বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ফাঁসির মঞ্চে যাওয়ার কথা ছিল না? আমরা অপেক্ষা করে আছি: ‌অভিষেককে আক্রমণ শুভেন্দুর

ফাঁসির মঞ্চে যাওয়ার কথা ছিল না? আমরা অপেক্ষা করে আছি: ‌অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

শুভেন্দু বলছিলেন, ‘‌লালা, অনুপ মাজিদের টাকা কারা নিত?‌ সেই টাকা যে তোলাবাজ ভাইপোর বাড়িতে গেছে সবাই জানে।’‌

‌কয়লা কাণ্ডে সাংসদ তথা তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ দিয়েছে সিবিআই। রবিবার আসানসোলে এ প্রসঙ্গে সরাসরি অভিষেককে বিঁধলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অভিষেককে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, ‘‌ফাঁসির মঞ্চে যাওয়ার কবে একটা কথা ছিল না?‌’‌ তবে তিনি এটাও বলেছেন, ‘‌আমরা ফাঁসি চাই না। আমরা চাই যে মানুষ দেখুক। এই অন্যায় আর পাপের শাস্তি হবেই। এর বিকল্প নেই।’‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ওরফে রুজিরা নারুলাকে এর আগে একাধিক সভায় নাম না করে আক্রমণ করেছেন শুভেন্দু। সে কথাও এদিন মনে করিয়ে দেন বিজেপি নেতা। শুভেন্দু বলছিলেন, ‘‌লালা, অনুপ মাজিদের টাকা কারা নিত?‌ সেই টাকা যে তোলাবাজ ভাইপোর বাড়িতে গেছে সবাই জানে। আমি তমলুকের একটা সভায় বলেছিলাম থাইল্যান্ডের ব্যাঙ্ককের কাশিকর্ন ব্যাঙ্কের এক শাখায় এর টাকা জমা পড়ত। আমাদের রুপিকে ওখানে ভাট বলা হয়। তার পর বারুইপুরের সভায় আমি ডকুমেন্ট দেখিয়েছি। ডকুমেন্ট কীভাবে আমার কাছে এসেছে সেটা বলব না। কিন্তু আমি তো দেখিয়েছি। আর ম্যাডাম নারুলাটা কে?‌ তা ক্রমশই প্রকাশ্য।’‌

এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর একাধিক জনসভায় শুভেন্দু তথা বিজেপি–কে নিশানা করে বলেছেন, ‘‌আমার পিছনে ইডি, সিবিআই লাগাতে হবে না। তোমরা একটা ফাঁসির মঞ্চ তৈরি করবে, যদি কেউ প্রমাণ করতে পারে যে ভাইপো তোলাবাজির সঙ্গে যুক্ত, আমি নিজে গিয়ে মৃত্যুবরণ করে আসব। আমি চ্যালেঞ্জ করে গেলাম। আমি ইডি, সিবিআই–কে ভয় পাই না।’‌ সেই কথাও এদিন তুলে অভিষেককে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘‌বড় বড় কথা সভায় দাঁড়িয়ে বলছেন। তৃণমূল থেকে বিজেপি–তে যাঁরা গিয়েছে তাঁদের উদ্দেশ্য করে ওয়াশিং মেশিন তত্ত্ব দিয়েছেন। শুধু বড় বড় কথা। ফাঁসির মঞ্চে যাওয়ার কবে একটা কথা ছিল না?‌ বলেছেন যে আমি হাঁটতে হাঁটতে ফাঁসির মঞ্চে যাব। আমরা তো অপেক্ষা করে আছি। তবে ফাঁসি আমরা চাই না। আমরা চাই যে মানুষ দেখুক। কিন্তু এই অন্যায় যা করেছে, পাপের শাস্তি হবেই এর বিকল্প নেই।’‌

উল্লেখ্য, রবিবার বেলা ২টো নাগাদ কালীঘাটে অভিষেকের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক বা তাঁর স্ত্রী। এদিন সিআরপিসির ১৬০ ধারায় সাক্ষী হিসাবে নোটিশ দেওয়া হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সিবিআইয়ের তরফে জানানো হয়, তাঁরা বাড়ি ফিরলে যেন সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। কোথাও হাজিরা দিতে হবে না রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সুবিধামতো সময়, তাঁর সুবিধামতো জায়গায় রুজিরাদেবীকে জেরা করবেন সিবিআইয়ের মহিলা আধিকারিকরা।

এ ঘটনার পর থেকে শুরু হয়েছে রাজনৈতির চাপানউতোর। এ ঘটনায় প্রতিহিংসার রাজনীতির অভিযোগ এনেছে রাজ্যের শাসকদল। আর সুর চড়িয়েছেন বিজেপি নেতারা। পাশাপাশি রবিবার বিকেলে এক টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আইনের ওপর তাঁদের সম্পূর্ণ ভরসা রয়েছে। কিন্তু ওরা যদি ভেবে থাকে যে এসব করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। পিছু হঠার বান্দা আমরা নই।’

ভোটযুদ্ধ খবর

Latest News

ভোটের চোখ রাঙানি? মে মাসে মুক্তি পাচ্ছে না কল্কি ২৮৯৮ এডি, কবে আসছে প্রভাসের ছবি LSG-র সর্বনাশে KKR-এর পৌষমাস, রাজস্থানকে ধরতে পারবে কেউ? লিগ টেবিলে মাথা তুলল DC MBSG-OFC সেমির দ্বিতীয় লেগে হাউসফুল যুবভারতী,বাড়িতে কীভাবে ফ্রি-তে দেখবেন ম্যাচ রাজনীতির ময়দানে নবাগতা রচনা, প্রচারের ফাঁকে প্রথম নায়িকাকে কী টিপস দিলেন দেব? মে দিবসে কি বন্ধ থাকবে সোনাগাছি? যৌনকর্মীদের ছুটি! সত্যিটা জেনে নিন স্পাইডারম্যান সেজে দিল্লির রাস্তায় বাইকস্টান্টে দাপাদাপি যুগলের! শেষে গ্রেফতার দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত 'অভূতপূর্ব!' অতি উত্তম দেখে চোখে জল তনুজার, প্রসেনজিৎ-পল্লবী সহ আর কারা এলেন? আমেঠি-রায়বেরেলিতে প্রার্থী কারা? খাড়গের কোর্টে বল, কী বলছেন নেতারা?

Latest IPL News

দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.