পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোট ২০২৩ ঘিরে ভোট গ্রহণ হয়েছে গত ৮ জুলাই। ভোট ঘিরে হিংসার জেরে ১০ জুলাই সোমবার বেশ কিছু এলাকায় হয়েছে পুর্ননির্বাচন। এরপরই ১১ জুলাই সকাল থেকে শুরু হয় ভোট গণনা। গণনার প্রাথমিক পর্যায় থেকেই দেখা যায় গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সমস্ত দিক থেকেই ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এদিকে, লড়াই দিচ্ছে বিজেপি, বাম ও কংগ্রেস। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর ঘিরে ভোটের ছবি একনজরে দেখে নেওয়া যাক।
শেষ পাওয়া খবরে, গ্রাম পঞ্চায়েত দখলের নিরিখে পূর্ব মেদিনীপুরে ৪২৯০ টি আসনের মধ্যে সব কয়টিতেই লড়াই হয়েছে। সেখানে ১২ টি তৃণমূল জিতে গিয়েছে ও ১৫৮ টি তে এগিয়ে রয়েছে। বিজেপি ৫ টিতে জিতে ৮৯ টিতে এগিয়ে রয়েছে। সিপিআই ১ টিতে এগিয়ে, সিপিআইএম ১৫ টিতে এগিয়ে, ১ টিতে জিতেছে। কংগ্রেস এগিয়ে একটিতে।
পশ্চিম মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতের নিরিখে ৩৮৮১ টি আসনে হয়েছে ভোট। ৬৫ আসন সেখানে জিতে ফেলেছে তৃণমূল। ৮১ টি আসনে তারা এগিয়ে। ফলে এলাকা র পর এলাকা জুড়ে উড়ছে সবুজ আবীর। বিজেপি ৭ টি জিতেছে, এগিয়ে রয়েছে ৩৭ টিতে। সিপিআই ১টিতে এগিয়ে, সিপিআইএম ২ টিতে জিতেছে, ১১টিতে এগিয়ে। কংগ্রেস এখানে ১ টি আসনে জয়লাভ করেছে।
এদিকে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী নিজে যে বুথের ভোটার, সেখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। ভোটের দিনই দেখা গিয়েছে, বুথ আঁকড়ে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিকে দুপুর ২.৩০ মিনিটের পর আসা তথ্য অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে ৮৬ আসনে তারা এগিয়ে, ৫১৫টিতে জয়ী। ৫৮ আসনে এগিয়ে বিজেপি। ২৭৮ টি আসন দখলে রেখেছে তারা। সিপিআই ৫ টি আসনে জয়ী। ১২ আসনে জয়ী সিপিআইএম, ১৭ টিতে তারা এগিয়ে। ৩ টি আসনে জয়ী কংগ্রেস, ১ টিতে তারা এগিয়ে।
পশ্চিম মেদিনীপুরে দুপুর ২.৩০ মিনিটে আসা তথ্য অনুযায়ী,১১৮ আসনে এগিয়ে তৃণমূল, ৬৭১টিতে তারা এগিয়ে। ৩০ টিতে এগিয়ে বিজেপি, ১২২ আসনে তারা জয়ী। ২৩ টি আসনে জয় সিপিআইএমের, ১১টিতে তারা এগিয়ে। ১ আসনে জয়ী কংগ্রেস।
এদিকে, পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদের ৬০ টি আসন। সেখানে ৭টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। সন্ধ্যে ৬ টা নাগাদ এই আপডেট উঠে এসেছে।
পশ্চিম মেদিনীপুরের পঞ্চায়েত সমিতির ভোটে ৬৩১ আসনে ২৫০ টি আসনে জয়ী তৃণমূল। ২৫টিতে তারা এগিয়ে। ৮টিতে জয়ী বিজেপি, ১২ টি এগিয়ে। ২টিতে জয়ী সিপিআইএম ও ১টিতে তারা এগিয়ে।
পূর্ব মেদিনীপুরে ৬৬৫ আসনে ১১৯টিতে পঞ্চায়েত সমিতির আসনে জয়ী তৃণমূল, এগিয়ে রয়েছে ২৭টি আসনে। ৫১ টি আসনে বিজেপি জয়ী, ২৮ টি আসনে এগিয়ে তারা।
পূর্ব মেদিনীরপুরে রাত ৯ টার পর গ্রাম পঞ্চায়েতের ভোটে ১৯৩৯ টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ৬১ আসনে এগিয়ে তারা। ১৩০০টি আসনে জয়ী বিজেপি, ২৯ টিতে এগিয়ে তারা। ১০ আসনে জয়ী সিপিআই। ১টিতে তারা এগিয়ে। ৮০ আসনে সিপিএমন জয়ী ৫ টিতে এগিয়ে। ১৯ আসনে জয়ী কংগ্রেস ৩টিতে তারা এগিয়ে।
পশ্চিম মেদিনীপুরে ২১৫৮ আসনে গ্রাম পঞ্চায়েতের ভোটে জয়ী তৃণমূল, ৩৯ আসনে এগিয়ে তৃণমূল। ৪৮৯ তে জয়ী বিজেপি, তারা এগিয়ে রয়েছে ১০ আসনে। এক আসনে সিপিআই জয়ী। ৮২ আসনে জয়ী সিপিআইএম তারা এগিয়ে ৩ আসনে। ৩ আসনে জয়ী কংগ্রেস।