মণিপুরের অন্তত ১১টি বুথে ফের ভোট করার নির্দেশ দিল কমিশন। হিংসার জেরে অন্তত ৪৭টি বুথে ভোট চেয়েছিল কংগ্রেস। তবে কমিশনের তরফে জানানো হয়েছে সব মিলিয়ে ১১টি বুথে ফের ভোট করাতে হবে।
মণিপুরের অন্তত ৪৭টি বুথে ফের ভোট চেয়েছিল কংগ্রেস। এনিয়ে সাংবাদিক বৈঠকে জোরালো আওয়াজ তুলেছিল তারা। ভোটপর্বে ভয়াবহ হিংসার অভিযোগ তুলেছে কংগ্রেস। এর জেরে ফের ভোটের দাবি তুলেছিলেন তারা।
কংগ্রেস দলের তরফ থেকে শুক্রবার যুদ্ধবিধ্বস্ত মণিপুরের ৪৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। যেখানে ইনার মণিপুর আসনের সমস্ত বুথে এবং রাজ্যের দুটি সংসদীয় আসন আউটার মণিপুর আসনের কয়েকটি বুথে শুক্রবার ভোটের প্রথম দফা অনুষ্ঠিত হয়েছিল। কংগ্রেসের দাবি একাধিক ক্ষেত্রে ভোট সংক্রান্ত হিংসার ঘটনা হয়েছে। যার জেরে ফের ভোটগ্রহণের দাবি জানিয়েছে তারা।
আউটার মণিপুরের বাকি অঞ্চলগুলিতে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল।
প্রদেশ কংগ্রেস সভাপতি কেইশাম মেঘচন্দ্র সিং শুক্রবার সাংবাদিকদের বলেন, আমরা ভারতের নির্বাচন কমিশন, মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারদের কাছে অনিয়ম ও গুরুতর কারচুপির বিষয়ে অভিযোগ জানিয়েছি। আমরা ইনার মণিপুরের ৩৬টি এবং আউটার মণিপুরের ১১টি বুথে পুনর্নির্বাচনের জন্য অভিযোগ লিখেছি।