বাংলা নিউজ > ভোটযুদ্ধ > UP Poll 2022: 'অখিলেশ আধুনিক যুগের অউরাঙ্গজেব', ব্যক্তিগত আক্রমণকে অস্ত্র করে সরব বিজেপির শিবরাজ

UP Poll 2022: 'অখিলেশ আধুনিক যুগের অউরাঙ্গজেব', ব্যক্তিগত আক্রমণকে অস্ত্র করে সরব বিজেপির শিবরাজ

অখিলেশ যাদব ও মুলায়ম সিং যাদবের সম্পর্ক ঘিরে ব্যক্তিগত আক্রমণ শিবরাজ সিং চৌহানের। 

উত্তরপ্রদেশের দেউরিয়াতে সভা করছিলেন শিবরাজ সিং চৌহান। সভামঞ্চ থেকে শিবরাজ বলেন,'অখিলেশ হলেন বর্তমান যুগের অউরাঙ্গজেব। যিনি নিজের বাবার কাছে অনুগত থাকতে পারেন না, তিনি কীভাবে আপনাদের কাছে অনুগত থাকবেন?'

এবার ব্যক্তিগত আক্রমণে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের পারদ চড়ালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট শিবরাজ সিং চৌহান। রবিবার উত্তরপ্রদেশের দেওরিয়াতে ভোট প্রচারে যান শিবরাজ। সেখানে তিনি মূলত টার্গেটে রাখেন সমাজবাদী পার্টিকে। সুর চড়িয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে আধুনিক যুগের অউরাঙ্গজেব বলে কটাক্ষ করেন শিবরাজ সিং চৌহান।

সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের দেউরিয়াতে সভা করছিলেন শিবরাজ সিং চৌহান। সভামঞ্চ থেকে শিবরাজ বলেন,'অখিলেশ হলেন বর্তমান যুগের অউরাঙ্গজেব। যিনি নিজের বাবার কাছে অনুগত থাকতে পারেন না, তিনি কীভাবে আপনাদের কাছে অনুগত থাকবেন?' সুর চড়িয়ে শিবরাজ সিং চৌহান বলেন, 'মুলায়ম সিং নিজেও এমনই বলেছেন...অউরাঙ্গজেব নিজের বাবাকে কারাবন্দি করেছিলেন, নিজের ভাইদেন মেরেছিলেন, মুলায়ামজি নিজে বলেছিলেন যে, তাঁকে অখিলেশ যা অপমান করেছেন তা আর কেউ করেননি।' তবে এই প্রথম যে মোঘল সম্রাটদের নিয়ে অখিলেশের তুলনা টেনে বিজেপি নেতারা তোপ দেগেছেন সমাজবাদী পার্টির বিরুদ্ধে, তা নয়। এর আগেও বহু বিজেপি নেতা মুলায়ম-পুত্রকে ঘিরে কটাক্ষের তোপ দাগেন।

এর বছর খানেক আগে যোগী আদিত্যনাথ একটি টুইটে লিখেছিলেন যে, 'যিনি নিজের বাবাকে উরাঙ্গজেবের মতো মসনদ থেকে সরিয়েছেন, হাত মিলিয়েছেন শত্রুর সঙ্গে। মে মাসের ২৩ তারিখের পর তাঁরা ফের একে অপরের সঙ্গে ঝগড়া করবেন। এই এই ‘মহামিলাবটি’ লোকেরা বন্যার সময় একসাথে আসা বিছে, ব্যাঙ ও সাপের মতো আচরণ করছেন।' উল্লেখ্য, ২০১৯ লোকসভায় অখিলেশের সমাজবাদী পার্টি বিজেপি বিরোধী শিবিরের জোটে হাত মেলায়। তার প্রেক্ষিতেই এসেছিল যোগীর এই টুইট। এবার যোগীর নিজের গড় উত্তরপ্রদেশের ২০২২ বিধানসভার রণাঙ্গনে অখিলেশকে একহাত নিতে বিজেপির অস্ত্র সেই মুঘল সম্রাটের সঙ্গে অখিলেশের তুলনা প্রসঙ্গ।

বন্ধ করুন