বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Purulia Bankura Jhargram Panchayat Vote Results Update:জঙ্গলমহলে দাপুটে মেজাজে এগোচ্ছে ঘাসফুল! পঞ্চায়েতের ট্রেন্ড একনজরে

Purulia Bankura Jhargram Panchayat Vote Results Update:জঙ্গলমহলে দাপুটে মেজাজে এগোচ্ছে ঘাসফুল! পঞ্চায়েতের ট্রেন্ড একনজরে

পঞ্চায়েত ভোটের ফলাফলের লাইভ আপডেটে নজর রাখুন।  (PTI)

গত ৮ জুলাই ভোটের পর ১১ জুলাই ফলাফল প্রকাশিত হচ্ছে। মাঝে ১০ জুলাই বাংলার একাধিক কেন্দ্রে হয়েছে পুনর্নিবাচন। দেখে নেওয়া যাক, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে পঞ্চায়েত ভোটের ফলাফলের চিত্রটা ঠিক ক

গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি মিলিয়ে মঙ্গলবার ২০২৩ পঞ্চায়েত ভোটের ফলাফল গণনা চলছে। সারা রাজ্যের মতোই জঙ্গলমহলে ভোটের ফলাফল ঘিরে রয়েছে সকলের চোখ। গত ৮ জুলাই ভোটের পর ১১ জুলাই ফলাফল প্রকাশিত হচ্ছে। মাঝে ১০ জুলাই বাংলার একাধিক কেন্দ্রে হয়েছে পুনর্নিবাচন। দেখে নেওয়া যাক, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে পঞ্চায়েত ভোটের ফলাফলের চিত্রটা ঠিক কী?

দুপুর ২ টো নাগাদ পাওয়া খবরে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের নিরিখে পুরুলিয়াতে ভোটের আসন মোট ২৪৭৬ টি। সেখানে সব কয়টি আসনে হয়েছে ভোট। ২০১ আসনে পুরুলিয়ায় জিতে গিয়েছে তৃণমূল। তারা ২৭১ টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি জিতে গিয়েছে ৫৮ টি আসনে। তারা ১০৭ টি আসনে এগিয়ে রয়েছে পুরুলিয়ায়। সিপিআই এখানে এখনও খাতা খুলতে পারেনি। এককালের লালদুর্গ পুরুলিয়ায় সিপিআইএম জিতেছে  ২৬ টি আসছে, এগিয়ে রযেছে ৮৬ আসনে। কংগ্রেস এখানে ৫ টি আসন দখল করেছে। তারা ৩৪ আসনে এগিয়ে। 

(শুভেন্দুর হোম গ্রাউন্ডে পঞ্চায়েত ভোটের ফলাফল কী বলছে? একনজরে দুই মেদিনীপুর)

(WB Panchayat Election Result 2023 Live: সিপিএমের টিকিটে জিতে গণনা কেন্দ্রেই দল বদলে তৃণমূলে জয়ী প্রার্থী)

বাঁকুড়ায় গ্রাম পঞ্চায়েত আসন ৩১২৯ টি। সব আসনে হয়েছে প্রতিদ্বন্দ্বিতা। এখানে দুপুর ২ টোর আগের ফলাফল অনুযায়ী ৯৮ টিতে তৃণমূল জিতেছে, এগিয়ে রয়েছে ৮৮ টিতে। ২৫ টিতে বিজেপি জিতেছে, এগিয়ে রয়েছে ৩১টিতে। সিপিআইএম ১২টিতে জিতেছে এগিয়ে রয়েছে ২১টিতে। কংগ্রেস ১ টিতে জিতেছে এগিয়ে রয়েছে ২ টিতে। 

ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েতের নিরিখে মোট আসন সংখ্যা ১০০৭টি। সেখানে সব আসনে হয়েছে পঞ্চায়েত ভোটের লড়াই। এখানে দুপুর ২ টোর আগের ফলাফল অনুযায়ী, ঝাড়গ্রামে ১৪০ টিতে তৃণমূল জিতেছে ২৮টিতে এগিয়ে। ৩১ টিতে বিজেপি জিতেছে, ১১টিতে তারা এগিয়ে। ৫টিতে সিপিআইএম জিতেছে আর ৬টিতে তারা এগিয়ে। বাকিরা ৩৭ টিতে এগিয়ে, আইএনডি ১৮ টি আসন জিতেছে। 

দুপুর ২.৩০ মিনিটের পর আসা ভোটের ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েত আসনে পুরুলিয়ায় ৪৪৪ টি আসনে জয়ী তৃণমূল, এগিয়ে ১৮৪ তে। বিজেপি এগিয়ে ৭৭ আসনে, জিতেছে তারা ১২৪ টি আসন। ৪৫ আসনে জিতেছে সিপিআইএম তারা এগিয়ে ৬৩তে। ২৪ আসনে জিতেছে কংগ্রেস। তারা এগিয়ে ২৫ টিতে।

ঝাড়গ্রামে দুপুর ২.৩০ মিনিটের পর আসা ভোটের ফলাফল অনুযায়ী, ২৫৪ আসনে তৃণমূল জিতেছে, ৩০ টিতে এগিয়ে, বিজেপি এগিয়ে ১০টিতে, তারা জিতেছে ৪৬ আসনে। ১০টিতে জিতেছে সিপিআইএম, ৫টিতে তারা এগিয়ে। কংগ্রেসের আসন সংখ্যা শূন্য।

বাঁকুড়ায় দুপুর ২.৩০ মিনিটের পর আসা ভোটের ফলাফল অনুযায়ী, ২৭২ আসনে জয়ী তৃণমূল। ৭২টিতে এগিয়ে তারা। ৭১ আসনে দিতেছে বিজেপি। এগিয়ে রয়েছে ২৪ টিতে। ২৯টিতে সিপিআইএম জয়ী, তারা ১৪ টিতে এগিয়ে রয়েছে। ২২টিতে কংগ্রেস এগিয়ে রয়েছে, জয়ী ৮ আসনে।

এদিকে, জেলা পরিষদের নিরিখে ঝাড়গ্রামে ১৯ টি আসন।  পুরুলিয়ায় ৪৫ টি ও বাঁকুড়ায় ৫৬ টি জেলা পরিষদ রয়েছে। তার মধ্যে শেষ পাওয়া খবর অনুযায়ী বাঁকুড়ায় ১ টিতে জয় তৃণমূলের, ৭ টিতে এগিয়ে।  

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পঞ্চায়েত সমিতির ভোটে ঝাড়গ্রামে ২১০ আসনের মধ্যে ৮০ টিতে জয়ী তৃণমূল, ৯টিতে তারা এগিয়ে। ৩ টিতে জয়ী বিজেপি, ১ টিতে তারা এগিয়ে। 

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বাঁকুড়ায় ৫৬১ আসনের মধ্য়ে পঞ্চায়েত সমিতিতে তৃণমূলে এগিয়ে ১১টিতে, ৬১ টিতে জয়ী। ২টিতে জয়ী বিজেপি, ৭টিতে তারা এগিয়ে, সিপিআইএম জয়ী ১টিতে, ৯ টিতে এগিয়ে।   

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পঞ্চায়েত সমিতির ভোটে পুরুলিয়ায় ৪৯৬ আসনে ১১০ আসনে জয়ী তৃণমূল। ৪০ আসনে এগিয়ে তারা। ৬ আসনে জয়ী বিজেপি। ১৩ আসনে তারা এগিয়ে। ৩ আসনে এগিয়ে সিপিআইএম ও ৩ আসনে জয়ী তারা।

সর্বশেষ পাওয়া খবরে জেলা পরিষদের নিরিখে বাঁকুড়ার ৫৬ টি আসনের মধ্যে ১০ টিতে জয়ী তৃণমূল, তারা এগিয়ে ৩টিতে। পুরুলিয়ায় ৬টিতে এগিয়ে তৃণমূল। 

রাত ৯ টার  পর , পুরুলিয়ায় গ্রাম পঞ্চায়েতের আসনে ১৩৭৯ এ জয়ী তৃণমূল তারা এগিয়ে ৫৯ আসনে। ৩৮৪টি আসনে জয়ী বিজেপি তারা এগিয়ে ২২ আসনে। সিপিআই ১ আসনে জয়ী, ১১৮ আসনে জয়ী সিপিআইএম। ৬টিতে তারা এগিয়ে। ১০৯ আসনে জয়ী কংগ্রেস, এগিয়ে ১টিতে। 

রাত ৯ টার পর, বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের আসনে ১০৪৭ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ১২৪ টিতে তারা এগিয়ে। ৩৫২ আসনে জয়ী বিজেপি, তারা এগিয়ে ৬৩টিতে। সিপিআইএম ৯৯টিতে জয়ী এগিয়ে ৩৫ টিতে। ৬টিতে জয়ী কংগ্রেস।

রাত ৯ টার পর, ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েত আসনে ৬২২টি আসনে জয়ী তৃণমূল। ৫টিতে তারা এগিয়ে। ১১৮ টিতে বিজেপি জয়ী। ২টিতে এগিয়ে। ১ টি আসনে জয়ী সিপিআই। সিপিআইএম জয়ী ২২টিতে। তারা এগিয়ে ১টিতে।

 

 

 

 

 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ব্যবস্থা করল স্বাস্থ্যভবন, হেল্পলাইন নম্বর পুলিশের ঘরের ছেলে ঘরে ফিরল ১৮ বছর পর! আবেগে ভাসল পরিবার গান গাইছিলেন হার্ডি সান্ধু, হঠাৎ এসে ধরে নিয়ে গেল পুলিশ? কী জানা যাচ্ছে? অনেকটা পিছিয়ে পড়েছে ইংল্যান্ড: নাসের হুসেনের চিন্তায় বাটলারদের পারফরমেন্স আন্দোলনের নামে বাজার থেকে এত টাকা তুলেছেন? জুনিয়র ডাক্তারদের তলব করল পুলিশ '৫ বাচ্চা হলে তবেই বিয়ে করব', বউকে শর্ত বেঁধে দিয়েছিলেন কেজরিকে হারানো পরবেশ! অভিনেতা হওয়ার ইচ্ছেই ছিল না! তাহলে কেরিয়ার নিয়ে কোন স্বপ্ন দেখেছিলেন সলমন খান? শুভশ্রীকে জড়িয়ে হাউহাউ কান্না, এদিকে হাসি ইউভান-ইয়ালিনির মায়ের মুখে, কী হচ্ছে? Ranji Trophy: কেরলের নীধীশের পাঁচ উইকেট! প্রথম দিনে জম্মু ও কাশ্মীর তুলল ২২৮/৮ পুরুলিয়ায় পথ দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস, কতজন মৃত?‌ শিশু–মহিলা নিয়ে আহত ১৩

IPL 2025 News in Bangla

ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.