপরে উত্তরপ্রদেশে পরিবর্তনের আহ্বান জানান প্রিয়াঙ্কা গান্ধী। 

ভারত জোড়ো ন্যায় যাত্রায় শনিবার উত্তরপ্রদেশের মোরাদাবাদে যোগ দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। দাদা রাহুল গান্ধীর পাশেই হুড খোলা গাড়িতে চড়ে তিনি ন্যায় যাত্রায় অংশ নেন। ন্যায় যাত্রায় এই প্রথমবার দাদার পাশে প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে দেখা গিয়েছে। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা হলেন মোরাদাবাদের ভূমিপুত্র। সেই অর্থে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ি হল মোরদাবাদে। তাই ন্যায় যাত্রায় যোগ দিয়ে মোরাদাবাদবাসীকে ‘সসুরালওয়ালো’ অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন বলে সম্বোধন করলেন প্রিয়াঙ্কা। আর তাতে সাড়াও দিলেন আমজনতা।

আরও পড়ুন: ভারত জোড়ো ন্যায় যাত্রায় অশান্তি, রাহুল সহ ১১ কংগ্রেস নেতাকে তলব অসম CID-র

এদিন ন্যায় যাত্রায় অংশগ্রহণ করে প্রিয়াঙ্কা বলেন, ‘সসুরালওয়ালো...আমি এখানে এসে খুব খুশি। আজ আমি এই ন্যায় যাত্রায় অংশগ্রহণ করতে পেরে খুব খুশি। বিশেষ করে এই যাত্রায় আমি প্রথমবার আমার শ্বশুরবাড়ি এসেছি৷’ এরপরে উত্তরপ্রদেশে পরিবর্তনের আহ্বান জানান প্রিয়াঙ্কা গান্ধী। জনগণকে সম্বোধন করে কংগ্রেস নেত্রী বলেন, ‘মহিলা, যুবক এবং কৃষকদের প্রতি অবিচার করা হচ্ছে। তাই পরিবর্তনের প্রয়োজন রয়েছে। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন। এই যাত্রার সঙ্গে ন্যায় শব্দটি যুক্ত কারণ দেশের নারী, যুবক ও কৃষকদের প্রতি অবিচার করা হচ্ছে। আপনি যদি পরিবর্তন না আনেন, আপনার পরিস্থিতির পরিবর্তন হবে না।’

ন্যায় যাত্রা থেকে প্রিয়াঙ্কা গান্ধী দেশে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি নিয়ে সরব হন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আন্দোলনকারী কৃষকদের কথা না শুনছে না বলেও অভিযোগ করেন। তিনি বলেন, ’দেশে বেকারত্ব ও মূল্যস্ফীতি ক্রমাগত বাড়ছে। কৃষকরা বিক্ষোভ করছে। কিন্তু সরকার তাদের কথা শুনছে না।’

বিজেপি শাসিত রাজ্যে বিতর্কিত বুলডোজার অ্যাকশনের কথা উল্লেখ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেছেন, সরকার শুধু নিরপরাধদের বাড়ি লক্ষ্য ভাঙছে। উত্তরপ্রদেশে দোষীদের ওপর বুলডোজার চলে না, যারা নিরপরাধ তাদের বাড়িতে বুলডোজার চালানো হয়। উল্লেখ্য, আজ রবিবার উত্তরপ্রদেশে ন্যায় যাত্রা শেষ হচ্ছে। সেখানে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে একসঙ্গে দেখা যাবে। উত্তরপ্রদেশে মোরাদাবাদ আসন ভাগ নিয়ে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে জট তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই আসন সমাজবাদী পার্টিকে ছেড়ে দিয়েছে কংগ্রেস। প্রিয়াঙ্কার সঙ্গে অখিলেশ যাদবের টেলিফোনে কথায় এনিয়ে জট কেটেছে।

ভোটযুদ্ধ খবর

Latest News

চিনার পার্কের ৫ রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, নতুন বছরে পুড়ে ছাই স্ট্রিক্ট ডায়েটকে ফাঁকি দিয়ে ফুচকা খেতে যান ভিকি! বললেন, ‘কয়েক মাস না পেলেই…’ ফিল্ডিংয়ে চমক মুস্তাফিজের, বাংলাদেশ তারকার দুরন্ত ক্যাচে চমকে গেলেন সবাই- ভিডিয়ো ভূতুরে ভোটার গিজগিজ করছে, অবাক করা হিসেব, একী কাণ্ড তিরুপতিতে মৃত্যুর মুখে উপস্থিত বুদ্ধিতে ৯ মাসের সন্তানের প্রাণরক্ষা মায়ের,সিডনিতে যা ঘটেছে KKR জিততেই শাহরুখের সঙ্গে মাঠে আব্রাম, কিন্তু গম্ভীর হয়ে কেন বসে অনন্যা-সুহানা ব্যর্থ হল রোহিতের ধ্বংসাত্মক শতরান, ধোনির তিন ছক্কাই ম্যাচ জেতাল চেন্নাইকে লোকসভার আগে কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ খুলতেই উদ্ধার ১১ লক্ষ নগদ টাকা কোনও তল্লাশি-অভিযান হয়নি, কপ্টারকাণ্ডে অভিষেকের দাবি উড়িয়ে দিলেন আইটি আধিকারিক ‘আমাকে কম দেখা গেলেও নিখোঁজ ছিলাম না’ ভোটের আগে সাফাই দেবের

Latest IPL News

ফিল্ডিংয়ে চমক মুস্তাফিজের, বাংলাদেশ তারকার দুরন্ত ক্যাচে চমকে গেলেন সবাই- ভিডিয়ো ব্যর্থ হল রোহিতের ধ্বংসাত্মক শতরান, ধোনির তিন ছক্কাই ম্যাচ জেতাল চেন্নাইকে জয়পুরের মিউজিয়ামে বসছে বিরাটের মূর্তি, ছবি সামনে আসতেই হাসির রোল নেটমাধ্যমে ভিডিয়ো- প্রাক নববর্ষে মেজাজে নাইটরা, গুরবাজদের সঙ্গে রেস্তোরাঁয় গেলেন কোচ পণ্ডিত মাঠে নেমেই হার্দিকের বলে পরপর ৩টি ছক্কা, ওয়াংখেড়ে উত্তাল ধোনি ধামাকায়- ভিডিয়ো ক্যাচ ধরার চেষ্টায় প্যান্ট খুলে গেল রোহিত শর্মার! হেসেই খুন সতীর্থরা- ভিডিয়ো ‘খেটে খাও, সস্তায় রান মিলবে না’, LSG ব্যাটারদের কাজ কঠিন করার কৌশল ফাঁস শ্রেয়সের মুম্বইয়ে ঝাল খাবার খেয়ে একেবারে নাজেহাল স্টিভ স্মিথ-ভিডিয়ো ভিডিও-ওয়াংখেড়েতে প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে ঘিরে উচ্ছাস সমর্থকদের পাখির মতো শরীর ছুঁড়ে দুরন্ত ক্যাচ রমনদীপের, ইডেনে অনবদ্য ফিল্ডিং নাইটদের- Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.